ETV Bharat / state

অ্যামেরিকার নাগরিকদের নিয়ে উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান

লকডাউনের ফলে ভারতে এসে আটকে পড়েন বহু অ্যামেরিকান ৷ বিপদের মধ্যে পড়ে তাঁরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে তার ভারত সরকারকে বিষয়টি জানায়।

author img

By

Published : Apr 6, 2020, 11:10 AM IST

A special flight flew from Kolkata to return America to US citizen
মার্কিন নাগরিকদের তাদের দেশে ফেরাতে কলকাতা থেকে উড়ল বিশেষ বিমান

কলকাতা,6 এপ্রিল : ভারতে আটকে পড়া অ্যামেরিকার 150-র বেশি নাগরিককে নিয়ে উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় ভারতে এসে আটকে পড়েছিলেন তাঁরা। তাঁরা অ্যামেরিকার দূতাবাসে যোগাযোগ করেন। দূতাবাসের তরফ থেকে ভারত সরকারের কাছে তাঁদের দেশে ফিরিয়ে দেওয়ার আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে ভারত সরকার গতকাল এয়ার ইন্ডিয়ার বিমানে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে।

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গেছে, কলকাতা থেকে মোট 150 জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমানটি উড়ে যায়। এরপর দিল্লি থেকে আরও কয়েকজন যাত্রীকে তুলে নেয় বিমানটি।

হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় অ্যামেরিকার বহু নাগরিক আটকে পড়েছিলেন এদেশে। বিপদের মাঝে তাঁরা অ্যামেরিকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে তারা ভারত সরকারকে বিষয়টি জানায়। এরপর ভারত সরকার উদ্যোগী হয় এই নাগরিকদের তাঁদের দেশে ফিরিয়ে দিতে। সেইমতো গতরাতে বিমানটি অ্যামেরিকার উদ্দেশে রওনা দেয়।

কলকাতা,6 এপ্রিল : ভারতে আটকে পড়া অ্যামেরিকার 150-র বেশি নাগরিককে নিয়ে উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় ভারতে এসে আটকে পড়েছিলেন তাঁরা। তাঁরা অ্যামেরিকার দূতাবাসে যোগাযোগ করেন। দূতাবাসের তরফ থেকে ভারত সরকারের কাছে তাঁদের দেশে ফিরিয়ে দেওয়ার আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে ভারত সরকার গতকাল এয়ার ইন্ডিয়ার বিমানে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে।

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গেছে, কলকাতা থেকে মোট 150 জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমানটি উড়ে যায়। এরপর দিল্লি থেকে আরও কয়েকজন যাত্রীকে তুলে নেয় বিমানটি।

হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় অ্যামেরিকার বহু নাগরিক আটকে পড়েছিলেন এদেশে। বিপদের মাঝে তাঁরা অ্যামেরিকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে তারা ভারত সরকারকে বিষয়টি জানায়। এরপর ভারত সরকার উদ্যোগী হয় এই নাগরিকদের তাঁদের দেশে ফিরিয়ে দিতে। সেইমতো গতরাতে বিমানটি অ্যামেরিকার উদ্দেশে রওনা দেয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.