ETV Bharat / state

Congress 85th Plenary Session: মহাধিবেশনে অনুপস্থিত মান্নান ! কারণ জানালেন ইটিভি ভারতকে

জাতীয় কংগ্রেসের 85তম মহাধিবেশনে অনুপস্থিত থাকলেন আবদুল মান্নান (Abdul Mannan skips Congress 85th Plenary Session) ! ইটিভি ভারতের সাংবাদিককে জানালেন অনুপস্থিতির কারণ ৷

Abdul Mannan says he skips Congress 85th Plenary Session due to some personal reason
আবদুল মান্নানের অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন
author img

By

Published : Feb 26, 2023, 7:32 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: জাতীয় কংগ্রেসের 85তম মহাধিবেশনে অনুপস্থিত বাংলার অন্যতম প্রবীণ এবং প্রথমসারির কংগ্রেস নেতা আবদুল মান্নান (Abdul Mannan skips Congress 85th Plenary Session) ! তাঁর এই অনুস্থিতি নানা মহলে কৌতূহল তৈরি করেছে ৷ কিন্তু, এর নেপথ্যের কারণ কী ? ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নে মান্নানের জবাব, 'বিষয়টি ব্যক্তিগত !'

উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জাতীয় কংগ্রেসের 85তম মহাধিবেশন বা প্লেনারি সেশন ৷ ছত্তিশগড়ের রায়পুরে বসেছে এই কর্মকাণ্ডের আসর ৷ সেই অধিবেশনে যোগদান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এআইসিসি সদস্যরা উপস্থিত হয়েছেন ৷ কিন্তু, আবদুল মান্নানকে সেই দলে দেখা যায়নি ৷ সূত্রের খবর, বিষয়টি নিয়ে কথা বলার জন্য আগেই মান্নানকে ফোন করেছিলেন এআইসিসির অন্যতম সদস্য পবন বনসল ৷ এ নিয়ে দুই নেতার সঙ্গে বেশ কিছুক্ষণ ফোনে কথাবার্তা হয়েছে বলেও শোনা যাচ্ছে ৷ তবে, মান্নান কিন্তু শেষ পর্যন্ত এই কর্মসূচিতে যোগদান করেননি ৷

আরও পড়ুন: কাশ্মীরের মন বোঝেন না মোদি, বিশেষ অধিবেশনে দাবি রাহুলের

এমনকী, এও শোনা যাচ্ছে যে মান্নান যাতে প্লেনারি সেশনে যোগ দেন, তার জন্য তাঁকে ফোনেই বহুবার অনুরোধ করা হয়েছে ৷ কিন্তু, মান্নান তাতে রাজি হননি ৷ রবিবার ইটিভি ভারতের তরফে আব্দুল মান্নানকে ফোন করা হয় ৷ জানতে চাওয়া হয়, দলের এত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচির মঞ্চে তিনি গরহাজির কেন ! জবাবে মান্নান বলেন, "ব্যক্তিগত কারণে প্লেনারি অধিবেশনে যোগ দিইনি ৷" এরপর, তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাঁর এই অনুপস্থিতি নিয়ে তো নানা মহলে চর্চা হচ্ছে ! তার কী হবে ? এর জবাবে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, " আমি তো কংগ্রেসেই আছি ৷ কংগ্রেস ছেড়ে অন্য কোথাও যাচ্ছি না ৷ তবে, ব্যক্তিগত কারণে প্লেনারি অধিবেশনে যোগ দিতে পারিনি ৷"

এদিন বস্তুত মাপা শব্দের বাইরে একটি কথাও খরচ করেননি আবদুল মান্নান ৷ যদিও তাঁর ঘনিষ্ঠদের দাবি, বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আব্দুল মান্নানের খুব একটা সখ্য নেই ৷ বরং, উলটে নানা বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে ! সেই কারণেই একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয়ে তাঁকে আর সেভাবে দেখা যায়নি ৷ এখন নাকি তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন ! নিয়মিত কলকাতাতেও আসা-যাওয়া করেন না ৷ সপ্তাহে এক-আধদিন শহরে আসেন ৷ মাত্র কয়েকঘণ্টা বা একবেলা কাটিয়েই ফিরে যান তাঁর চাপদানির বাড়িতে ৷

