ETV Bharat / state

Abhishek Banerjee: তৃণমূলের দাবি নিয়ে কেন্দ্রের কাছে দরবার রাজ্যপালের, ধন্যবাদ জানালেন অভিষেক - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Abhishek Banerjee thanks Governor CV Ananda Bose: একশো দিনের প্রকল্পের বকেয়া আদায়ে সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি দেয় তৃণমূল কংগ্রেস ৷ মঙ্গলবার অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে চিঠি দিয়ে রাজ্যপাল জানিয়েছেন যে বিষয়টি তিনি কেন্দ্রীয় সরকারের সামনে উত্থাপন করেছেন ৷ তাই এই নিয়ে সোশাল মিডিয়া মারফত রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 2:44 PM IST

Updated : Oct 10, 2023, 2:57 PM IST

কলকাতা, 10 অক্টোবর: নয়াদিল্লিতে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বৈঠকের পর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল জানিয়েছেন তৃণমূলের স্মারকলিপির বিষয় নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন । রাজ্যপালের সেই চিঠিটিকে সামনে এনে তাঁকে ধন্যবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এ দিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রতিশ্রুতি রক্ষার জন্য রাজ্যপালকে ধন্যবাদ দিয়েছেন অভিষেক । কারণ, সোমবার অভিষেক জানিয়েছিলেন যে রাজ্যপাল 100 দিনের কর্মীদের দাবি-দাওয়া নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন ৷

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘বাংলার জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ সমস্যাটি অবিলম্বে সমাধান করার জন্য বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা । বিশেষত, মনরেগার অধীনে বঞ্চিত বাংলার 21 লক্ষের বেশি মানুষের ন্যায্য অধিকারের জন্য লড়াইয়ে তিনি দ্রুত হস্তক্ষেপ করার জন্য ধন্যবাদ ।’’

  • My heartfelt gratitude to the @BengalGovernor C V Ananda Bose, for promptly addressing the pressing issue concerning the welfare of the people of Bengal.
    Specifically, his swift intervention for the rightful entitlements of over 21 lakh+ individuals of WB deprived under #MGNREGA pic.twitter.com/t4ljyPDXYX

    — Abhishek Banerjee (@abhishekaitc) October 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, সোমবার 30 জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে যান অভিষেক । 40 মিনিটের কিছু বেশি সময় এই সাক্ষাতে রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন ৷ তৃণমূলের দাবি ছিল, সেই আলোচনায় রাজ্যপাল কথা দিয়েছিলেন তিনি তৃণমূলের দাবিদাওয়া নিয়ে দিল্লি দরবার করবেন । এরপর রাতেই দিল্লি চলে যান রাজ্যপাল । এ দিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন । তার পরই কেন্দ্রের কাছে বিষয়টি জানানো নিয়ে অভিষেককে চিঠি লেখেন রাজ্যপাল ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো রাজ্যপালের চিঠি

আনন্দ বোসের বার্তা থেকে স্পষ্ট, এই বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের প্রতিনিধি দলের দাবিদাওয়ার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে । তবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব রাজ্যপালকে যে অভিযোগ করেছেন, তার সুরাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়েছে । আসলে এই বিষয়টি তাঁর মন্ত্রকের অধীনে নয় ।

কিন্তু যেহেতু রাজ্যপালকে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করতে হয়, সেইদিক থেকে মনে করা হচ্ছে যে অমিত শাহের মাধ্যমেই অন্য দফতরের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে এগোতে পারেন । একই সঙ্গে সমস্যা মেটাতে হলে রাজ্যপাল সরাসরি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণও করতে পারেন বলেই খবর ।

সাম্প্রতিক সময়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে । সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেকের কৃতজ্ঞতাকে বড় ব্যতিক্রমী ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: আপাতত ধরনা প্রত্যাহার অভিষেকের, দাবি পূরণ না হলে 1 নভেম্বর ফের আন্দোলনের হুঁশিয়ারি

কলকাতা, 10 অক্টোবর: নয়াদিল্লিতে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বৈঠকের পর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল জানিয়েছেন তৃণমূলের স্মারকলিপির বিষয় নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন । রাজ্যপালের সেই চিঠিটিকে সামনে এনে তাঁকে ধন্যবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এ দিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রতিশ্রুতি রক্ষার জন্য রাজ্যপালকে ধন্যবাদ দিয়েছেন অভিষেক । কারণ, সোমবার অভিষেক জানিয়েছিলেন যে রাজ্যপাল 100 দিনের কর্মীদের দাবি-দাওয়া নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন ৷

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘বাংলার জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ সমস্যাটি অবিলম্বে সমাধান করার জন্য বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা । বিশেষত, মনরেগার অধীনে বঞ্চিত বাংলার 21 লক্ষের বেশি মানুষের ন্যায্য অধিকারের জন্য লড়াইয়ে তিনি দ্রুত হস্তক্ষেপ করার জন্য ধন্যবাদ ।’’

  • My heartfelt gratitude to the @BengalGovernor C V Ananda Bose, for promptly addressing the pressing issue concerning the welfare of the people of Bengal.
    Specifically, his swift intervention for the rightful entitlements of over 21 lakh+ individuals of WB deprived under #MGNREGA pic.twitter.com/t4ljyPDXYX

    — Abhishek Banerjee (@abhishekaitc) October 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, সোমবার 30 জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে যান অভিষেক । 40 মিনিটের কিছু বেশি সময় এই সাক্ষাতে রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন ৷ তৃণমূলের দাবি ছিল, সেই আলোচনায় রাজ্যপাল কথা দিয়েছিলেন তিনি তৃণমূলের দাবিদাওয়া নিয়ে দিল্লি দরবার করবেন । এরপর রাতেই দিল্লি চলে যান রাজ্যপাল । এ দিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন । তার পরই কেন্দ্রের কাছে বিষয়টি জানানো নিয়ে অভিষেককে চিঠি লেখেন রাজ্যপাল ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো রাজ্যপালের চিঠি

আনন্দ বোসের বার্তা থেকে স্পষ্ট, এই বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের প্রতিনিধি দলের দাবিদাওয়ার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে । তবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব রাজ্যপালকে যে অভিযোগ করেছেন, তার সুরাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়েছে । আসলে এই বিষয়টি তাঁর মন্ত্রকের অধীনে নয় ।

কিন্তু যেহেতু রাজ্যপালকে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করতে হয়, সেইদিক থেকে মনে করা হচ্ছে যে অমিত শাহের মাধ্যমেই অন্য দফতরের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে এগোতে পারেন । একই সঙ্গে সমস্যা মেটাতে হলে রাজ্যপাল সরাসরি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণও করতে পারেন বলেই খবর ।

সাম্প্রতিক সময়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে । সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেকের কৃতজ্ঞতাকে বড় ব্যতিক্রমী ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: আপাতত ধরনা প্রত্যাহার অভিষেকের, দাবি পূরণ না হলে 1 নভেম্বর ফের আন্দোলনের হুঁশিয়ারি

Last Updated : Oct 10, 2023, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.