ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত, হাসপাতালে ভরতি অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী - কোরোনা

কোরোনায় আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Sep 8, 2020, 11:51 AM IST

Updated : Sep 8, 2020, 12:56 PM IST

কলকাতা, ৮ সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নেরুলা । বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি । মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যের কোরোনা সংক্রমণ ধরা পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে । আক্রান্ত ভাইপোর স্ত্রী-র শারীরিক অবস্থার খোঁজ খবর প্রতি মুহূর্তে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নেরুলা বন্দ্যোপাধ্যায় অসুস্থ ছিলেন । এরপর তাঁর কোরোনা পরীক্ষা করানো হয় । গতকাল রিপোর্ট আসে পজ়েটিভ । কোনও প্রকার ঝুঁকি না নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ।

গত বছরই পুত্রসন্তানের মা হয়েছিলেন রুজিরা । তাঁর মেয়ে আজানিয়াও যথেষ্ট ছোটো । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছাড়াও কোরোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি । ইতিমধ্যেই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । একই হাসপাতালে ভরতি বিধান নগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় । আক্রান্ত হয়েছেন রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার এবং দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরি ও তাঁর স্ত্রীও ।

কলকাতা, ৮ সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নেরুলা । বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি । মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যের কোরোনা সংক্রমণ ধরা পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে । আক্রান্ত ভাইপোর স্ত্রী-র শারীরিক অবস্থার খোঁজ খবর প্রতি মুহূর্তে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নেরুলা বন্দ্যোপাধ্যায় অসুস্থ ছিলেন । এরপর তাঁর কোরোনা পরীক্ষা করানো হয় । গতকাল রিপোর্ট আসে পজ়েটিভ । কোনও প্রকার ঝুঁকি না নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ।

গত বছরই পুত্রসন্তানের মা হয়েছিলেন রুজিরা । তাঁর মেয়ে আজানিয়াও যথেষ্ট ছোটো । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছাড়াও কোরোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি । ইতিমধ্যেই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । একই হাসপাতালে ভরতি বিধান নগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় । আক্রান্ত হয়েছেন রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার এবং দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরি ও তাঁর স্ত্রীও ।

Last Updated : Sep 8, 2020, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.