ETV Bharat / state

Abhishek Slams ED: 'একদিন সত্য প্রকাশ্যে আসবেই', আমেরিকা থেকে টুইটে ইডিকে নিশানা অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee Slams ED from USA: আমেরিকা থেকেই টুইটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইটে লেখেন, সত্য একদিন সামনে আসবেই ৷

Abhishek Slams ED
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 7, 2023, 12:47 PM IST

কলকাতা, 7 অগস্ট: গতকালই টাইমস স্কোয়ারে নিজের ছবি সোশাল মিডিয়ায় টুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ অর্থাৎ সোমবার সেখান থেকেই তিনি টুইটে সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে । লিখলেন, সত্য পরাক্রমশালী । একদিন সত্য প্রকাশ্যে আসবেই । গতকালই বিভিন্ন সংবাদমাধ্যমে লন্ডনবাসি এক রুশ বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে প্রভাবশালীর কালো টাকার যোগসূত্রের খবর প্রকাশ্যে এনেছে ইডি । এরপরই এ দিন এই কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এদিন টুইটে তিনি একটি টাইপ করা বক্তব্য শেয়ার করেছেন । সেখানে লেখা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পদে অযোগ্য ব্যক্তিদের উপস্থিতি দেখা সত্যিই হতাশাজনক । যাঁরা তাঁদের রাজনৈতিক সুবিধাভোগীদের সেবায় একটি দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে মিডিয়াতে বানানো গল্প প্রচার করার জন্য একটি অতুলনীয় প্রতিভার অধিকারী । দুঃখজনকভাবে, বছরের পর বছর সময় এবং করদাতাদের অর্থ বিনিয়োগ করার পর, তদন্তে ব্যয় সত্ত্বেও, তারা ক্রমাগতভাবে আদালতের সামনে বাস্তবিক ভিত্তি আছে এমন প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ ।

আরও পড়ুন: অভিষেকের রক্ষাকবচে লিখিত নির্দেশ দিলেন না বিচারপতি, হাইকোর্টের প্রশ্নের মুখে ইডি

অভিষেকের বক্তব্য, মূলত আষাঢ়ে গল্প শোনাচ্ছে ইডি । যার ফলে জাতি ও সমাজের প্রতি তাদের দায়িত্বকে স্পষ্টতই উপেক্ষা করা হচ্ছে । তিনি এ রাজ্যের বিজেপির সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সংযুক্ত করে বলেছেন, এটা লক্ষণীয় যে, পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মতো ইডি বা মিডিয়া প্রকাশনার কেউই তাঁকে স্পষ্টভাবে অভিযুক্ত করার আস্থা, সাহস বা দৃঢ় প্রত্যয় দেখাতে পারছে না । এ কারণে এই অতৃপ্ত আত্মাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন তিনি । এ দিন অভিষেক বিস্ময় প্রকাশ করে লিখেছেন, কেন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র 0.5 শতাংশ ।

কলকাতা, 7 অগস্ট: গতকালই টাইমস স্কোয়ারে নিজের ছবি সোশাল মিডিয়ায় টুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ অর্থাৎ সোমবার সেখান থেকেই তিনি টুইটে সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে । লিখলেন, সত্য পরাক্রমশালী । একদিন সত্য প্রকাশ্যে আসবেই । গতকালই বিভিন্ন সংবাদমাধ্যমে লন্ডনবাসি এক রুশ বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে প্রভাবশালীর কালো টাকার যোগসূত্রের খবর প্রকাশ্যে এনেছে ইডি । এরপরই এ দিন এই কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এদিন টুইটে তিনি একটি টাইপ করা বক্তব্য শেয়ার করেছেন । সেখানে লেখা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পদে অযোগ্য ব্যক্তিদের উপস্থিতি দেখা সত্যিই হতাশাজনক । যাঁরা তাঁদের রাজনৈতিক সুবিধাভোগীদের সেবায় একটি দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে মিডিয়াতে বানানো গল্প প্রচার করার জন্য একটি অতুলনীয় প্রতিভার অধিকারী । দুঃখজনকভাবে, বছরের পর বছর সময় এবং করদাতাদের অর্থ বিনিয়োগ করার পর, তদন্তে ব্যয় সত্ত্বেও, তারা ক্রমাগতভাবে আদালতের সামনে বাস্তবিক ভিত্তি আছে এমন প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ ।

আরও পড়ুন: অভিষেকের রক্ষাকবচে লিখিত নির্দেশ দিলেন না বিচারপতি, হাইকোর্টের প্রশ্নের মুখে ইডি

অভিষেকের বক্তব্য, মূলত আষাঢ়ে গল্প শোনাচ্ছে ইডি । যার ফলে জাতি ও সমাজের প্রতি তাদের দায়িত্বকে স্পষ্টতই উপেক্ষা করা হচ্ছে । তিনি এ রাজ্যের বিজেপির সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সংযুক্ত করে বলেছেন, এটা লক্ষণীয় যে, পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মতো ইডি বা মিডিয়া প্রকাশনার কেউই তাঁকে স্পষ্টভাবে অভিযুক্ত করার আস্থা, সাহস বা দৃঢ় প্রত্যয় দেখাতে পারছে না । এ কারণে এই অতৃপ্ত আত্মাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন তিনি । এ দিন অভিষেক বিস্ময় প্রকাশ করে লিখেছেন, কেন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র 0.5 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.