ETV Bharat / state

2 ডিসেম্বর থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হচ্ছে ভরতি প্রক্রিয়া - স্কুলে ভরতি প্রক্রিয়া শুরু 2 ডিসেম্বর

লটারির মাধ্যমে ভরতি প্রক্রিয়া হবে । 9 ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র বিতরণ ও জমা করা যাবে । 11 থেকে 16 ডিসেম্বরের মধ্যে যে কোনও দিন লটারি হবে । লটারির ভিত্তিতে নির্বাচিতদের ভরতি নেওয়া হবে 18 থেকে 23 ডিসেম্বরের মধ্যে ।

Kolkata
2 ডিসেম্বর থেকে রাজ্যের শুরু হচ্ছে ভরতি প্রক্রিয়া
author img

By

Published : Nov 28, 2020, 8:36 AM IST

কলকাতা, 28 নভেম্বর : 2 ডিসেম্বর থেকে রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সরড স্কুলগুলিতে শুরু হচ্ছে ছাত্র ভরতির প্রক্রিয়া । বিগত বছরগুলির মতো 2021 শিক্ষাবর্ষেও লটারির মাধ্যমে প্রাক-প্রাথমিকসহ প্রাথমিক স্তরে পড়ুয়া ভরতি নেওয়া হবে । ইতিমধ্যেই কোন নিয়মে রাজ্যের সরকারি, সরকারি মডেল, ইন্ট্রিগ্রেটেড, সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সরড প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে ছাত্র ভরতি করা হবে , সেবিষয়ে রাজ্যের জেলা পরিদর্শকদের কাছে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর । সেই নির্দেশিকা জেলা পরিদর্শকদের তরফে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্কুলগুলির কাছে ।

স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হবে ভরতি প্রক্রিয়া । ওইদিন থেকে 9 ডিসেম্বর পর্যন্ত লটারির জন্য ভরতির আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়ার কাজ হবে । 11 থেকে 16 ডিসেম্বরের মধ্যে যে কোনও দিন লটারি হবে । লটারির ভিত্তিতে নির্বাচিতদের ভরতি নেওয়া হবে 18 থেকে 23 ডিসেম্বরের মধ্যে । লটারিতে অংশগ্রহণ করার জন্য স্কুল থেকে আবেদনপত্র সংগ্রহের পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্র বা বাংলার শিক্ষা পোর্টাল থেকেও তা ডাউনলোড করে নেওয়া যাবে । সেই আবেদনপত্র পূরণ করে যে স্কুলে ভরতি হতে ইচ্ছুক সেই স্কুলে জমা করতে হবে । কেউ যদি আগেই তা সংগ্রহ ও জমা করে থাকেন , তাহলে তার আর তা করার প্রয়োজন নেই । যদি লটারিতে নির্বাচিত কোনও প্রার্থী ভরতির নির্দিষ্ট দিনে অনুপস্থিত থাকে , তাহলে তার ভরতির দাবি খারিজ করা হবে ।

কোরোনা নিয়ে চলা পরিস্থিতির কথা মাথায় রেখে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই ভরতি প্রক্রিয়া পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে । ভরতি প্রক্রিয়া শুরুর আগে স্কুল বিল্ডিং ও চত্বর জীবাণুমুক্ত করতে বলা হয়েছে । পাশাপাশি, সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের জন্য স্কুলের প্রধানের তৈরি ডিউটি রোস্টার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মানতেও বলা হয়েছে । এছাড়া, মিড-ডে মিল বা মার্কশিট সংগ্রহের মতোই ভরতির জন্য পড়ুয়াদের স্কুলে আসা নিষিদ্ধ করা হয়েছে ।

কোরোনা আবহে বহুদিন ধরেই বন্ধ স্কুল । কবে খুলবে তা জানা নেই । অন্যদিকে, জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা । কিন্তু, এই পরিস্থিতিতে ছাত্র ভরতি কীভাবে করা হবে , তা নিয়ে ধন্ধে ছিলেন বহু স্কুলের প্রধানরা । তাঁরা চাইছিলেন, স্পষ্ট একটি নির্দেশিকা দেওয়া হোক স্কুল শিক্ষা দপ্তরের তরফে । এবার সেই নির্দেশিকা আসায় অনেক স্কুলের প্রধানরাই ভরতি প্রক্রিয়া পরিচালনা নিয়ে স্পষ্ট ধারণা পেলেন । যদিও কয়েকটি স্কুল নির্দেশিকায় নির্ধারিত দিনের আগেই ভরতি প্রক্রিয়া শুরু করে দিয়েছে । তবে, দিন না মিললেও সব বিধি মেনেই ভরতি প্রক্রিয়া পরিচালনা করা হবে বলে জানাচ্ছেন সেই সব স্কুলের প্রধানরা ।

