ETV Bharat / state

10 মাস পর ফের ফিজিক্যাল হিয়ারিং শুরু স্বাস্থ্য কমিশনে

লকডাউনের পর থেকেই স্বাস্থ্য কমিশনে ফিজিক্যাল হিয়ারিং বন্ধ ছিল । নতুন বছরের শুরুতে শুক্রবার, 8 জানুয়ারি কোভিড-19 এর বিধি মেনে 10 মাস পরে ফের ফিজিক্যাল হিয়ারিং শুরু করা হল স্বাস্থ্য কমিশনে।

স্বাস্থ্য কমিশন
স্বাস্থ্য কমিশন
author img

By

Published : Jan 9, 2021, 9:20 AM IST

কলকাতা, 9 জানুয়ারি : 10 মাস পরে ফের ফিজিক্যাল হিয়ারিং শুরু হল রাজ্যের স্বাস্থ্য কমিশনে। কোভিড-19 এর কারণে এই কমিশনে এতদিন ফিজিক্যাল হিয়ারিংয়ের পরিবর্তে চালু করা হয়েছিল ভার্চুয়াল হিয়ারিং। তবে, শুক্রবার ফের ফিজিক্যাল হিয়ারিং শুরু করা হল আংশিকভাবে। কারণ, এখন থেকে কিছু মামলার ক্ষেত্রে যেমন ফিজিক্যাল হিয়ারিং হবে, তেমনই কিছু মামলার ক্ষেত্রে হবে ভার্চুয়াল হিয়ারিং।

রাজ্যের স্বাস্থ্য কমিশন অর্থাৎ, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনে এর আগে শেষ ফিজিক্যাল হিয়ারিং হয়েছিল গত বছরের 4 মার্চ। ফিজিক্যাল হিয়ারিং অর্থাৎ, কোনও মামলার শুনানিতে সংশ্লিষ্ট মামলার অভিযোগকারী এবং অভিযুক্তদের সশরীরে হাজির হতে হয়। কিন্তু কোভিড-19 এর অতিমারির কারণে গত বছরের মার্চ মাসের শেষের দিক থেকে এ দেশে শুরু হয় লকডাউন। যার জেরে এই স্বাস্থ্য কমিশনের ফিজিক্যাল হিয়ারিংও বন্ধ রাখতে হয়। তবে, একটা সময় পরে বিভিন্ন মামলার শুনানিতে ভার্চুয়াল হিয়ারিং শুরু করে এই কমিশন। অবশেষে, নতুন বছরের শুরুতে শুক্রবার কোভিড-19 এর বিধি মেনে 10 মাস পর ফের ফিজিক্যাল হিয়ারিং শুরু করা হল স্বাস্থ্য কমিশনে।

রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, "আবার ফিজিক্যাল হিয়ারিংয়ের শুরুতে পরীক্ষামূলকভাবে শুক্রবার একটি মামলার শুনানি রাখা হয়েছিল।" তবে, 10 মাস পরে ফের এই কমিশনে ফিজিক্যাল হিয়ারিং শুরু করা হলেও এখনই প্রতিটি মামলার শুনানিতে ফিজিক্যাল হিয়ারিং হবে না। এই বিষয়ে রাজ্যের এই স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এখন থেকে কিছু মামলার শুনানিতে যেমন ফিজিক্যাল হিয়ারিং হবে, তেমনই কিছু মামলার শুনানিতে ভার্চুয়াল হিয়ারিং হবে‌। অর্থাৎ, রাজ্যের স্বাস্থ্য কমিশনে শুক্রবার থেকে আংশিকভাবে চালু হল ফিজিক্যাল হিয়ারিং।

ফের ফিজিক্যাল হিয়ারিংয়ের শুরুতে শুক্রবার যে মামলার শুনানি হয়েছে এই কমিশনে। সেই মামলায় শুক্রবার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে। এই মামলার রায় পরে দেবে এই কমিশন। এই মামলায় মানসিক সমস্যায় আক্রান্ত এক প্রবীণ ব্যক্তি প্রায় সাত মাস একটি হেলথ কেয়ার হোমে ছিলেন। এবং সেখানে কোভিড-19 এর সময় তাঁর মৃত্যু হয়‌। কলকাতায় একা থাকতেন এই ব্যক্তি। তাঁর তুতো ভাই-বোনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয়েছে রাজ্যের এই স্বাস্থ্য কমিশনে। এই মামলায় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ওই হেলথ কেয়ার হোমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ।

