ETV Bharat / state

Abhishek Banerjee: চিকিৎসার জন্য আমেরিকা যেতে হাইকোর্টে অভিষেক, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি - তৃণমূল

Abhishek Banerjee Appeals to Calcutta High Court: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ চোখের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি চেয়ে সোমবার তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ ইডির কাছেও তিনি একই আবেদন করেছিলেন ৷ সেখান থেকে সাড়া না মেলায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee
author img

By

Published : Jul 24, 2023, 3:57 PM IST

Updated : Jul 24, 2023, 6:31 PM IST

কলকাতা, 24 জুলাই: চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় । ইডির কাছে আবেদন জানিয়েও সাড়া না মেলায় সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন তিনি । সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

এ দিন ইডির তরফে আইনজীবী আপত্তি করে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের এক্তিয়ার নেই এই মামলা শোনার । যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি আপত্তি জানিয়েছিলেন তাতে । কিন্তু বিচারপতি আপাতত মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন । তিনি ঠিক করবেন এই বেঞ্চই মামলাটি শুনবে, নাকি প্রধান বিচারপতি নিজে এই মামলা শুনবেন ।

আদালতে অভিষেকের তরফে আবেদনে জানানো হয়, তিনি 26 জুলাই থেকে 20 অগস্ট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন ৷ আগামী 8 অগস্ট আমেরিকার হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট রয়েছে । চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে । তাই 24 দিন তাঁকে দেশের বাইরে থাকতে হবে । গত 15 জুলাই ইডিকে তিনি বিষয়টি জানিয়েছিলেন । কিন্তু ইডি তাতে কোনও সাড়া দেয়নি বলে অভিযোগ । সেই কারণে সোমবার তিনি ইডির মামলার পরিপ্রেক্ষিতে বিদেশ যাত্রার বিষয়টি হলফনামায় উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে ।

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ । তাঁর চিঠি সামনে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে তাঁকেও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । সেই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সোমবার বিকেলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে । সেই মামলাতেই বিদেশ যাত্রার বিষয় উল্লেখ করে হলফনামা দিয়েছেন অভিষেক ।

এদিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছিল আদালত ৷ যা আজ সোমবার পর্যন্ত বহাল থাকার কথা ৷ কিন্তু বিচারপতি সরে দাঁড়ানোয় যতক্ষণ না এই মামলা নিয়ে প্রধান বিচারপতি কোনও সিদ্ধান্ত নিচ্ছেন, ততক্ষণ অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের

এর আগে গত বছর 28 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর পর্যন্ত বাঁ চোখের অস্ত্রোপচারের জন্য আমেরিকা গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বাল্টিমোরের মেরিল্যান্ড দ্য জন হপকিন্সে হাসপাতালের চিকিৎসক ডেভিড গুইটন তাঁর চিকিৎসা করেছিলেন । এবারও তাঁকেই দেখাতে যাওয়ার কথা অভিষেকের । এর আগে মার্চ মাসে সাক্ষাতের সময় চেয়েও ব্যক্তিগত সমস্যার জন্য যেতে পারেনি । তাই এবার তিনি যেতে চান বলেই অ্যাপয়েনমেন্ট নিয়েছেন ৷

কলকাতা, 24 জুলাই: চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় । ইডির কাছে আবেদন জানিয়েও সাড়া না মেলায় সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন তিনি । সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

এ দিন ইডির তরফে আইনজীবী আপত্তি করে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের এক্তিয়ার নেই এই মামলা শোনার । যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি আপত্তি জানিয়েছিলেন তাতে । কিন্তু বিচারপতি আপাতত মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন । তিনি ঠিক করবেন এই বেঞ্চই মামলাটি শুনবে, নাকি প্রধান বিচারপতি নিজে এই মামলা শুনবেন ।

আদালতে অভিষেকের তরফে আবেদনে জানানো হয়, তিনি 26 জুলাই থেকে 20 অগস্ট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন ৷ আগামী 8 অগস্ট আমেরিকার হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট রয়েছে । চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে । তাই 24 দিন তাঁকে দেশের বাইরে থাকতে হবে । গত 15 জুলাই ইডিকে তিনি বিষয়টি জানিয়েছিলেন । কিন্তু ইডি তাতে কোনও সাড়া দেয়নি বলে অভিযোগ । সেই কারণে সোমবার তিনি ইডির মামলার পরিপ্রেক্ষিতে বিদেশ যাত্রার বিষয়টি হলফনামায় উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে ।

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ । তাঁর চিঠি সামনে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে তাঁকেও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । সেই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সোমবার বিকেলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে । সেই মামলাতেই বিদেশ যাত্রার বিষয় উল্লেখ করে হলফনামা দিয়েছেন অভিষেক ।

এদিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছিল আদালত ৷ যা আজ সোমবার পর্যন্ত বহাল থাকার কথা ৷ কিন্তু বিচারপতি সরে দাঁড়ানোয় যতক্ষণ না এই মামলা নিয়ে প্রধান বিচারপতি কোনও সিদ্ধান্ত নিচ্ছেন, ততক্ষণ অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের

এর আগে গত বছর 28 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর পর্যন্ত বাঁ চোখের অস্ত্রোপচারের জন্য আমেরিকা গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বাল্টিমোরের মেরিল্যান্ড দ্য জন হপকিন্সে হাসপাতালের চিকিৎসক ডেভিড গুইটন তাঁর চিকিৎসা করেছিলেন । এবারও তাঁকেই দেখাতে যাওয়ার কথা অভিষেকের । এর আগে মার্চ মাসে সাক্ষাতের সময় চেয়েও ব্যক্তিগত সমস্যার জন্য যেতে পারেনি । তাই এবার তিনি যেতে চান বলেই অ্যাপয়েনমেন্ট নিয়েছেন ৷

Last Updated : Jul 24, 2023, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.