ETV Bharat / state

Bhabanipur by-election : সবচেয়ে ধনী প্রার্থী প্রিয়াঙ্কা, সম্পত্তির হিসেবে মমতার থেকে এগিয়ে শ্রীজীব

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমা করা হলফনামা অনুসারে এই মুহূর্তে ব্যাঙ্কে জমা অর্থের পরিমাণ 13 লাখ 11 হাজার 512 টাকা । নন্দীগ্রাম নির্বাচনের সময় তা ছিল 13 লাখ 53 হাজার টাকা ।

By Election
By Election
author img

By

Published : Sep 13, 2021, 11:01 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : ভবানীপুরের উপনির্বাচনে একজন হলফনামা জমা করেছেন শুক্রবার ৷ অন্য দুই দলের প্রার্থী হলফনামা দিয়েছেন আজ ৷ তৃণমূল, বিজেপি আর সিপিআইএম প্রার্থী তাঁদের হলফনামায় সম্পত্তির যে উল্লেখ করেছেন, তাতে সবচেয়ে পিছনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নামে সর্বহারার দলের প্রার্থী হলেও সম্পত্তির হিসেবে মমতার চেয়ে এগিয়ে বাম প্রার্থী তথা আইনজীবী শ্রীজীব বিশ্বাস । এই মুহূর্তে স্থাবর-অস্থাবর মিলে তার সম্পত্তির পরিমাণ 32 লাখ 10 হাজার 840 টাকা । সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ 16 লাখ 72 হাজার 352 টাকা 71 পয়সা ।

তবে বার্ষিক আয়ের নিরিখে সিপিএম প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী । 2019-20 অর্থবর্ষে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ছিল 10 লাখ 34 হাজার 370 টাকা । 2020-21 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় 15 লাখ 47 হাজার 845 টাকা । সেখানে সিপিএম প্রার্থীর 2019-20 অর্থবছরে আয় 5 লাখ 48 হাজার 772 টাকা ।

সামগ্রিকভাবে স্থাবর অস্থাবর সম্পত্তির নিরিখে অনেক এগিয়ে রয়েছেন শ্রীজীব বিশ্বাস । এই মুহূর্তে ভবানীপুরের বাম প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 32 লাখ 10 হাজার 840 টাকা 52 পয়সা । এরমধ্যে প্রার্থীর হাতে রয়েছে 10 হাজার টাকা । চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে যথাক্রমে, 82,104 টাকা, 94,438 টাকা, 59,104 টাকা এবং 97,476 টাকা । এছাড়া দশটি ফিক্স ডিপোজিট রয়েছে তাঁর । রয়েছে মিউচুয়াল ফান্ড সহ একাধিক ইনভেস্টমেন্ট । এছাড়া 8 লাখ 74 হাজার টাকা মূল্যের একটি টাটা নিক্সন গাড়ি রয়েছে সিপিএম প্রার্থীর । 3 লাখ 74 হাজার টাকা ঋণ রয়েছে তাঁর ।

আরও পড়ুন : Mamata Banerjee : ভোটের প্রচারে আচমকাই 77 নম্বর ওয়ার্ডে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমা করা হলফনামা অনুসারে এই মুহূর্তে ব্যাঙ্কে জমা অর্থের পরিমাণ 13 লাখ 11 হাজার 512 টাকা । নন্দীগ্রাম নির্বাচনের সময় তা ছিল 13 লাখ 53 হাজার টাকা । এরসঙ্গে নগদ হিসাবে হাতে ছিল 69 হজার 255 টাকা । 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতার ব্যাঙ্কে ছিল 27 লাখ 61 হাজার টাকা । যা এবারে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে ।

