কলকাতা, 16 এপ্রিল: আবগারি দুর্নীতি মামলায় দিল্লিতে তদন্ত করছে সিবিআই । ইতিমধ্যেই সেই দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া । এবার সেই দুর্নীতি মামলাতেই সিবিআই দফতরে রবিবার হাজিরা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । আর সেই ঘটনায় রাজধানী দিল্লির বুকে যেমন উত্তাপ ছড়িয়েছে, তেমনই কলকাতায় তাপপ্রবাহকে উপেক্ষা করেই বিক্ষোভে সামিল হয়েছেন আম আদমি পার্টির সমর্থকরা ৷
এদিন সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আম আদমি পার্টির কর্মী ও সমর্থকরা । পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও স্লোগান তুলে এদিন দুপুরে ধর্মতলায় মোড়ে আম আদমি পার্টির কর্মীরা বিক্ষোভ দেখান । রাস্তার উপর বসে প্রতীকী অবরোধও করেন ।
এই বিষয়ে আম আদমি পার্টির কর্মী শুক্লা ভোর বলেন, "আমরা দেখেছি দিল্লির শিক্ষা ব্যবস্থার রূপকারকে জেলে ভরা হয়েছে । স্বাস্থ্য ব্যবস্থার রূপকারকেও জেলে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল । এবার দিল্লির উন্নয়নের পরিকাঠামোর রূপকার অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢোকানোর পরিকল্পনা করেছে । বিজেপি সরকারের এই ঘটনার তীব্র প্রতিবাদে আমরা সামিল হয়েছি । আমরা লড়ে যাব ।" যদি আম আদমি পার্টি নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করা হয় তাহলে বড় ধরনের আন্দোলনে আপ নেতারা নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।
ইতিমধ্যে আবগারি দুর্নীতি নিয়ে ইডির তরফে চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে । সেখানেই দাবি করা হয়েছে, দুর্নীতির অন্যতম অভিযুক্ত মদ ব্যবসায়ীর সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কথা বলেছিলেন ফোনে । সিবিআইয়ের নোটিশ পাওয়া মাত্রই বিজেপির বিরুদ্ধে সুর ছড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তিনি বলেছিলেন, "আমাকে গ্রেফতারের জন্য বিজেপি যদি সিবিআইকে নির্দেশ দেয় তাহলে সেটা নিশ্চয়ই তারা করবে। বিজেপি বলছে আমি দুর্নীতিবাজ ৷ আমি আয়কর বিভাগের কমিশনার ছিলাম কোটি কোটি টাকা আয় করতে পারতাম চাইলে ।" কেজরিওয়াল যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে পৃথিবীতে কেউ সৎ নেই বলেও দাবি করেন তিনি ।