কলকাতা, ১৫ মার্চ : লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিন বিধায়ক। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন আবু তাহের, কানাইলাল আগরওয়াল ও অপূর্ব সরকার। গতকাল তিনজনই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের কাছে জানতে চান, কোনওরকম চাপের মুখে পড়ে তাঁরা পদত্যাগ করছেন কি না। উত্তরে তিনজনই অধ্যক্ষকে জানান, তাঁরা স্বেচ্ছায় ইস্তফা দিচ্ছেন।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবু তাহের, কানাইলাল আগরওয়াল ও অপূর্ব সরকারকে লোকসভা নির্বাচনের প্রার্থী করেছেন। তিনজন যথাক্রমে মুর্শিদাবাদ, রায়গঞ্জ ও বহরমপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ইস্তফা দেওয়ার পর আবু তাহের, অপূর্ব সরকার ও কানাইলাল আগরওয়াল জানান, তৃণমূল কংগ্রেস থেকে তাঁদের অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে। উন্নয়নের জন্য তাঁরা লোকসভায় যাচ্ছেন। সংশ্লিষ্ট তিন এলাকার উন্নয়ন হবে তাঁদের প্রধান কাজ।