ETV Bharat / state

Adhir Chowdhury on JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান বন্ধ না-হয়ে যায় ! আশঙ্কা অধীরের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু ও তাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিষয়ে দুঃখ প্রকাশ করলেন অধীর চৌধুরী ৷ তাঁর আশঙ্কা, এইসব ঘটনার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায়, সেই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি ৷

ETV Bharat
অধীর চৌধুরী
author img

By

Published : Aug 20, 2023, 10:46 PM IST

কলকাতা, 20 অগাস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । রবিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির জন্মবার্ষিকীতে বিধানভবনে এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ রাজীব গান্ধি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন দেশের জন্য কী কী করেছেন সেই সমস্ত ইতিহাস এদিন তুলে ধরেন অধীর ৷ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন অধীর । এরপর যাদবপুরকাণ্ড নিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি ।

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি নেশার ঠেকে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছিলেন অধীর । রবিবার ওই একই বিষয়ে মন্তব্য করতে গিয়ে তাঁর দাবি, "অনেক কলেজ বিশ্ববিদ্যালয় তো উঠে গিয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ফাইভ স্টার বিশ্ববিদ্যালয়ও এবার উঠে যাবে । আর কি হবে !" প্রদেশ কংগ্রেস সভাপতির মতে, "আইনশৃঙ্খলা রাজ্যের দায়িত্ব । ইউজিসি কেন্দ্রের । ফলে কেন্দ্র-রাজ্য সকলকে মাথা ঘামাতে হবে এই বিষয়ে । এটাতে রাজনীতি করার কিছু নেই ।

আরও পড়ুন: 'বিজেপি-ঘনিষ্ঠ বলেই যোগ্যতা ছাড়া যাদবপুরের উপাচার্য পদ,' সরব তৃণমূল-সিপিএম

অধীর এদিন বলেন, "মৃত পড়ুয়ার পরিবার বলেছে আমার ছেলের মৃত্যুতে যেন রাজনীতি না-হয় । কিন্তু বিজেপি, তৃণমূল উভয়ই এখানে রাজনীতি শুরু করেছে । দোষারোপের পালা এখানে করা যাবে না । অপরাধীদের দ্রুত খুঁজে বার করে শাস্তি দেওয়ার পালা হোক । আমরা সেটা দেখতে চাই । পশ্চিমবঙ্গে একটা ফাইভস্টার বিশ্ববিদ্যালয় ছিল, এবার সেটা উঠে যাবে । বাকি যেমন উঠে গিয়েছে আগামী দিনে এটাও উঠে যাবে । ফাইভ স্টার বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা কেন ঘটল সেটা আমরা আগে জানতে চাই । এমন একটা বিশ্ববিদ্যালয় কাদের আমলে গাজার ঠেক- জুয়ার ঠেকে পরিণত হল? কাদের প্রশ্রয়ে এ ধরনের ঠেক গড়ে উঠল তা আমাদের জানা দরকার । উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে না চাপিয়ে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না কেন?" তাঁর কথায়, হয়তো অপরাধীদের আড়াল করতেই এরকম বিতর্কের অবতারণা করা হচ্ছে ৷ যাদবপুর, আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যুর ঘটনার পর এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে আর কেউ পড়তে আসতে চাইবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি ৷

কলকাতা, 20 অগাস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । রবিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির জন্মবার্ষিকীতে বিধানভবনে এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ রাজীব গান্ধি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন দেশের জন্য কী কী করেছেন সেই সমস্ত ইতিহাস এদিন তুলে ধরেন অধীর ৷ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন অধীর । এরপর যাদবপুরকাণ্ড নিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি ।

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি নেশার ঠেকে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছিলেন অধীর । রবিবার ওই একই বিষয়ে মন্তব্য করতে গিয়ে তাঁর দাবি, "অনেক কলেজ বিশ্ববিদ্যালয় তো উঠে গিয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ফাইভ স্টার বিশ্ববিদ্যালয়ও এবার উঠে যাবে । আর কি হবে !" প্রদেশ কংগ্রেস সভাপতির মতে, "আইনশৃঙ্খলা রাজ্যের দায়িত্ব । ইউজিসি কেন্দ্রের । ফলে কেন্দ্র-রাজ্য সকলকে মাথা ঘামাতে হবে এই বিষয়ে । এটাতে রাজনীতি করার কিছু নেই ।

আরও পড়ুন: 'বিজেপি-ঘনিষ্ঠ বলেই যোগ্যতা ছাড়া যাদবপুরের উপাচার্য পদ,' সরব তৃণমূল-সিপিএম

অধীর এদিন বলেন, "মৃত পড়ুয়ার পরিবার বলেছে আমার ছেলের মৃত্যুতে যেন রাজনীতি না-হয় । কিন্তু বিজেপি, তৃণমূল উভয়ই এখানে রাজনীতি শুরু করেছে । দোষারোপের পালা এখানে করা যাবে না । অপরাধীদের দ্রুত খুঁজে বার করে শাস্তি দেওয়ার পালা হোক । আমরা সেটা দেখতে চাই । পশ্চিমবঙ্গে একটা ফাইভস্টার বিশ্ববিদ্যালয় ছিল, এবার সেটা উঠে যাবে । বাকি যেমন উঠে গিয়েছে আগামী দিনে এটাও উঠে যাবে । ফাইভ স্টার বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা কেন ঘটল সেটা আমরা আগে জানতে চাই । এমন একটা বিশ্ববিদ্যালয় কাদের আমলে গাজার ঠেক- জুয়ার ঠেকে পরিণত হল? কাদের প্রশ্রয়ে এ ধরনের ঠেক গড়ে উঠল তা আমাদের জানা দরকার । উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে না চাপিয়ে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না কেন?" তাঁর কথায়, হয়তো অপরাধীদের আড়াল করতেই এরকম বিতর্কের অবতারণা করা হচ্ছে ৷ যাদবপুর, আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যুর ঘটনার পর এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে আর কেউ পড়তে আসতে চাইবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.