কলকাতা, 28 জানুয়ারি : নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । সাক্ষাৎ শেষে রাজ্যের পাশে থাকার বার্তা দিলেন তিনি ৷ নবান্ন থেকে বেরিয়ে বলেন, "আমি সুযোগ পেলে রাজ্যের জন্য কাজ করতে চাই । রাজ্যের প্রকল্পগুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ।" আজ নোবেলজয়ী অর্থনীতিবিদকে রাজ্য সরকারের তরফে নবান্নে অভ্যর্থনা জানানো হয় । তাঁকে অভ্যর্থনা জানান রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।
আজ সকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে মা নির্মলা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নবান্নে যান তিনি । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ৷ দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের । অভিজিৎবাবু জানান, রাজ্যের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা হয়েছে । রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন ।
সুযোগ পেলে রাজ্যের জন্য কাজ করবেন বলে ইচ্ছে প্রকাশ করেন অভিজিৎবাবু । নোবেল জয়ের কিছুদিন পরেই অভিজিতবাবুর বালিগঞ্জের পৈত্রিক বাড়িতে গিয়ে মা নির্মলাদেবীর সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী । তখন কলকাতায় অল্প কয়েকদিনের জন্য আসার কারণে নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সেভাবে সাক্ষাৎ হয়নি । এবার তাই অভিজিৎবাবু মা-কে নিয়ে নবান্নে গিয়ে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ।