কলকাতা, 11 সেপ্টেম্বর : শিয়ালদার বিদ্যাপতি সেতুতে ট্রাম চলাচল বন্ধের জন্য সুপারিশ করল অ্যাডভাইজ়ারি কমিটি । ব্রিজের বহনক্ষমতা পরীক্ষার পর নবান্নে রিপোর্ট দেয় তারা । রিপোর্টে একাধিক সুপারিশের সঙ্গে ব্রিজে ট্রাম চলাচল বন্ধের জন্য সুপারিশ করেছে এই কমিটি ।
শিয়ালদায় ট্রাম চলাচল বহুদিনের । বিদ্যাপতি সেতু তৈরির পর ব্রিজের উপর দিয়েই ফের শুরু হয় ট্রাম চলাচল । একটি নয়, বেশ কয়েকটি রুটের ট্রাম চলে এই ব্রিজ দিয়ে । কিন্তু, বিদ্যাপতি সেতুর ভার বহন ক্ষমতা কমে যাওয়ায় এবার সেই ট্রাম বন্ধের সুপারিশ করল ব্রিজ অ্যাডভাইজ়ারি কমিটি । সূত্রের খবর, ট্রাম চলাচলের জন্য ব্রিজের কম্পন বেশি হচ্ছে । তাতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কমিটি । পাশাপাশি কমিটির সুপারিশ, ব্রিজের উপরে পিচ কিছুটা ছেঁটে ফেলতে হবে । কারণ, ব্রিজের রাস্তায় দিনের পর দিন পিচের উপর পিচ ঢালা হয়েছে । তাতে ব্রিজের ওজন বেড়ে গেছে অনেকটাই । সেই পিচ ছেঁটে হালকা বিটুমিনের প্রলেপ লাগানোর সুপারিশ করা হয়েছে বলে খবর ।
গত 15 অগাস্ট থেকে 18 অগাস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ ছিল শিয়ালদার বিদ্যাপতি সেতু । এই কয়েকদিন ব্রিজের ওয়েট টেস্ট করে কলকাতা উন্নয়ন পর্ষদ এবং ব্রিজ অ্যাডভাইজ়ারি কমিটি । সেই ওয়েট টেস্টের ভিত্তিতে তৈরি করা হয়েছে রিপোর্ট । রিপোর্টে বলা হয়েছে এই সেতুর ভার বহন ক্ষমতা কমেছে অনেকটাই ।