ETV Bharat / state

Abhishek Banerjee: বেঙ্গল মডেল আগামী দিনে দেশকে পথ দেখাবে, প্রতিষ্ঠা দিবসে বার্তা 'যুবরাজ' অভিষেকের - abhishek banerjee message on party foundation day

রবিবার তৃণমূলের 25 তম প্রতিষ্ঠা বার্ষিকী ৷ এদিন তৃণমূল ভবনের জমিতে নতুন ভবন তৈরির কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ৷ দলের নেতা কর্মীদের-উদ্দেশ্যে এদিন বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee message) ৷

ETV Bharat
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অভিষেকের বার্তা
author img

By

Published : Jan 1, 2023, 7:26 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: নতুন বছরে দলের সামাজিক দায়িত্বকেই রাজনৈতিক লক্ষ্য হিসেবে তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । রবিবার ছিল দলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী (TMC foundation day) । এদিন বাইপাসের ধারে তপসিয়ার তৃণমূল ভবনের জমিতে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই কথা জানালেন অভিষেক (Abhishek Banerjee) ।

এদিন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক সাংবাদিকদেরও মুখোমুখি হন ৷ যেভাবে নেতাদের মধ্যে সাধারণ মানুষকে উপেক্ষা করে ব্যক্তি স্বার্থের রাজনীতি করার প্রবণতা দেখা যাচ্ছে তার করা সমালোচনা করেন তিনি । একইসঙ্গে তাঁর মুখে সমালোচনার সুর শোনা গিয়েছে ঘৃণা, বৈষম্য ও বিভেদের রাজনীতি নিয়েও (Abhishek Banerjee message) ।

আরও পড়ুন: দলের প্রতিষ্ঠা দিবসে ইতিহাস মনে করালেন দলনেত্রী, অভিষেক দিলেন লড়াইয়ের বার্তা

এদিন অভিষেক বলেন, "বিচ্ছিন্নতাবাদ, বৈষম্য, ঘৃণা, বিভেদ এবং সাম্প্রদায়িকতার রাজনীতির প্রবণতা বাড়ছে । এসবকে দূরে সরিয়ে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব আরও তরান্বিত করতে রাজনীতি করছি আমরা । বর্তমানে যে পরিস্থিতি সারা ভারতবর্ষে তৈরি হয়েছে সেখানে বাংলা একমাত্র বিকল্প হিসেবে গোটা দেশে উঠে এসেছে । বেঙ্গল মডেল আগামী দিনে দেশকে পথ দেখাবে । মহামতি গোখলে যে কথা বলেছিলেন, আজ সে কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত । বাংলা আজ যা ভাবে গোটা দেশ ভাবে আগামীকাল । এটা করে দেখিয়েছেন আমাদের দলনেত্রী ।"

তিনি আরও বলেন, "আগে সামাজিক রেজোলিউশন, তারপর পলিটিক্যাল রেজোলিউশন । রাজনীতি তো মাঠে ময়দানে আমরা নিয়মিতভাবে করি । সবকিছুতেই রাজনীতি ঢুকিয়ে দেওয়া, সবকিছুতে মানুষের কথা না ভেবে কিভাবে রাজনীতি করে নিজে বেঁচে থাকা যায় এটা দেখা অন্যায় । মানুষের রাজনীতিকে গুরুত্ব দিয়ে যাঁরা রাজনীতি করেন আমি মনে করি প্রকৃত রাজনীতিক তাঁরাই ।"

উল্লেখ্য, নববর্ষ ও দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি জানিয়েছেন, দেশের গণতন্ত্রের প্রতি সুবিচার নিশ্চিত করা ও সাধারণের সেবাই দলের মূল লক্ষ্য ৷

কলকাতা, 1 জানুয়ারি: নতুন বছরে দলের সামাজিক দায়িত্বকেই রাজনৈতিক লক্ষ্য হিসেবে তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । রবিবার ছিল দলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী (TMC foundation day) । এদিন বাইপাসের ধারে তপসিয়ার তৃণমূল ভবনের জমিতে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই কথা জানালেন অভিষেক (Abhishek Banerjee) ।

এদিন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক সাংবাদিকদেরও মুখোমুখি হন ৷ যেভাবে নেতাদের মধ্যে সাধারণ মানুষকে উপেক্ষা করে ব্যক্তি স্বার্থের রাজনীতি করার প্রবণতা দেখা যাচ্ছে তার করা সমালোচনা করেন তিনি । একইসঙ্গে তাঁর মুখে সমালোচনার সুর শোনা গিয়েছে ঘৃণা, বৈষম্য ও বিভেদের রাজনীতি নিয়েও (Abhishek Banerjee message) ।

আরও পড়ুন: দলের প্রতিষ্ঠা দিবসে ইতিহাস মনে করালেন দলনেত্রী, অভিষেক দিলেন লড়াইয়ের বার্তা

এদিন অভিষেক বলেন, "বিচ্ছিন্নতাবাদ, বৈষম্য, ঘৃণা, বিভেদ এবং সাম্প্রদায়িকতার রাজনীতির প্রবণতা বাড়ছে । এসবকে দূরে সরিয়ে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব আরও তরান্বিত করতে রাজনীতি করছি আমরা । বর্তমানে যে পরিস্থিতি সারা ভারতবর্ষে তৈরি হয়েছে সেখানে বাংলা একমাত্র বিকল্প হিসেবে গোটা দেশে উঠে এসেছে । বেঙ্গল মডেল আগামী দিনে দেশকে পথ দেখাবে । মহামতি গোখলে যে কথা বলেছিলেন, আজ সে কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত । বাংলা আজ যা ভাবে গোটা দেশ ভাবে আগামীকাল । এটা করে দেখিয়েছেন আমাদের দলনেত্রী ।"

তিনি আরও বলেন, "আগে সামাজিক রেজোলিউশন, তারপর পলিটিক্যাল রেজোলিউশন । রাজনীতি তো মাঠে ময়দানে আমরা নিয়মিতভাবে করি । সবকিছুতেই রাজনীতি ঢুকিয়ে দেওয়া, সবকিছুতে মানুষের কথা না ভেবে কিভাবে রাজনীতি করে নিজে বেঁচে থাকা যায় এটা দেখা অন্যায় । মানুষের রাজনীতিকে গুরুত্ব দিয়ে যাঁরা রাজনীতি করেন আমি মনে করি প্রকৃত রাজনীতিক তাঁরাই ।"

উল্লেখ্য, নববর্ষ ও দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি জানিয়েছেন, দেশের গণতন্ত্রের প্রতি সুবিচার নিশ্চিত করা ও সাধারণের সেবাই দলের মূল লক্ষ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.