কলকাতা, 9 জানুয়ারি : 10 মাস পরে ফের ফিজিক্যাল হিয়ারিং শুরু হল রাজ্যের স্বাস্থ্য কমিশনে। কোভিড-19 এর কারণে এই কমিশনে এতদিন ফিজিক্যাল হিয়ারিংয়ের পরিবর্তে চালু করা হয়েছিল ভার্চুয়াল হিয়ারিং। তবে, শুক্রবার ফের ফিজিক্যাল হিয়ারিং শুরু করা হল আংশিকভাবে। কারণ, এখন থেকে কিছু মামলার ক্ষেত্রে যেমন ফিজিক্যাল হিয়ারিং হবে, তেমনই কিছু মামলার ক্ষেত্রে হবে ভার্চুয়াল হিয়ারিং।

রাজ্যের স্বাস্থ্য কমিশন অর্থাৎ, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনে এর আগে শেষ ফিজিক্যাল হিয়ারিং হয়েছিল গত বছরের 4 মার্চ। ফিজিক্যাল হিয়ারিং অর্থাৎ, কোনও মামলার শুনানিতে সংশ্লিষ্ট মামলার অভিযোগকারী এবং অভিযুক্তদের সশরীরে হাজির হতে হয়। কিন্তু কোভিড-19 এর অতিমারির কারণে গত বছরের মার্চ মাসের শেষের দিক থেকে এ দেশে শুরু হয় লকডাউন। যার জেরে এই স্বাস্থ্য কমিশনের ফিজিক্যাল হিয়ারিংও বন্ধ রাখতে হয়। তবে, একটা সময় পরে বিভিন্ন মামলার শুনানিতে ভার্চুয়াল হিয়ারিং শুরু করে এই কমিশন। অবশেষে, নতুন বছরের শুরুতে শুক্রবার কোভিড-19 এর বিধি মেনে 10 মাস পর ফের ফিজিক্যাল হিয়ারিং শুরু করা হল স্বাস্থ্য কমিশনে।

রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, "আবার ফিজিক্যাল হিয়ারিংয়ের শুরুতে পরীক্ষামূলকভাবে শুক্রবার একটি মামলার শুনানি রাখা হয়েছিল।" তবে, 10 মাস পরে ফের এই কমিশনে ফিজিক্যাল হিয়ারিং শুরু করা হলেও এখনই প্রতিটি মামলার শুনানিতে ফিজিক্যাল হিয়ারিং হবে না। এই বিষয়ে রাজ্যের এই স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এখন থেকে কিছু মামলার শুনানিতে যেমন ফিজিক্যাল হিয়ারিং হবে, তেমনই কিছু মামলার শুনানিতে ভার্চুয়াল হিয়ারিং হবে‌। অর্থাৎ, রাজ্যের স্বাস্থ্য কমিশনে শুক্রবার থেকে আংশিকভাবে চালু হল ফিজিক্যাল হিয়ারিং।

ফের ফিজিক্যাল হিয়ারিংয়ের শুরুতে শুক্রবার যে মামলার শুনানি হয়েছে এই কমিশনে। সেই মামলায় শুক্রবার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে। এই মামলার রায় পরে দেবে এই কমিশন। এই মামলায় মানসিক সমস্যায় আক্রান্ত এক প্রবীণ ব্যক্তি প্রায় সাত মাস একটি হেলথ কেয়ার হোমে ছিলেন। এবং সেখানে কোভিড-19 এর সময় তাঁর মৃত্যু হয়‌। কলকাতায় একা থাকতেন এই ব্যক্তি। তাঁর তুতো ভাই-বোনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয়েছে রাজ্যের এই স্বাস্থ্য কমিশনে। এই মামলায় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ওই হেলথ কেয়ার হোমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.