কলকাতা, 26 ফেব্রুয়ারি: জাতীয় কংগ্রেসের 85তম মহাধিবেশনে অনুপস্থিত বাংলার অন্যতম প্রবীণ এবং প্রথমসারির কংগ্রেস নেতা আবদুল মান্নান (Abdul Mannan skips Congress 85th Plenary Session) ! তাঁর এই অনুস্থিতি নানা মহলে কৌতূহল তৈরি করেছে ৷ কিন্তু, এর নেপথ্যের কারণ কী ? ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নে মান্নানের জবাব, 'বিষয়টি ব্যক্তিগত !'

উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জাতীয় কংগ্রেসের 85তম মহাধিবেশন বা প্লেনারি সেশন ৷ ছত্তিশগড়ের রায়পুরে বসেছে এই কর্মকাণ্ডের আসর ৷ সেই অধিবেশনে যোগদান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এআইসিসি সদস্যরা উপস্থিত হয়েছেন ৷ কিন্তু, আবদুল মান্নানকে সেই দলে দেখা যায়নি ৷ সূত্রের খবর, বিষয়টি নিয়ে কথা বলার জন্য আগেই মান্নানকে ফোন করেছিলেন এআইসিসির অন্যতম সদস্য পবন বনসল ৷ এ নিয়ে দুই নেতার সঙ্গে বেশ কিছুক্ষণ ফোনে কথাবার্তা হয়েছে বলেও শোনা যাচ্ছে ৷ তবে, মান্নান কিন্তু শেষ পর্যন্ত এই কর্মসূচিতে যোগদান করেননি ৷

আরও পড়ুন: কাশ্মীরের মন বোঝেন না মোদি, বিশেষ অধিবেশনে দাবি রাহুলের

এমনকী, এও শোনা যাচ্ছে যে মান্নান যাতে প্লেনারি সেশনে যোগ দেন, তার জন্য তাঁকে ফোনেই বহুবার অনুরোধ করা হয়েছে ৷ কিন্তু, মান্নান তাতে রাজি হননি ৷ রবিবার ইটিভি ভারতের তরফে আব্দুল মান্নানকে ফোন করা হয় ৷ জানতে চাওয়া হয়, দলের এত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচির মঞ্চে তিনি গরহাজির কেন ! জবাবে মান্নান বলেন, "ব্যক্তিগত কারণে প্লেনারি অধিবেশনে যোগ দিইনি ৷" এরপর, তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাঁর এই অনুপস্থিতি নিয়ে তো নানা মহলে চর্চা হচ্ছে ! তার কী হবে ? এর জবাবে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, " আমি তো কংগ্রেসেই আছি ৷ কংগ্রেস ছেড়ে অন্য কোথাও যাচ্ছি না ৷ তবে, ব্যক্তিগত কারণে প্লেনারি অধিবেশনে যোগ দিতে পারিনি ৷"

এদিন বস্তুত মাপা শব্দের বাইরে একটি কথাও খরচ করেননি আবদুল মান্নান ৷ যদিও তাঁর ঘনিষ্ঠদের দাবি, বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আব্দুল মান্নানের খুব একটা সখ্য নেই ৷ বরং, উলটে নানা বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে ! সেই কারণেই একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয়ে তাঁকে আর সেভাবে দেখা যায়নি ৷ এখন নাকি তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন ! নিয়মিত কলকাতাতেও আসা-যাওয়া করেন না ৷ সপ্তাহে এক-আধদিন শহরে আসেন ৷ মাত্র কয়েকঘণ্টা বা একবেলা কাটিয়েই ফিরে যান তাঁর চাপদানির বাড়িতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.