ETV Bharat / state

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিশন গড়ার দাবিতে হাইকোর্টে মামলা

author img

By

Published : Jun 22, 2021, 3:42 PM IST

1953 সালের 23 জুন মারা যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । সেই সময় বিজেপির তরফে জহরলাল নেহরুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল । কিন্তু জহরলাল নেহরুর প্রধানমন্ত্রী থাকাকালীন শ্যামাপ্রসাদের মৃত্যুর কোনও তদন্ত করা হয়নি ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

কলকাতা, 22 জুন : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক, তা নিয়ে তদন্ত কমিশন গড়ার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে । মামলা করেছেন কলকাতা হাইকোর্টেরই এক আইনজীবী ।

1953 সালের 23 জুন মারা যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । সেই সময় বিজেপির তরফে জহরলাল নেহরুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল । কিন্তু জহরলাল নেহরুর প্রধানমন্ত্রী থাকাকালীন শ্যামাপ্রসাদের মৃত্যুর কোনও তদন্ত করা হয়নি ।

এরপর কেটে গিয়েছে বহু বছর ৷ নরেন্দ্র মোদি 2014 সালে ক্ষমতায় এসেছেন । তার পরেও হয়নি কোনও তদন্ত । তাই তদন্ত কমিশন গঠন করে সত্য মানুষের সামনে আনা হোক, এই দাবিতেই মামলা দায়ের করা হয়েছে । ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে আলোচনা সুদীর্ঘকালের পুরানো ।

তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর সরকার ঘোষণা করেছিল, 1953 সালের 23 জুন জম্মু-কাশ্মীরের পুলিশি হেফাজতে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের । কিন্তু ভারতীয় জনতা পার্টির অভিযোগ ছিল, আসলে তাঁকে নেহরু সরকার চক্রান্ত করে মেরেছে ।

এই নিয়ে একাধিকবার তদন্তের দাবি করা হয়েছে, কিন্তু বিষয়টি তারপর ধামাচাপা পড়ে যায় । কিন্তু আসল সত্য সামনে আনার জন্য তদন্তের দাবিতে আদালতে মামলা সম্ভবত এটাই প্রথম ।

আরও পড়ুন : ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে উল্টো সুর কংগ্রেসে

কলকাতা, 22 জুন : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক, তা নিয়ে তদন্ত কমিশন গড়ার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে । মামলা করেছেন কলকাতা হাইকোর্টেরই এক আইনজীবী ।

1953 সালের 23 জুন মারা যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । সেই সময় বিজেপির তরফে জহরলাল নেহরুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল । কিন্তু জহরলাল নেহরুর প্রধানমন্ত্রী থাকাকালীন শ্যামাপ্রসাদের মৃত্যুর কোনও তদন্ত করা হয়নি ।

এরপর কেটে গিয়েছে বহু বছর ৷ নরেন্দ্র মোদি 2014 সালে ক্ষমতায় এসেছেন । তার পরেও হয়নি কোনও তদন্ত । তাই তদন্ত কমিশন গঠন করে সত্য মানুষের সামনে আনা হোক, এই দাবিতেই মামলা দায়ের করা হয়েছে । ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে আলোচনা সুদীর্ঘকালের পুরানো ।

তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর সরকার ঘোষণা করেছিল, 1953 সালের 23 জুন জম্মু-কাশ্মীরের পুলিশি হেফাজতে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের । কিন্তু ভারতীয় জনতা পার্টির অভিযোগ ছিল, আসলে তাঁকে নেহরু সরকার চক্রান্ত করে মেরেছে ।

এই নিয়ে একাধিকবার তদন্তের দাবি করা হয়েছে, কিন্তু বিষয়টি তারপর ধামাচাপা পড়ে যায় । কিন্তু আসল সত্য সামনে আনার জন্য তদন্তের দাবিতে আদালতে মামলা সম্ভবত এটাই প্রথম ।

আরও পড়ুন : ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে উল্টো সুর কংগ্রেসে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.