কলকাতা, 11 ফেব্রুয়ারি : বেহালায় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার । বৃহস্পতিবার সকালে বেহালার জয়শ্রী পার্ক এলাকার এক গলিতে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । মহিলার মাথার পিছনে গভীর ক্ষতচিহ্ন রয়েছে । যা দেখে পুলিশের সন্দেহ, খুন করা হয়েছে ওই মহিলাকে ।
মৃতার নাম নীলা ভট্টাচার্য । বয়স 42 । এক তদন্তকারী পুলিশ অফিসার বলেন, "আমরা দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছি। যদিও মৃতার মাথার ক্ষতচিহ্ন দেখে আমাদের সন্দেহ যে এটি খুনের ঘটনা । তবে ময়নাতদন্তের পরিপূর্ণ রিপোর্ট না এলে এখনই কিছু বলা আমাদের পক্ষে সম্ভব হবে না । "
আরও পড়ুন, গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ
স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, মৃত মহিলা স্বাভাবিক ছিলেন না এবং মাঝেমধ্যেই অসময়ে বাড়ি এবং এলাকা ছেড়ে বেরিয়ে যেতেন। তেমনই তিনি বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান । এরপর সারারাত তাঁর খোঁজ পাওয়া যায়নি । আজ সকালে একটি গলি থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।