ETV Bharat / state

Bengal Recruitment Scam: জামিনের আবেদন খারিজ, আবারও জেল হেফাজতে অয়ন - বিচার বিভাগীয় হেফাজত

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীল জামিন পেলেন না ৷ আবারও তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল ৷ শনিবার কী বললেন অয়নের আইনজীবী ? ইডির আইনজীবীর বক্তব্যই বা কী ছিল ?

A Kolkata Court sent Ayan Sil to Jail Custody in Recruitment Scam
ফাইল ছবি
author img

By

Published : Apr 1, 2023, 6:35 PM IST

অয়নের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানছেন না তাঁর আইনজীবী

কলকাতা, 1 এপ্রিল: নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে কোটি কোটি টাকার লেনদেন করেছেন অয়ন শীল ! তাঁকে জেরা করে উঠে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য ৷ তবে, এখনও তাঁর কাছ থেকে অনেক কিছু জানা বাকি রয়েছে ৷ তাই তাঁকে আবারও জেরা করা দরকার ৷ এবং কোনও মতেই তাঁকে জামিন দেওয়া উচিত হবে না ৷ শনিবার কলকাতার নগর দায়রা আদালতে অয়ন শীলের বিরুদ্ধে চলা মামলায় এমনটাই সওয়াল করেন ইডির আইনজীবী ৷ যার জেরে ফের একবার ধৃত অয়ন শীলকে জেল হেফাজত বা বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক ৷ আগামী 11 এপ্রিল পর্যন্ত অয়নকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও অয়নের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল কোনও পৌরসভার নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত নন ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গেও অয়নের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি ৷

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এদিনই তাঁকে আদালতে পেশ করা হয় ৷ অয়নের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন ৷ ইডির আইনজীবী সেই আবেদনের তীব্র বিরোধিতা করেন ৷ জানান, গত 13 দিনে ইডির হাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এসেছে ৷ জানা গিয়েছে, প্রায় 1 হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে অন্তত 45 কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছিল ! এর মধ্যে 26 কোটি টাকা কোনও এক এজেন্ট বা দালালকে দিয়েছিলেন অয়ন ! সেই এজেন্ট কোনও এক প্রভাবশালীর ঘনিষ্ঠ ! কিন্তু, কে সেই প্রভাবশালী ? সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু খোলসা করেনি ইডি ৷ পাশাপাশি, এদিন আদলতে মোটা টাকায় ওএমার শিট বিক্রি করারও অভিযোগ সামনে আনেন তাদের আইনজীবী ৷

যদিও আদালতে দাঁড়িয়ে অয়ন নিজে দাবি করেছেন, তিনি একজন ব্যবসায়ী ৷ তাঁর সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই ৷ এর প্রেক্ষিতে বিচারক তাঁর কাছে জানতে চান, কত সাল থেকে ব‍্যবসা করছেন তিনি ? জবাবে অয়ন জানান, তিনি ব্যবসায় নামেন 2000 সালে ৷ তথ্যপ্রযুক্তি, টেন্ডার, প্রোমোটিং-সহ নানা ব্যবসা রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: প্রযোজনা সংস্থা, প্রমোটারি ও চাকরি বিক্রি করে 100 কোটির সম্পত্তি করেছেন অয়ন !

একই সুর শোনা গিয়েছে অয়নের আইনজীবীর গলাতেও ৷ আইনজীবী সঞ্জীব দাঁ এই প্রসঙ্গে বলেন, পৌরসভায় টেন্ডার নিয়ে কাজ করতেন অয়ন ৷ তাঁকে যেটুকু দায়িত্ব দেওয়া হত, সেটুকুই অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করতেন তিনি ৷ ভালো কাজ করতেন অয়ন ৷ তার জেরেই কিছু সম্পত্তি তৈরি করেছেন ৷ এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও সম্পর্ক নেই ৷ এছাড়াও, এই ঘটনায় আরও অনেক অভিযোগ উঠেছে ৷ সেসব নিয়ে তদন্ত চলছে ৷ তদন্ত শেষ হলেই সবটা বোঝা যাবে ৷ আগামী দিনে অয়ন তদন্তে সবরকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তাঁর আইনজীবী ৷

