কলকাতা, 6 জুলাই: কংগ্রেসের পাশাপাশি পরিবারতন্ত্র নিয়ে তৃণমূলকেও আক্রমণ করছে বিজেপি ৷ দলের অন্দরে এবং বাইরেও 'ভাইপো' কটাক্ষের মুখোমুখি হয়েছে তৃণমূল ৷ আর তা নিয়েই অবশেষে মুখ খুলেছিলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ নামখানার সভা থেকে অভিষেককে পাশে নিয়ে মমতা সাফ বোঝাতে চেয়েছিলেন, তৃণমূলে পরিবারতন্ত্রের কোনও স্থান নেই ৷ যার যুক্তি হিসাবে তাঁর ব্যাখ্যা ছিল অভিষেক 'ছোট' থেকেই রাজনীতিতে যুক্ত ৷ এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেও সেই পরিবারতন্ত্র নিয়ে ঝাঁঝালো বক্তব্য রাখতে শোনা গেল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৃহস্পতিবার জোরের সঙ্গে দাবি করেছেন, তিনিই হবেন প্রথম ব্যক্তি, যিনি পরিবারতন্ত্রের রাজনীতির অবসান ঘটাতে কেন্দ্রের আইনকে সমর্থন করবেন ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, বিজেপি যদি এমন কোনও বিল আনে সংসদে তবে তিনি তা সমর্থন করবেন। এমনকী এই পরিবারতন্ত্রের রাজনীতি আদতে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু বলেও দাবি করেছেন অভিষেক ৷
বরাবরই বিজেপির আক্রমণের লক্ষ্যবস্তু থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 'ভাইপো' ইস্যু শোনা গিয়েছে প্রধানমন্ত্রী মোদির গলাতেও ৷ আর রাজ্য বিজেপি নেতারা তো আকছারই শুধু তৃণমূল নয়, দেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের উদাহরণ হিসাবে অভিষেককেই শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে থাকেন ৷ সূত্রের খবর, তৃণমূলে অভিষেকের উল্কা সদৃশ উত্থান নিয়ে দলের বাইরে যেমন সমালোচনা হয়, তমনই দলের অন্দরেও এই বিষয়ে কম আলেচনা হয় না ৷ আর তা বুঝতে পেরেই হাল ধরেছিলেন মমতা ৷ বস্তুত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে পরিবারতন্ত্রের এই অভিযোগ আগে কেউ করতে পারেনি ৷ কংগ্রেস, এনসিপি-সহ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে যে আরোপ সহজেই বিজেপি লাগাতে পারে ৷ কিন্তু তৃণমূলে অভিষেকের খ্য়াতি বৃদ্ধির জেরে পরিবারতন্ত্রের সেই দোষে দুষ্ট হয়েছে তৃণমূলও !
আরও পড়ুন: ভোটের ফল ঘোষণার পরও 10 দিন বহাল থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের
ওয়াকিবহল মহলের ব্যাখ্যা, অন্তত খোদ তৃণমূল নেত্রী যেভাবে অভিষেককে এই ইস্যুতে আড়াল করার চেষ্টা করেছেন তাতে স্পষ্ট হয়ে গিয়েছে, এই অভিযোগে তিনি অনেকটাই কোণঠাসা হয়েছেন ৷ আর তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম হাতিয়ার হিসাবেও ব্যবহার করেছে বিজেপি ৷ তবে শুধু মমতাই নয়, এদিন অভিষেকের বক্তব্য থেকেও স্পষ্ট হয়ে গিয়েছে পরিবারতন্ত্র নিয়ে তিনিও বিতর্কে জল ঢালতে চাইছেন ৷ এদিন তিনি বলেন, "বিজেপি পরিবারতন্ত্রের রাজনীতির অবসানের জন্য একটি বিল আনুক সংসদে ৷ আমিই প্রথম ভোট দেব ৷" শুধু তাই নয়, বিজেপির সুরে সুর মিলিয়েই তিনি দাবি করেন যে পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের "সবচেয়ে বড় শত্রু"।