ETV Bharat / state

Couple body found : সল্টলেকে বন্ধ ঘরে যুগলের দেহ - sucide

চেন্নাই থেকে এসে কলকাতায় লিভ-ইনে থাকা এক যুগলের দেহ উদ্ধার ৷ বন্ধ ঘর থেকে যুগলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, ঘর থেকে পাওয়া যায় একটি সুইসাইড নোট, তাতে লেখা স্বেচ্ছায় মৃত্যুবরণ করছেন তাঁরা ৷ এছাড়াও অর্থনৈতিক সমস্যাও ছিল তাঁদের ৷ এই মৃত্যুর পিছনে আত্মহত্যা নাকি অন্য কারণ আছে ? পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের পর ঘটনাটি যে আসলে কী তা জানা যাবে ৷

যুগলের দেহ উদ্ধার
যুগলের দেহ উদ্ধার
author img

By

Published : Aug 5, 2021, 10:50 AM IST

Updated : Aug 5, 2021, 11:54 AM IST

কলকাতা, 5 অগস্ট : চেন্নাই থেকে এসে সল্টলেক সেক্টার ফাইভে ঘর ভাড়া নিয়ে লিভ-ইনে থাকতেন । গতকাল বন্ধ ঘর থেকে যুগলের দেহ উদ্ধার হয় ।

ঘটনাস্থল সল্টলেকের ইলেক্ট্রনিক কমপ্লেক্স থানা এলাকার বসুন্ধরা আবাসন । মৃত যুগলের নাম দেবাশিস দাসগুপ্ত, বয়স 45 ও শুভদীপ্তা গুহ বিশ্বাস, বয়স 40 বছর। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সুইসাইড নোটে লেখা, স্বেচ্ছায় মৃত্যুবরণ করছেন তাঁরা। টাকা পয়সার সমস্যার কথাও উল্লেখ রয়েছে ওই সুইসাইড নোটে ৷ এমনই জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, তাঁরা দুজনেই চেন্নাই থেকে এসেছিলেন । জুলাই মাসের 16 তারিখ তাঁরা ওই আবাসনে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন । গতকাল দুপুরে একটি ক্যুরিয়ার বয় এসে একাধিকবার ডাকা ডাকি করেন। কিন্তু তাঁদের কোনও সাড়া শব্দ মেলেনি বলে জানায় পুলিশ।

আরও পড়ুন : Crime In West Bengal : বেকারত্বের সুযোগ নিয়ে বাংলায় জাল ছড়াচ্ছে জেএমবি, আইএস

দরজা ধাক্কা দিতেই দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে ঘড়ে ঢুকে দেখে শুভদীপা গুহ বিশ্বাস বিছানায় পড়ে আছেন । আর শিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছেন দেবাশিস দাসগুপ্ত।

বন্ধ ঘর থেকে যুগলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি

তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়। দেহের ময়নাতদন্ত রিপোর্ট আসার পর ঘটনার গতিপ্রকৃতি বোঝা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা, 5 অগস্ট : চেন্নাই থেকে এসে সল্টলেক সেক্টার ফাইভে ঘর ভাড়া নিয়ে লিভ-ইনে থাকতেন । গতকাল বন্ধ ঘর থেকে যুগলের দেহ উদ্ধার হয় ।

ঘটনাস্থল সল্টলেকের ইলেক্ট্রনিক কমপ্লেক্স থানা এলাকার বসুন্ধরা আবাসন । মৃত যুগলের নাম দেবাশিস দাসগুপ্ত, বয়স 45 ও শুভদীপ্তা গুহ বিশ্বাস, বয়স 40 বছর। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সুইসাইড নোটে লেখা, স্বেচ্ছায় মৃত্যুবরণ করছেন তাঁরা। টাকা পয়সার সমস্যার কথাও উল্লেখ রয়েছে ওই সুইসাইড নোটে ৷ এমনই জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, তাঁরা দুজনেই চেন্নাই থেকে এসেছিলেন । জুলাই মাসের 16 তারিখ তাঁরা ওই আবাসনে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন । গতকাল দুপুরে একটি ক্যুরিয়ার বয় এসে একাধিকবার ডাকা ডাকি করেন। কিন্তু তাঁদের কোনও সাড়া শব্দ মেলেনি বলে জানায় পুলিশ।

আরও পড়ুন : Crime In West Bengal : বেকারত্বের সুযোগ নিয়ে বাংলায় জাল ছড়াচ্ছে জেএমবি, আইএস

দরজা ধাক্কা দিতেই দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে ঘড়ে ঢুকে দেখে শুভদীপা গুহ বিশ্বাস বিছানায় পড়ে আছেন । আর শিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছেন দেবাশিস দাসগুপ্ত।

বন্ধ ঘর থেকে যুগলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি

তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়। দেহের ময়নাতদন্ত রিপোর্ট আসার পর ঘটনার গতিপ্রকৃতি বোঝা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

Last Updated : Aug 5, 2021, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.