অয়নের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানছেন না তাঁর আইনজীবী

কলকাতা, 1 এপ্রিল: নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে কোটি কোটি টাকার লেনদেন করেছেন অয়ন শীল ! তাঁকে জেরা করে উঠে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য ৷ তবে, এখনও তাঁর কাছ থেকে অনেক কিছু জানা বাকি রয়েছে ৷ তাই তাঁকে আবারও জেরা করা দরকার ৷ এবং কোনও মতেই তাঁকে জামিন দেওয়া উচিত হবে না ৷ শনিবার কলকাতার নগর দায়রা আদালতে অয়ন শীলের বিরুদ্ধে চলা মামলায় এমনটাই সওয়াল করেন ইডির আইনজীবী ৷ যার জেরে ফের একবার ধৃত অয়ন শীলকে জেল হেফাজত বা বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক ৷ আগামী 11 এপ্রিল পর্যন্ত অয়নকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও অয়নের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল কোনও পৌরসভার নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত নন ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গেও অয়নের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি ৷

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এদিনই তাঁকে আদালতে পেশ করা হয় ৷ অয়নের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন ৷ ইডির আইনজীবী সেই আবেদনের তীব্র বিরোধিতা করেন ৷ জানান, গত 13 দিনে ইডির হাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এসেছে ৷ জানা গিয়েছে, প্রায় 1 হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে অন্তত 45 কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছিল ! এর মধ্যে 26 কোটি টাকা কোনও এক এজেন্ট বা দালালকে দিয়েছিলেন অয়ন ! সেই এজেন্ট কোনও এক প্রভাবশালীর ঘনিষ্ঠ ! কিন্তু, কে সেই প্রভাবশালী ? সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু খোলসা করেনি ইডি ৷ পাশাপাশি, এদিন আদলতে মোটা টাকায় ওএমার শিট বিক্রি করারও অভিযোগ সামনে আনেন তাদের আইনজীবী ৷

যদিও আদালতে দাঁড়িয়ে অয়ন নিজে দাবি করেছেন, তিনি একজন ব্যবসায়ী ৷ তাঁর সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই ৷ এর প্রেক্ষিতে বিচারক তাঁর কাছে জানতে চান, কত সাল থেকে ব‍্যবসা করছেন তিনি ? জবাবে অয়ন জানান, তিনি ব্যবসায় নামেন 2000 সালে ৷ তথ্যপ্রযুক্তি, টেন্ডার, প্রোমোটিং-সহ নানা ব্যবসা রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: প্রযোজনা সংস্থা, প্রমোটারি ও চাকরি বিক্রি করে 100 কোটির সম্পত্তি করেছেন অয়ন !

একই সুর শোনা গিয়েছে অয়নের আইনজীবীর গলাতেও ৷ আইনজীবী সঞ্জীব দাঁ এই প্রসঙ্গে বলেন, পৌরসভায় টেন্ডার নিয়ে কাজ করতেন অয়ন ৷ তাঁকে যেটুকু দায়িত্ব দেওয়া হত, সেটুকুই অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করতেন তিনি ৷ ভালো কাজ করতেন অয়ন ৷ তার জেরেই কিছু সম্পত্তি তৈরি করেছেন ৷ এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও সম্পর্ক নেই ৷ এছাড়াও, এই ঘটনায় আরও অনেক অভিযোগ উঠেছে ৷ সেসব নিয়ে তদন্ত চলছে ৷ তদন্ত শেষ হলেই সবটা বোঝা যাবে ৷ আগামী দিনে অয়ন তদন্তে সবরকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তাঁর আইনজীবী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.