ETV Bharat / state

গড়িয়ায় গর্ত থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ

আজ ভোরে এলাকায় একটি গর্তের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন মৎস্য ব্যবসায়ী ৷ তাঁরাই পুলিশকে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় গড়িয়া থানার পুলিশ ৷ তারা গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

গড়িয়ায় গর্ত থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ
author img

By

Published : Sep 14, 2019, 10:36 AM IST

Updated : Sep 14, 2019, 12:06 PM IST

গড়িয়া, 14 সেপ্টেম্বর : আজ গড়িয়া সান্ধ্যবাজার এলাকার একটি গর্ত থেকে উদ্ধার হল ব্যক্তির মৃতদেহ ৷ নাম অরূপ সরকার (40)৷ বাড়ি গড়িয়ার নবগ্রাম এলাকায় ৷

বাঘাযতীন এলাকায় একটি দোকান রয়েছে অরিজিতের ৷ তিনি প্রতিদিনই দোকান বন্ধ করে রাত 11টার মধ্যে বাড়ি চলে যেতেন ৷ গতকাল বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করেন তাঁর পরিবারের সদস্যরা ৷

আজ ভোরে এলাকায় একটি গর্তের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন মৎস্য ব্যবসায়ী ৷ তাঁরাই পুলিশকে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় গড়িয়া থানার পুলিশ ৷ তারা গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

স্থানীয় ব্যবসায়ী প্রদীপ কুমার মণ্ডল বলেন, "আমাদের এখানে মাছের আরত আছে ৷ প্রতিদিন ভোরে এখানে ব্যবসার জন্য আসি ৷ আজ এসে দেখি আরতের পাশের একটি বড় গর্ত খোঁড়া রয়েছে ৷ কীসের জন্য এই গর্ত খোঁড়া হয়ে তা দেখতে গিয়ে একজনের দেহ পড়ে থাকতে দেখি ৷ তখনই খবর দেওয়া হয় থানায় ৷ কিন্তু, পুলিশ অনেক দেরিতে আসে ৷" বাসিন্দাদের বক্তব্য, এলাকায় একাধিক গর্ত রয়েছে ৷ কিন্তু, ব্যারিকেড দেওয়া নেই ৷ ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে ৷

গড়িয়া, 14 সেপ্টেম্বর : আজ গড়িয়া সান্ধ্যবাজার এলাকার একটি গর্ত থেকে উদ্ধার হল ব্যক্তির মৃতদেহ ৷ নাম অরূপ সরকার (40)৷ বাড়ি গড়িয়ার নবগ্রাম এলাকায় ৷

বাঘাযতীন এলাকায় একটি দোকান রয়েছে অরিজিতের ৷ তিনি প্রতিদিনই দোকান বন্ধ করে রাত 11টার মধ্যে বাড়ি চলে যেতেন ৷ গতকাল বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করেন তাঁর পরিবারের সদস্যরা ৷

আজ ভোরে এলাকায় একটি গর্তের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন মৎস্য ব্যবসায়ী ৷ তাঁরাই পুলিশকে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় গড়িয়া থানার পুলিশ ৷ তারা গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

স্থানীয় ব্যবসায়ী প্রদীপ কুমার মণ্ডল বলেন, "আমাদের এখানে মাছের আরত আছে ৷ প্রতিদিন ভোরে এখানে ব্যবসার জন্য আসি ৷ আজ এসে দেখি আরতের পাশের একটি বড় গর্ত খোঁড়া রয়েছে ৷ কীসের জন্য এই গর্ত খোঁড়া হয়ে তা দেখতে গিয়ে একজনের দেহ পড়ে থাকতে দেখি ৷ তখনই খবর দেওয়া হয় থানায় ৷ কিন্তু, পুলিশ অনেক দেরিতে আসে ৷" বাসিন্দাদের বক্তব্য, এলাকায় একাধিক গর্ত রয়েছে ৷ কিন্তু, ব্যারিকেড দেওয়া নেই ৷ ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে ৷

