ETV Bharat / state

Abhishek to skip ED summon: 3 অক্টোবর যাচ্ছেন না হাজিরা দিতে, দিল্লির ধরনাতেই থাকবেন অভিষেক

Abhishek to skip ED summon: তিন অক্টোবর ইডি তাঁকে তলব করলেও তিনি হাজিরা দিতে যাচ্ছেন না বলে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানালেন, ওই দিন তিনি দিল্লিতে তৃণমূলের ধরনা কর্মসূচিতেই থাকছেন ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 12:45 PM IST

Updated : Sep 29, 2023, 1:09 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: আগামী 3 অক্টোবর ইডি অফিসে হাজিরা দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেই দিন দিল্লিতে দলের ধরনা কর্মসূচিতেই থাকবেন ৷ নিজেই এ কথা জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ ৷

নবজোয়ারের সময় সব কর্মসূচি ছেড়ে তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকের সময়ও । তবে এ বার তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডাকে সাড়া দিচ্ছেন না । শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে সরাসরি অভিষেক জানিয়ে দিলেন, এ বার আর হাজিরা দিচ্ছেন না তিনি । বরং আগামী দুই এবং তিন অক্টোবর দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ।

এ দিন অভিষেক জানিয়েছেন, রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে তাঁর লড়াই জারি রয়েছে । বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে কোনও শক্তি তাঁকে আটকাতে পারবে না । ফলে এ দিন অভিষেকের এই বার্তা থেকে স্পষ্ট যে, দুই এবং তিন অক্টোবর দিল্লিতেই থাকবেন অভিষেক । এ বার আর তদন্তের সহযোগিতার ইচ্ছা থাকলেও ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না তিনি ।

শুক্রবার টুইটারে অভিষেক লিখেছেন, "বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে । এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ । ক্রমাগত বিচ্ছিন্নভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা হলেও আদতে তাতে কোনও লাভ হবে না । বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াই থেকে আমাকে বিরত করার শক্তি কারও নেই । দিল্লিতে দুই এবং তিন অক্টোবরের কর্মসূচিতে আমি যোগ দেব । ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক ।"

প্রসঙ্গত, গতকাল ইডির সমন প্রকাশ্যে আসার পরই এই নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল শাসক শিবিরে । শাসক দল তৃণমূল কংগ্রেসের ছোট-বড়-মেজো নেতারা সবাই এক সুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন । সবচেয়ে বড় কথা, যেভাবে পূর্ব ঘোষিত কর্মসূচির দিন অভিষেককে নোটিশ দেওয়া হয়, সেই ঘটনায় তৃণমূল নেতারা বিজেপির অঙ্গুলিহেলনই দেখছিলেন । কুণাল ঘোষ থেকে শুরু করে পার্থ ভৌমিক, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা স্পষ্ট ভাষায় বলেছিলেন, আদতে এ সবের মাধ্যমে অভিষেককে টার্গেট করা হচ্ছে । বিজেপি রাজনৈতিক ময়দানে না পেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে ।

  • The fight against the deprivation of WB and its rightful dues shall persist regardless of the obstacles. No force on Earth can hinder my dedication to fight for the people of WB and their fundamental rights. I'll b in Delhi joining the protest on Oct 2nd & 3rd.

    STOP ME IF U CAN!

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব, 3 অক্টোবর হাজিরার নির্দেশ ইডির

এই পরিস্থিতিতে গোটা রাজ্যের মানুষও জানতে চেয়েছিল, যে আন্দোলনের ডাক দিয়েছিলেন অভিষেক, তিনি নিজে শেষ পর্যন্ত ইডির ডাকে সাড়া দিতে গিয়ে কি সেই আন্দোলনে অনুপস্থিত থাকবেন ? শুক্রবার অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দিলেন কোনওভাবেই বিজেপির চাপের কাছে মাথা নোয়াবেন না তিনি । সোশাল মিডিয়ায় স্পষ্ট বার্তায় জানিয়ে দিলেন যে, দিল্লির ধরনায় তিনি থাকছেন ।

কলকাতা, 29 সেপ্টেম্বর: আগামী 3 অক্টোবর ইডি অফিসে হাজিরা দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেই দিন দিল্লিতে দলের ধরনা কর্মসূচিতেই থাকবেন ৷ নিজেই এ কথা জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ ৷

নবজোয়ারের সময় সব কর্মসূচি ছেড়ে তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকের সময়ও । তবে এ বার তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডাকে সাড়া দিচ্ছেন না । শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে সরাসরি অভিষেক জানিয়ে দিলেন, এ বার আর হাজিরা দিচ্ছেন না তিনি । বরং আগামী দুই এবং তিন অক্টোবর দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ।

এ দিন অভিষেক জানিয়েছেন, রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে তাঁর লড়াই জারি রয়েছে । বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে কোনও শক্তি তাঁকে আটকাতে পারবে না । ফলে এ দিন অভিষেকের এই বার্তা থেকে স্পষ্ট যে, দুই এবং তিন অক্টোবর দিল্লিতেই থাকবেন অভিষেক । এ বার আর তদন্তের সহযোগিতার ইচ্ছা থাকলেও ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না তিনি ।

শুক্রবার টুইটারে অভিষেক লিখেছেন, "বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে । এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ । ক্রমাগত বিচ্ছিন্নভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা হলেও আদতে তাতে কোনও লাভ হবে না । বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াই থেকে আমাকে বিরত করার শক্তি কারও নেই । দিল্লিতে দুই এবং তিন অক্টোবরের কর্মসূচিতে আমি যোগ দেব । ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক ।"

প্রসঙ্গত, গতকাল ইডির সমন প্রকাশ্যে আসার পরই এই নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল শাসক শিবিরে । শাসক দল তৃণমূল কংগ্রেসের ছোট-বড়-মেজো নেতারা সবাই এক সুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন । সবচেয়ে বড় কথা, যেভাবে পূর্ব ঘোষিত কর্মসূচির দিন অভিষেককে নোটিশ দেওয়া হয়, সেই ঘটনায় তৃণমূল নেতারা বিজেপির অঙ্গুলিহেলনই দেখছিলেন । কুণাল ঘোষ থেকে শুরু করে পার্থ ভৌমিক, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা স্পষ্ট ভাষায় বলেছিলেন, আদতে এ সবের মাধ্যমে অভিষেককে টার্গেট করা হচ্ছে । বিজেপি রাজনৈতিক ময়দানে না পেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে ।

  • The fight against the deprivation of WB and its rightful dues shall persist regardless of the obstacles. No force on Earth can hinder my dedication to fight for the people of WB and their fundamental rights. I'll b in Delhi joining the protest on Oct 2nd & 3rd.

    STOP ME IF U CAN!

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব, 3 অক্টোবর হাজিরার নির্দেশ ইডির

এই পরিস্থিতিতে গোটা রাজ্যের মানুষও জানতে চেয়েছিল, যে আন্দোলনের ডাক দিয়েছিলেন অভিষেক, তিনি নিজে শেষ পর্যন্ত ইডির ডাকে সাড়া দিতে গিয়ে কি সেই আন্দোলনে অনুপস্থিত থাকবেন ? শুক্রবার অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দিলেন কোনওভাবেই বিজেপির চাপের কাছে মাথা নোয়াবেন না তিনি । সোশাল মিডিয়ায় স্পষ্ট বার্তায় জানিয়ে দিলেন যে, দিল্লির ধরনায় তিনি থাকছেন ।

Last Updated : Sep 29, 2023, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.