ETV Bharat / state

কলকাতায় ফের প্রবীণের পচাগলা দেহ উদ্ধার - kolkata

পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জি রোডের বাসিন্দা ছিলেন অনাদিকুমারবাবু ৷ বাড়িতে একাই থাকতেন তিনি ৷ গতকাল তাঁকে শেষ দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা ৷ আজ সকালে তাঁর বাড়ি থেকে পচা গন্ধ পায় স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পর্ণশ্রী থানার পুলিশ ৷ তারা দরজা ভেঙে অনাদিবাবুর পচা গলা মৃতদেহ উদ্ধার করে ৷

ফের প্রবীণের পচাগলা দেহ উদ্ধার
author img

By

Published : Aug 13, 2019, 6:50 PM IST

কলকাতা , 13 অগাস্ট : ফের কলকাতায় প্রবীণের পচাগলা মৃতদেহ উদ্ধার ৷ মৃতের নাম অনাদিকুমার বসু (৭২) ৷

পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জি রোডের বাসিন্দা ছিলেন অনাদিকুমারবাবু ৷ বাড়িতে একাই থাকতেন তিনি ৷ গতকাল তাঁকে শেষ দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা ৷ আজ সকালে তাঁর বাড়ি থেকে পচা গন্ধ পায় স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পর্ণশ্রী থানার পুলিশ ৷ তারা দরজা ভেঙে অনাদিবাবুর পচা গলা মৃতদেহ উদ্ধার করে ৷ তবে দেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন ছিল না । বাড়ির জিনিসপত্রও ঠিকঠাক ছিল ৷ তবে সবদিক খতিয়ে দেখছে পুলিশ ৷

শহরে যে সব বৃদ্ধ বা বৃদ্ধা একা থাকে তাদের নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ ৷ নিয়মিত এই অনুসন্ধান চালিয়ে যাওয়া হবে বলেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই প্রক্রিয়ার মধ্যেই ফের একা থাকা এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

কলকাতা , 13 অগাস্ট : ফের কলকাতায় প্রবীণের পচাগলা মৃতদেহ উদ্ধার ৷ মৃতের নাম অনাদিকুমার বসু (৭২) ৷

পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জি রোডের বাসিন্দা ছিলেন অনাদিকুমারবাবু ৷ বাড়িতে একাই থাকতেন তিনি ৷ গতকাল তাঁকে শেষ দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা ৷ আজ সকালে তাঁর বাড়ি থেকে পচা গন্ধ পায় স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পর্ণশ্রী থানার পুলিশ ৷ তারা দরজা ভেঙে অনাদিবাবুর পচা গলা মৃতদেহ উদ্ধার করে ৷ তবে দেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন ছিল না । বাড়ির জিনিসপত্রও ঠিকঠাক ছিল ৷ তবে সবদিক খতিয়ে দেখছে পুলিশ ৷

শহরে যে সব বৃদ্ধ বা বৃদ্ধা একা থাকে তাদের নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ ৷ নিয়মিত এই অনুসন্ধান চালিয়ে যাওয়া হবে বলেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই প্রক্রিয়ার মধ্যেই ফের একা থাকা এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Intro:শহরে ফের বৄদ্ধের পচাগলা দেহ উদ্ধার ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পর্ণশ্রী থানার পুলিশ ৷ আজকেই দেহের ময়নাতদন্ত করা হবে ৷ এই ঘটনায় অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে পুলিশ Body:পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জি রোডে বৃদ্ধর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৄদ্ধর নাম অনাদিকুমার বসু (৭২)। গত পরশুদিন অনাদি বাবু কে শেষ দেখা গেছিলো। বাড়িতে একাই থাকতেন তিনি। আজ সকালে এলাকার বাসিন্দারা পচা গন্ধ পাওযায় তাদের সন্দেহ হয় ৷ বাড়ির দরজাও খোলা ছিল ৷ তারা পুরো বিষয়টি পুলিশ কে ফোন করে জানান। পুলিশ দরজা ভেঙে দেখে অনাদি বাবু মৃত অবস্থায় পড়ে আছে,পচা গন্ধ বের হচ্ছে। তবে দেহে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন নেই। বাড়ির জিনিসপত্রও অগাছোলাভাবে নেই ৷ তবে সবদিক খতিয়ে দেখছে পুলিশ ৷
Conclusion:
শহরে বৄদ্ধ বা বৄদ্ধাদের একা থাকার বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে পুলিশ ৷ নিয়মিত এই অনুসন্ধান চালিয়ে যাওয়া হবে বলেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই প্রক্রিয়ার মধ্যেই ফের একা থাকা এক বৄদ্ধের মৄত্যুর ঘটনা সামনে আসায় পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.