একইভাবে কমছে মমতার অস্থাবর সম্পত্তির পরিমাণ । 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতার সম্পত্তির পরিমাণ ছিল 30 লাখ 75 হজার টাকা । কিন্ত 2021 সালে এসে সেই সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে 16 লাখ 72 হাজার 352 টাকা 71 পয়সা । বর্তমানে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ 15 লাখ 38 হাজার 29 টাকা । ওই সম্পত্তির মধ্যেই রয়েছে 9 গ্রাম 700 মিলিগ্রাম অলঙ্কার । যা নন্দীগ্রাম নির্বচনের তুলনায় 50 গ্রাম কম । অন্যদিকে, মমতা হলফনামায় জানিয়েছেন তাঁর নামে কোনও ব্যক্তিগত গাড়িই নেই । নেই চাষের কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহার উপযোগী কোনও জমি । এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সূত্রেও তিনি কোনও সম্পত্তি পাননি বলে জানিয়েছেন । ব্যাঙ্ক কিংবা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে মমতার উপর কোনও ঋণের বোঝা নেই ।

আরও পড়ুন : Priyanka Tibrewal : মনোনয়ন জমা দিয়ে ভাইয়ের মৃত্যুর খবর পেলেন প্রিয়াঙ্কা

এদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল যে হলফনামা জমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষে জমা করা ইনকাম ট্যাক্স অনুসারে তাঁর বার্ষিক আয় 10 লাখ 35 হাজার 235 টাকা । এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে 3 লাখ 8 হাজার 189 টাকা । ব্যাঙ্ক ব্যালেন্স হিসাবে 5টি অ্যাকাউন্টে রয়েছে যথাক্রমে, 40000 টাকা, 54 হাজার 110 টাকা, 8 লাখ 42 হাজার 958 টাকা, 13 হাজার 277 টাকা এবং 43 হাজার 512 টাকা ।

এছাড়া তার একাধিক মিউচুয়াল ফান্ড রয়েছে । সর্বসাকুল্যে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ 82 লাখ 31 হাজার 222 টাকা । এরমধ্যে তাঁর একটি স্করপিও গাড়ি রয়েছে । যার দাম 15 লাখ 79 হাজার 969 টাকা । 400 গ্রাম সোনা এবং হীরার গহনা রয়েছে ৷ যার মূল্য 13 লাখ টাকা । এছাড়া 34 হাজার টাকা মূল্যের পাঁচটি গোল্ড কয়েন রয়েছে ৷ কুড়িটি রুপোর কয়েন রয়েছে যার দাম 50,000 টাকা । এছাড়া 35 লাখ টাকার মতো তাঁর ঋণ রয়েছে ।

আরও পড়ুন : Bhabanipur By Election Case: ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি এক সপ্তাহ পিছোল

কলকাতা, 13 সেপ্টেম্বর : ভবানীপুরের উপনির্বাচনে একজন হলফনামা জমা করেছেন শুক্রবার ৷ অন্য দুই দলের প্রার্থী হলফনামা দিয়েছেন আজ ৷ তৃণমূল, বিজেপি আর সিপিআইএম প্রার্থী তাঁদের হলফনামায় সম্পত্তির যে উল্লেখ করেছেন, তাতে সবচেয়ে পিছনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নামে সর্বহারার দলের প্রার্থী হলেও সম্পত্তির হিসেবে মমতার চেয়ে এগিয়ে বাম প্রার্থী তথা আইনজীবী শ্রীজীব বিশ্বাস । এই মুহূর্তে স্থাবর-অস্থাবর মিলে তার সম্পত্তির পরিমাণ 32 লাখ 10 হাজার 840 টাকা । সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ 16 লাখ 72 হাজার 352 টাকা 71 পয়সা ।

তবে বার্ষিক আয়ের নিরিখে সিপিএম প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী । 2019-20 অর্থবর্ষে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ছিল 10 লাখ 34 হাজার 370 টাকা । 2020-21 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় 15 লাখ 47 হাজার 845 টাকা । সেখানে সিপিএম প্রার্থীর 2019-20 অর্থবছরে আয় 5 লাখ 48 হাজার 772 টাকা ।