Intro:গড়িয়া সান্ধ্যবাজার এলাকায় আজ সকালে একটি গর্ত থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ৷ মৄতের নাম অরিজিত সরকার ৷ তার বাড়ি গড়িয়ার নবগ্রাম এলাকায় বলে জানা গিয়েছে ৷ বাঘাযতীন এলাকায় তার একটি দোকান রয়েছে ৷ রোজ রাত্রি ১১টার মধ্যে বাড়ি ফিরে আসে ৷ গতকাল আসেনি ৷ আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা এসে দেখেন যে বাজারের সামনে একটি গর্ত খোলা যেটি গতকাল ছিল না ৷ সেই গর্তের মধ্যে পড়ে রয়েছে একজনের দেহ ৷ তারা সাথে সাথেই পুলিশে খবর দেন ৷ পুলিশ অনেকক্ষন দেরীতে আসে বলে অভিযোগ ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ রাস্তায় এইভাবে গর্ত খোলা থাকলেও কোনও ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এটি কোনও দুর্ঘটনা নাকি খুন তা খতিয়ে দেখা হচ্ছে ৷ আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷
বাইট১ - প্রদীপ কুমার মন্ডল, স্থানীয় ব্যবসায়ী ৷
বাইট২ - গনেশ সর্দার, স্থানীয় ব্যবসায়ী ৷Body:গড়িয়া সান্ধ্যবাজার এলাকায় আজ সকালে একটি গর্ত থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ৷ মৄতের নাম অরিজিত সরকার ৷ তার বাড়ি গড়িয়ার নবগ্রাম এলাকায় বলে জানা গিয়েছে ৷ বাঘাযতীন এলাকায় তার একটি দোকান রয়েছে ৷ রোজ রাত্রি ১১টার মধ্যে বাড়ি ফিরে আসে ৷ গতকাল আসেনি ৷ আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা এসে দেখেন যে বাজারের সামনে একটি গর্ত খোলা যেটি গতকাল ছিল না ৷ সেই গর্তের মধ্যে পড়ে রয়েছে একজনের দেহ ৷ তারা সাথে সাথেই পুলিশে খবর দেন ৷ পুলিশ অনেকক্ষন দেরীতে আসে বলে অভিযোগ ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ রাস্তায় এইভাবে গর্ত খোলা থাকলেও কোনও ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এটি কোনও দুর্ঘটনা নাকি খুন তা খতিয়ে দেখা হচ্ছে ৷ আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷
বাইট১ - প্রদীপ কুমার মন্ডল, স্থানীয় ব্যবসায়ী ৷
বাইট২ - গনেশ সর্দার, স্থানীয় ব্যবসায়ী ৷Conclusion:গড়িয়া সান্ধ্যবাজার এলাকায় আজ সকালে একটি গর্ত থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ৷ মৄতের নাম অরিজিত সরকার ৷ তার বাড়ি গড়িয়ার নবগ্রাম এলাকায় বলে জানা গিয়েছে ৷ বাঘাযতীন এলাকায় তার একটি দোকান রয়েছে ৷ রোজ রাত্রি ১১টার মধ্যে বাড়ি ফিরে আসে ৷ গতকাল আসেনি ৷ আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা এসে দেখেন যে বাজারের সামনে একটি গর্ত খোলা যেটি গতকাল ছিল না ৷ সেই গর্তের মধ্যে পড়ে রয়েছে একজনের দেহ ৷ তারা সাথে সাথেই পুলিশে খবর দেন ৷ পুলিশ অনেকক্ষন দেরীতে আসে বলে অভিযোগ ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ রাস্তায় এইভাবে গর্ত খোলা থাকলেও কোনও ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এটি কোনও দুর্ঘটনা নাকি খুন তা খতিয়ে দেখা হচ্ছে ৷ আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷
বাইট১ - প্রদীপ কুমার মন্ডল, স্থানীয় ব্যবসায়ী ৷
বাইট২ - গনেশ সর্দার, স্থানীয় ব্যবসায়ী ৷
Last Updated : Sep 14, 2019, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.