ETV Bharat / state

রাজ্যে প্রথম, মুখ্যসচিবের জন্য পৃথক সচিবালয় নবান্নে

দিন দিন ফাইলের পর ফাইল জমছিল দপ্তরে । আর এই কাজের চাপের কারণেই প্রয়োজন হয়ে পড়েছিল সচিবালয়ের । তাই আলাদা সচিবালয় তৈরি হল নবান্নে ।

Nabanna
নবান্ন
author img

By

Published : Dec 21, 2019, 9:08 AM IST

কলকাতা, 21 ডিসেম্বর : রাজ্যে প্রথম মুখ্য সচিবের জন্য আলাদা সচিবালয় তৈরি হল । মুখ্যসচিবের দৈনন্দিন কাজের জন্যই নবান্নে তৈরি হয়েছে এই সচিবালয় । এর আগে কোনও মুখ্যসচিবেরই পৃথক সচিবালয় ছিল না । রাজীব সিনহাই প্রথম যিনি পৃথক সচিবালয় পাচ্ছেন ।

রাজ্য পরিচালনার অন্যতম কান্ডারি মুখ্যসচিব । মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মসূচি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রগুলিতে তাঁর ভূমিকা থাকে সর্বাধিক । এছাড়াও মুখ্যমন্ত্রীর হাতে থাকা বেশ কয়েকটি দপ্তরের কাজ দেখভাল করেন মুখ্যসচিব । অনেকগুলো সরকারি কমিটির মাথায় রয়েছেন তিনি । ফলে দিন দিন ফাইলের পাহাড় জমছিল তাঁর দপ্তরে । আর এই কাজের চাপের কারণেই প্রয়োজন হয়ে পড়েছিল সচিবালয়ের ।

সূত্রের খবর, সচিবালয়ের জন্য মুখ্যসচিব রাজীন সিনহা নিজেই আবেদন জানিয়েছিলেন । তাঁর সেই আবেদনে মঞ্জুর হওয়ার পরই নতুন সচিবালয়ের কথা জানানো হয় । মুখ্যসচিবকে সাহায্য করার জন্য সচিবালয়ে তিন জন IAS অফিসার থাকবেন । সমস্ত নথি তাঁরাই দেখবেন । অতি গুরুত্বপূর্ণ নথি তাঁরা মুখ্যসচিবের কাছে পাঠাবেন ।

কলকাতা, 21 ডিসেম্বর : রাজ্যে প্রথম মুখ্য সচিবের জন্য আলাদা সচিবালয় তৈরি হল । মুখ্যসচিবের দৈনন্দিন কাজের জন্যই নবান্নে তৈরি হয়েছে এই সচিবালয় । এর আগে কোনও মুখ্যসচিবেরই পৃথক সচিবালয় ছিল না । রাজীব সিনহাই প্রথম যিনি পৃথক সচিবালয় পাচ্ছেন ।

রাজ্য পরিচালনার অন্যতম কান্ডারি মুখ্যসচিব । মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মসূচি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রগুলিতে তাঁর ভূমিকা থাকে সর্বাধিক । এছাড়াও মুখ্যমন্ত্রীর হাতে থাকা বেশ কয়েকটি দপ্তরের কাজ দেখভাল করেন মুখ্যসচিব । অনেকগুলো সরকারি কমিটির মাথায় রয়েছেন তিনি । ফলে দিন দিন ফাইলের পাহাড় জমছিল তাঁর দপ্তরে । আর এই কাজের চাপের কারণেই প্রয়োজন হয়ে পড়েছিল সচিবালয়ের ।

সূত্রের খবর, সচিবালয়ের জন্য মুখ্যসচিব রাজীন সিনহা নিজেই আবেদন জানিয়েছিলেন । তাঁর সেই আবেদনে মঞ্জুর হওয়ার পরই নতুন সচিবালয়ের কথা জানানো হয় । মুখ্যসচিবকে সাহায্য করার জন্য সচিবালয়ে তিন জন IAS অফিসার থাকবেন । সমস্ত নথি তাঁরাই দেখবেন । অতি গুরুত্বপূর্ণ নথি তাঁরা মুখ্যসচিবের কাছে পাঠাবেন ।

Intro:কলকাতা, ২০ ডিসেম্বর: এবারে নবান্নে তৈরি হল মুখ্যসচিব রাজীবা সিনহার জন্য পৃথক একটি সচিবালয় । মুখ্যসচিবের দৈনন্দিন কাজের জন্য এই সচিবালয়টি । জানা গেছে, মুখ্যসচিবকে সাহায্য করার জন্য ৩ জন আইএএস অফিসার থাকবেন সচিবালয়ে । রাজ্যে রাজীবা সিনহা প্রথম পৃথক সচিবালয় পাচ্ছেন । এর আগে কোনও মুখ্যসচিবের সচিবালয় ছিল না।


Body:রাজ্য পরিচালনার অন্যতম কাণ্ডারি মুখ্যসচিব। বর্তমানে তাঁর কাজের চাপ বেড়েছে বেশ অনেকটাই । মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মসূচি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রগুলিতে তাঁর ভূমিকা থাকে সর্বাধিক । এছাড়াও মুখ্যমন্ত্রীর হাতে থাকা বেশ কয়েকটি দপ্তরের কাজ দেখভাল করেন মুখ্যসচিব । অনেক গুলো সরকারি কমিটির মাথায় রয়েছেন তিনি । ফাইলের পাহাড় জমছে তার দপ্তরে। কাজের চাপের কারণে প্রয়োজন হয়ে পড়েছিল সচিবালয়ের । সূত্রের খবর, তাঁর সচিবালয়ের জন্য মুখ্যসচিব রাজীবা সিনহা আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। সেইমতো বহাল হয় নতুন সচিবালয় । জানা গেছে, ৩ জন আইএএস অফিসার কাজের জন্য থাকবেন সচিবালয়ে। সমস্ত ফাইল তাঁরা দেখবেন । অতি গুরুত্বপূর্ণ ফাইল মুখ্যসচিবের কাছে পাঠাবেন তাঁরা ।





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.