সামগ্রিকভাবে স্থাবর অস্থাবর সম্পত্তির নিরিখে অনেক এগিয়ে রয়েছেন শ্রীজীব বিশ্বাস । এই মুহূর্তে ভবানীপুরের বাম প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 32 লাখ 10 হাজার 840 টাকা 52 পয়সা । এরমধ্যে প্রার্থীর হাতে রয়েছে 10 হাজার টাকা । চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে যথাক্রমে, 82,104 টাকা, 94,438 টাকা, 59,104 টাকা এবং 97,476 টাকা । এছাড়া দশটি ফিক্স ডিপোজিট রয়েছে তাঁর । রয়েছে মিউচুয়াল ফান্ড সহ একাধিক ইনভেস্টমেন্ট । এছাড়া 8 লাখ 74 হাজার টাকা মূল্যের একটি টাটা নিক্সন গাড়ি রয়েছে সিপিএম প্রার্থীর । 3 লাখ 74 হাজার টাকা ঋণ রয়েছে তাঁর ।

আরও পড়ুন : Mamata Banerjee : ভোটের প্রচারে আচমকাই 77 নম্বর ওয়ার্ডে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমা করা হলফনামা অনুসারে এই মুহূর্তে ব্যাঙ্কে জমা অর্থের পরিমাণ 13 লাখ 11 হাজার 512 টাকা । নন্দীগ্রাম নির্বাচনের সময় তা ছিল 13 লাখ 53 হাজার টাকা । এরসঙ্গে নগদ হিসাবে হাতে ছিল 69 হজার 255 টাকা । 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতার ব্যাঙ্কে ছিল 27 লাখ 61 হাজার টাকা । যা এবারে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে ।

একইভাবে কমছে মমতার অস্থাবর সম্পত্তির পরিমাণ । 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতার সম্পত্তির পরিমাণ ছিল 30 লাখ 75 হজার টাকা । কিন্ত 2021 সালে এসে সেই সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে 16 লাখ 72 হাজার 352 টাকা 71 পয়সা । বর্তমানে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ 15 লাখ 38 হাজার 29 টাকা । ওই সম্পত্তির মধ্যেই রয়েছে 9 গ্রাম 700 মিলিগ্রাম অলঙ্কার । যা নন্দীগ্রাম নির্বচনের তুলনায় 50 গ্রাম কম । অন্যদিকে, মমতা হলফনামায় জানিয়েছেন তাঁর নামে কোনও ব্যক্তিগত গাড়িই নেই । নেই চাষের কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহার উপযোগী কোনও জমি । এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সূত্রেও তিনি কোনও সম্পত্তি পাননি বলে জানিয়েছেন । ব্যাঙ্ক কিংবা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে মমতার উপর কোনও ঋণের বোঝা নেই ।

আরও পড়ুন : Priyanka Tibrewal : মনোনয়ন জমা দিয়ে ভাইয়ের মৃত্যুর খবর পেলেন প্রিয়াঙ্কা

এদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল যে হলফনামা জমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষে জমা করা ইনকাম ট্যাক্স অনুসারে তাঁর বার্ষিক আয় 10 লাখ 35 হাজার 235 টাকা । এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে 3 লাখ 8 হাজার 189 টাকা । ব্যাঙ্ক ব্যালেন্স হিসাবে 5টি অ্যাকাউন্টে রয়েছে যথাক্রমে, 40000 টাকা, 54 হাজার 110 টাকা, 8 লাখ 42 হাজার 958 টাকা, 13 হাজার 277 টাকা এবং 43 হাজার 512 টাকা ।

এছাড়া তার একাধিক মিউচুয়াল ফান্ড রয়েছে । সর্বসাকুল্যে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ 82 লাখ 31 হাজার 222 টাকা । এরমধ্যে তাঁর একটি স্করপিও গাড়ি রয়েছে । যার দাম 15 লাখ 79 হাজার 969 টাকা । 400 গ্রাম সোনা এবং হীরার গহনা রয়েছে ৷ যার মূল্য 13 লাখ টাকা । এছাড়া 34 হাজার টাকা মূল্যের পাঁচটি গোল্ড কয়েন রয়েছে ৷ কুড়িটি রুপোর কয়েন রয়েছে যার দাম 50,000 টাকা । এছাড়া 35 লাখ টাকার মতো তাঁর ঋণ রয়েছে ।

আরও পড়ুন : Bhabanipur By Election Case: ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি এক সপ্তাহ পিছোল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.