কলকাতা, 19 জুলাই : যুবশক্তি কর্মসূচিতে যোগ দিয়ে 10টি করে পরিবারের দায়িত্ব নিতে যুবকর্মীদের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, আগামী এক মাস দলের প্রত্যেক যুবকর্মীকে একমাসের জন্য 10টি পরিবারের দায়িত্ব নিতে হবে ৷
বর্তমানে কোরোনা পরিস্থিতিতে জনসংযোগে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস । কয়েকদিন পরই 21 জুলাই । যদিও কোরোনা সংক্রমণের কারণে এবার তা ভার্চুয়ালি আয়োজিত হবে । 21 জুলাইয়ের আগে দলীয় নেতারা জনসংযোগ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছেন । কর্মসূচির অংশ হিসেবেই যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গতকাল ফেসবুক লাইভ করেন । সেখানেই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি ।
তিনি বলেন, ‘‘নিজের এলাকার বাসিন্দাদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে । এক এক জন যুব কর্মীকে 10টি করে পরিবারের দায়িত্ব নিতে হবে । আগামী কয়েক মাস তাঁদের খোঁজখবর রাখতে হবে ও যাবতীয় সাহায্য করতে হবে । প্রয়োজন হলে বাজার করে দিতে হবে, ওষুধ এনে দিতে হবে । কোরোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে ৷’’
যুবশক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,‘‘ যুবশক্তি এগিয়ে এলে সমস্ত বিপদ কেটে যাবে । তাঁরাই পারেন দেশকে এগিয়ে নিয়ে যেতে ।’’
BJP-কে আক্রমণ করে তিনি বলেন, ‘‘কারও কাছে মাথা নত না করেই বাংলা অনেক বিপদ কাটিয়ে উঠেছে । কোনও অশুভ শক্তিকে বাংলায় ঢুকতে দেব না । বাংলার মানুষ একজোট হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবে ।’’