কলকাতা, 28 নভেম্বর : 2 ডিসেম্বর থেকে রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সরড স্কুলগুলিতে শুরু হচ্ছে ছাত্র ভরতির প্রক্রিয়া । বিগত বছরগুলির মতো 2021 শিক্ষাবর্ষেও লটারির মাধ্যমে প্রাক-প্রাথমিকসহ প্রাথমিক স্তরে পড়ুয়া ভরতি নেওয়া হবে । ইতিমধ্যেই কোন নিয়মে রাজ্যের সরকারি, সরকারি মডেল, ইন্ট্রিগ্রেটেড, সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সরড প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে ছাত্র ভরতি করা হবে , সেবিষয়ে রাজ্যের জেলা পরিদর্শকদের কাছে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর । সেই নির্দেশিকা জেলা পরিদর্শকদের তরফে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্কুলগুলির কাছে ।

স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হবে ভরতি প্রক্রিয়া । ওইদিন থেকে 9 ডিসেম্বর পর্যন্ত লটারির জন্য ভরতির আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়ার কাজ হবে । 11 থেকে 16 ডিসেম্বরের মধ্যে যে কোনও দিন লটারি হবে । লটারির ভিত্তিতে নির্বাচিতদের ভরতি নেওয়া হবে 18 থেকে 23 ডিসেম্বরের মধ্যে । লটারিতে অংশগ্রহণ করার জন্য স্কুল থেকে আবেদনপত্র সংগ্রহের পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্র বা বাংলার শিক্ষা পোর্টাল থেকেও তা ডাউনলোড করে নেওয়া যাবে । সেই আবেদনপত্র পূরণ করে যে স্কুলে ভরতি হতে ইচ্ছুক সেই স্কুলে জমা করতে হবে । কেউ যদি আগেই তা সংগ্রহ ও জমা করে থাকেন , তাহলে তার আর তা করার প্রয়োজন নেই । যদি লটারিতে নির্বাচিত কোনও প্রার্থী ভরতির নির্দিষ্ট দিনে অনুপস্থিত থাকে , তাহলে তার ভরতির দাবি খারিজ করা হবে ।

কোরোনা নিয়ে চলা পরিস্থিতির কথা মাথায় রেখে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই ভরতি প্রক্রিয়া পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে । ভরতি প্রক্রিয়া শুরুর আগে স্কুল বিল্ডিং ও চত্বর জীবাণুমুক্ত করতে বলা হয়েছে । পাশাপাশি, সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের জন্য স্কুলের প্রধানের তৈরি ডিউটি রোস্টার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মানতেও বলা হয়েছে । এছাড়া, মিড-ডে মিল বা মার্কশিট সংগ্রহের মতোই ভরতির জন্য পড়ুয়াদের স্কুলে আসা নিষিদ্ধ করা হয়েছে ।

কোরোনা আবহে বহুদিন ধরেই বন্ধ স্কুল । কবে খুলবে তা জানা নেই । অন্যদিকে, জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা । কিন্তু, এই পরিস্থিতিতে ছাত্র ভরতি কীভাবে করা হবে , তা নিয়ে ধন্ধে ছিলেন বহু স্কুলের প্রধানরা । তাঁরা চাইছিলেন, স্পষ্ট একটি নির্দেশিকা দেওয়া হোক স্কুল শিক্ষা দপ্তরের তরফে । এবার সেই নির্দেশিকা আসায় অনেক স্কুলের প্রধানরাই ভরতি প্রক্রিয়া পরিচালনা নিয়ে স্পষ্ট ধারণা পেলেন । যদিও কয়েকটি স্কুল নির্দেশিকায় নির্ধারিত দিনের আগেই ভরতি প্রক্রিয়া শুরু করে দিয়েছে । তবে, দিন না মিললেও সব বিধি মেনেই ভরতি প্রক্রিয়া পরিচালনা করা হবে বলে জানাচ্ছেন সেই সব স্কুলের প্রধানরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.