ETV Bharat / state

Mamata Banerjee: অস্ত্রোপচারের পর অভিষেকের কাঁধে ভর দিয়েই বাড়ি ফিরলেন মমতা

author img

By

Published : Jul 6, 2023, 6:51 PM IST

Updated : Jul 6, 2023, 8:22 PM IST

জরুরি অবতরণের কপ্টার থেকে নামতে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর চিকিৎসার সময় দেখা যায় তাঁর বাঁ-হাঁটুতে জল জমেছে ৷ সেই জল বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে বের করা হয় ৷ তাঁকে হাসপাতালে দেখতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek at SSKM
Abhishek at SSKM
এসএসকেএমে চিকিৎসার পর বাড়ি ফিরলেন মমতা

কলকাতা, 6 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ভর দিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে বের হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাসপাতাল থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রীর পা ধরে তাঁকে গাড়িতে তুলে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তারপর দলনেত্রীর গাড়িতেই একসঙ্গে কালীঘাটের উদ্দেশে রওনা দেন তিনি ।

গত 27 জুন উত্তরবঙ্গে খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের জরুরি অবতরণ করানো হয় ৷ তার জেরে কোমরে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী । সেখান থেকে তিনি আসেন এসএসকেএম হাসপাতালে । চিকিৎসক রাজেশ প্রামাণিকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা হয় । হাসপাতালে আসার পর তাঁকে এমআরআই করতে নিয়ে যাওয়া হয়েছিল । এমআরআই-এ দেখা যায়, বাঁ-হাঁটুর লিগামেন্ট ও হিপ জয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে । বাঁ-হাঁটুতে জল জমার চিহ্ন রয়েছে ।

ওই দিনই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে ভরতি থাকার পরামর্শ দিয়েছিলেন । যদিও তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী । বরং তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করানোর ইচ্ছাপ্রকাশ করেন । তখন হাঁটাচলা নিয়ন্ত্রণে রেখে বাড়িতেই তাঁকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকেরা ।

চিকিৎসকদের পরামর্শ মেনে বৃহস্পতিবার তিনি ফের হাসপাতালে এসে ভরতি হন । হাসপাতালে ঢুকে তিনি নিজেই সিটি স্ক্যান করাতে যান । তাঁর জন্য এসএসকেএম হাসপাতালের উডবার্নে ওয়ার্ডের সাড়ে 12 নম্বর কেবিনের ব্যবস্থা করা ছিল । সেখানেই তিনি ভরতি হন । প্রায় সন্ধ্যা ছটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে আসেন । তারপরই হাসপাতালে আসেন নির্মল ঘোষ, ইন্দ্রনীল সেন ও শান্তনু সেন। অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে সঙ্গে নিয়েই হাসপাতালের ভিতর থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Abhishek Banerjee
এসএসকেএমে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ? সেই বিষয়ে হাসপাতালের ডিরেক্টর মনিময় বন্দ্যোপাধ্যায় বলেন, "তাঁর ছোট্ট একটি সার্জিক্যাল প্রক্রিয়া চলেছে । বর্তমানে তিনি ভালো আছেন । তবে আমরা আজকের দিনটা তাঁকে হাসপাতালে ভরতি থাকার জন্য অনুরোধ করেছিলাম । কিন্তু তিনি আজকেই বাড়ি চলে যেতে চান । তাঁকে বেশ কিছু নিয়মের মধ্যে থাকতে হবে ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হুইলচেয়ারে বসে হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে আসছিলেন, সেই সময় তার বাঁ পায়ে একটি ব্যান্ডেজ দেখা যায় । তবে বাড়িতে গিয়েও তাঁকে বিশ্রামে থাকতে হবে । আজ হাসপাতালে তাঁর বা পায়ের হাঁটুতে যে জল জমেছিল, তা বার করা হয়েছে ও একটি ইনজেকশন দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: নির্বাচনী আবহে হাঁটুতে অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর, কড়া নিরাপত্তা এসএসকেএমে

এসএসকেএমে চিকিৎসার পর বাড়ি ফিরলেন মমতা

কলকাতা, 6 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ভর দিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে বের হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাসপাতাল থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রীর পা ধরে তাঁকে গাড়িতে তুলে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তারপর দলনেত্রীর গাড়িতেই একসঙ্গে কালীঘাটের উদ্দেশে রওনা দেন তিনি ।

গত 27 জুন উত্তরবঙ্গে খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের জরুরি অবতরণ করানো হয় ৷ তার জেরে কোমরে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী । সেখান থেকে তিনি আসেন এসএসকেএম হাসপাতালে । চিকিৎসক রাজেশ প্রামাণিকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা হয় । হাসপাতালে আসার পর তাঁকে এমআরআই করতে নিয়ে যাওয়া হয়েছিল । এমআরআই-এ দেখা যায়, বাঁ-হাঁটুর লিগামেন্ট ও হিপ জয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে । বাঁ-হাঁটুতে জল জমার চিহ্ন রয়েছে ।

ওই দিনই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে ভরতি থাকার পরামর্শ দিয়েছিলেন । যদিও তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী । বরং তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করানোর ইচ্ছাপ্রকাশ করেন । তখন হাঁটাচলা নিয়ন্ত্রণে রেখে বাড়িতেই তাঁকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকেরা ।

চিকিৎসকদের পরামর্শ মেনে বৃহস্পতিবার তিনি ফের হাসপাতালে এসে ভরতি হন । হাসপাতালে ঢুকে তিনি নিজেই সিটি স্ক্যান করাতে যান । তাঁর জন্য এসএসকেএম হাসপাতালের উডবার্নে ওয়ার্ডের সাড়ে 12 নম্বর কেবিনের ব্যবস্থা করা ছিল । সেখানেই তিনি ভরতি হন । প্রায় সন্ধ্যা ছটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে আসেন । তারপরই হাসপাতালে আসেন নির্মল ঘোষ, ইন্দ্রনীল সেন ও শান্তনু সেন। অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে সঙ্গে নিয়েই হাসপাতালের ভিতর থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Abhishek Banerjee
এসএসকেএমে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ? সেই বিষয়ে হাসপাতালের ডিরেক্টর মনিময় বন্দ্যোপাধ্যায় বলেন, "তাঁর ছোট্ট একটি সার্জিক্যাল প্রক্রিয়া চলেছে । বর্তমানে তিনি ভালো আছেন । তবে আমরা আজকের দিনটা তাঁকে হাসপাতালে ভরতি থাকার জন্য অনুরোধ করেছিলাম । কিন্তু তিনি আজকেই বাড়ি চলে যেতে চান । তাঁকে বেশ কিছু নিয়মের মধ্যে থাকতে হবে ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হুইলচেয়ারে বসে হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে আসছিলেন, সেই সময় তার বাঁ পায়ে একটি ব্যান্ডেজ দেখা যায় । তবে বাড়িতে গিয়েও তাঁকে বিশ্রামে থাকতে হবে । আজ হাসপাতালে তাঁর বা পায়ের হাঁটুতে যে জল জমেছিল, তা বার করা হয়েছে ও একটি ইনজেকশন দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: নির্বাচনী আবহে হাঁটুতে অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর, কড়া নিরাপত্তা এসএসকেএমে

Last Updated : Jul 6, 2023, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.