ETV Bharat / state

লালকেল্লার ঘটনায় ষড়যন্ত্রের শিকার কৃষকরা : অধীর - লালকেল্লার ঘটনার তদন্ত চাইলেন অধীর চৌধুরি

তাঁর অভিযোগ, লালকেল্লার ঘটনা সরকারের পরিকল্পিত ৷

লালকেল্লার ঘটনায় ষড়যন্ত্রের শিকার কৃষকরা
লালকেল্লার ঘটনায় ষড়যন্ত্রের শিকার কৃষকরা
author img

By

Published : Feb 9, 2021, 10:22 PM IST

দিল্লি, 9 ফেব্রুয়ারি : আন্দোলনরত কৃষকদের শত্রু বানিয়ে দেওয়া হয়েছে ৷ সাধারণতন্ত্র দিবসে লালকেল্লার ঘটনায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন কৃষকরা ৷ এমনই অভিযোগ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ৷ লালকেল্লায় হিংসা ছড়ানো এবং ধর্মীয় পতাকা ওড়ানোর ঘটনা সরকারের পরিকল্পিত বলেও অভিযোগ করেছেন তিনি ৷

লোকসভায় লালকেল্লার ঘটনা প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, "26 জানুয়ারি গোটা রাজধানী নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ৷ তা সত্ত্বেও কী করে লালকেল্লায় তাণ্ডব করা সম্ভব হল ? গোটা দিল্লিতে সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা রয়েছে ৷ তা সত্ত্বেও জানা গেল না, কারা ওই ঘটনার সঙ্গে যুক্ত ৷" তিনি বলেন, "26 জানুয়ারির আগে শোনা গিয়েছিল পাকিস্তান থেকে সাধারণতন্ত্র দিবসে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে ৷ কিন্তু দেশের ভেতর কী চলেছে তার খবর আপনাদের কাছে ছিল না ৷ আসলে আপনারা চাইছিলেন এরকম কিছু একটা হোক ৷ এটা পরিকল্পিত ঘটনা ৷"

আরও পড়ুন : রবীন্দ্রনাথের চেয়ারে আমি বসিনি, নেহরু-রাজীব গান্ধিরা বসেছিলেন ; অধীরকে জবাব শাহের

তিনি আরও বলেন, "কিছু লোককে কৃষক সাজিয়ে পতাকা টাঙানোর জন্য লালকেল্লায় পৌঁছে দেওয়া হয়েছিল ৷ যদি ঠিকঠাকভাবে তদন্ত হয় তাহলে জানা যাবে এর পিছনে সরকারের হাত রয়েছে ৷ চালাকি করে আন্দোলনরত কৃষকদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে ৷" তাঁর প্রশ্ন, "ট্রাক্টর মিছিলের জন্য সরকার নিজে রুট বানিয়েছিল ৷ তারপরও কেন এই ঘটনা ঘটল ? কেন এই ঘটনার জন্য সরকারকে দায়ী করা হবে না ?

শুনুন অধীর চৌধুরীর বক্তব্য

দিল্লি, 9 ফেব্রুয়ারি : আন্দোলনরত কৃষকদের শত্রু বানিয়ে দেওয়া হয়েছে ৷ সাধারণতন্ত্র দিবসে লালকেল্লার ঘটনায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন কৃষকরা ৷ এমনই অভিযোগ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ৷ লালকেল্লায় হিংসা ছড়ানো এবং ধর্মীয় পতাকা ওড়ানোর ঘটনা সরকারের পরিকল্পিত বলেও অভিযোগ করেছেন তিনি ৷

লোকসভায় লালকেল্লার ঘটনা প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, "26 জানুয়ারি গোটা রাজধানী নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ৷ তা সত্ত্বেও কী করে লালকেল্লায় তাণ্ডব করা সম্ভব হল ? গোটা দিল্লিতে সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা রয়েছে ৷ তা সত্ত্বেও জানা গেল না, কারা ওই ঘটনার সঙ্গে যুক্ত ৷" তিনি বলেন, "26 জানুয়ারির আগে শোনা গিয়েছিল পাকিস্তান থেকে সাধারণতন্ত্র দিবসে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে ৷ কিন্তু দেশের ভেতর কী চলেছে তার খবর আপনাদের কাছে ছিল না ৷ আসলে আপনারা চাইছিলেন এরকম কিছু একটা হোক ৷ এটা পরিকল্পিত ঘটনা ৷"

আরও পড়ুন : রবীন্দ্রনাথের চেয়ারে আমি বসিনি, নেহরু-রাজীব গান্ধিরা বসেছিলেন ; অধীরকে জবাব শাহের

তিনি আরও বলেন, "কিছু লোককে কৃষক সাজিয়ে পতাকা টাঙানোর জন্য লালকেল্লায় পৌঁছে দেওয়া হয়েছিল ৷ যদি ঠিকঠাকভাবে তদন্ত হয় তাহলে জানা যাবে এর পিছনে সরকারের হাত রয়েছে ৷ চালাকি করে আন্দোলনরত কৃষকদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে ৷" তাঁর প্রশ্ন, "ট্রাক্টর মিছিলের জন্য সরকার নিজে রুট বানিয়েছিল ৷ তারপরও কেন এই ঘটনা ঘটল ? কেন এই ঘটনার জন্য সরকারকে দায়ী করা হবে না ?

শুনুন অধীর চৌধুরীর বক্তব্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.