কলকাতা, 16 জুলাই : 21 জুলাইয়ের সমাবেশের আয়োজক যুব তৃণমূল কংগ্রেস । কিন্তু, সেই সমাবেশের প্রচারেই ব্যবহার করা হচ্ছে না যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি । মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই নেওয়া হচ্ছে সমাবেশের প্রস্তুতি । হোর্ডিং, পোস্টার, ফেস্টুনে রয়েছে শুধু তৃণমূল নেত্রীর ছবি ।
গত কয়েক বছরে 21 জুলাইয়ের সমাবেশের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জায়গা করে নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছবি । কিন্তু, এবার অন্য ছবি ধরা পড়েছে । ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রচার কর্মসূচি । সেইমতো কলকাতার একাধিক জায়গায় লাগানো হয়েছে হোর্ডিং, পোস্টার, ফেস্টুন । হচ্ছে মিছিল, সভা । যুবর ব্যানারে প্রচার চললেও নেই যুব সভাপতির ছবি । মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই চলছে প্রচার।
শুধু ছবিই নয়, প্রচার কর্মসূচিতে যোগ দিতেও দেখা যাচ্ছে না অভিষেককে । তিনি ছাড়াও বিগত বছরগুলিতে প্রচারে দেখা যেত দলের বেশ কয়েকজন নেতাকেও । কিন্তু, এবার একাই একশো তৃণমূল নেত্রী ।
এর পিছনেও পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের হাত দেখছেন অনেকেই । রাজনৈতিক মহলের একাংশের মতে, বেশ কয়েকজন নেতার জন্যই একাধিক জায়গায় হার হয়েছে দলের । তাই 21 জুলাইয়ের মতো সমাবেশের প্রচারে তাঁদের সামনে আনলে তার সফলতা নিয়ে সংশয় দেখা দিতে পারে । তাই ভরসা দলনেত্রীই ।