ETV Bharat / state

হটকেকের মতো বিক্রি হচ্ছে 'বিপন্ন ভারত', মমতাকে বললেন দোলা সেন

মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপন্ন ভারত বইটি এবছের বইমেলায় বই প্রেমীদের নজর কেড়েছে। এবিষয়ে দোলা সেন বলেন, 'বিপন্ন ভারত' বইমেলায় হটকেকের মতো বিক্রি হচ্ছে।

বিপন্ন ভারত
author img

By

Published : Feb 7, 2019, 7:20 PM IST

কলকাতা,‌ ৭ ফেব্রুয়ারি : তাঁর লেখা রাজনৈতিক বই 'বিপন্ন ভারত' বইমেলায় ‌কেমন বিক্রি হচ্ছে, খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'জাগো বাংলা' স্টলের দায়িত্বে থাকা সাংসদ দোলা সেনের কাছে খোঁজ নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দোলা সেন জানিয়েছেন, এবছরের বইমেলায় 'বিপন্ন ভারত' হটকেকের মতো বিক্রি হচ্ছে।‌

গতকাল কলকাতা আন্তর্জাতিক বইমেলার 'জাগো বাংলা'র স্টলে ক্রেতাদের লাইন ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মমতার লেখা এই বই কেনার জন্য বইপ্রেমীদের বেশ উৎসাহ ছিল। কিন্তু চাহিদা অনুযায়ী বইয়ের যোগান দিতে বিক্রেতাদের রীতিমতো হিমসিম খেতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর লেখা ২০০ পাতার এই বইয়ের ছত্রে ছত্রে উঠে এসেছে দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটের ছবি। বইটিতে দেশের বর্তমান সরকারের সমালোচনা করা হয়েছে। প্রতি বছর বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ বই প্রকাশিত হয়। এর আগে মোট ৮০ টি বই প্রকাশিত হয়েছে। এবছর প্রকাশিত হয়েছে আরও ছ'টি বই।

স্টলের দায়িত্বে থাকা সাংসদ দোলা সেন বলেন, "বইমেলায় দিদির 'বিপন্ন ভারত' বেস্ট সেলার। দিদি এই খবর পেয়েছেন। শুধুমাত্র 'বিপন্ন ভারত' নয়, দিদির প্রতিটি বই ভালো বিক্রি হচ্ছে। বইগুলি প্রকাশকের ঘর থেকে আসার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী ছাপার জন্য ক্রেতাদের কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।"

undefined

কলকাতা,‌ ৭ ফেব্রুয়ারি : তাঁর লেখা রাজনৈতিক বই 'বিপন্ন ভারত' বইমেলায় ‌কেমন বিক্রি হচ্ছে, খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'জাগো বাংলা' স্টলের দায়িত্বে থাকা সাংসদ দোলা সেনের কাছে খোঁজ নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দোলা সেন জানিয়েছেন, এবছরের বইমেলায় 'বিপন্ন ভারত' হটকেকের মতো বিক্রি হচ্ছে।‌

গতকাল কলকাতা আন্তর্জাতিক বইমেলার 'জাগো বাংলা'র স্টলে ক্রেতাদের লাইন ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মমতার লেখা এই বই কেনার জন্য বইপ্রেমীদের বেশ উৎসাহ ছিল। কিন্তু চাহিদা অনুযায়ী বইয়ের যোগান দিতে বিক্রেতাদের রীতিমতো হিমসিম খেতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর লেখা ২০০ পাতার এই বইয়ের ছত্রে ছত্রে উঠে এসেছে দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটের ছবি। বইটিতে দেশের বর্তমান সরকারের সমালোচনা করা হয়েছে। প্রতি বছর বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ বই প্রকাশিত হয়। এর আগে মোট ৮০ টি বই প্রকাশিত হয়েছে। এবছর প্রকাশিত হয়েছে আরও ছ'টি বই।

স্টলের দায়িত্বে থাকা সাংসদ দোলা সেন বলেন, "বইমেলায় দিদির 'বিপন্ন ভারত' বেস্ট সেলার। দিদি এই খবর পেয়েছেন। শুধুমাত্র 'বিপন্ন ভারত' নয়, দিদির প্রতিটি বই ভালো বিক্রি হচ্ছে। বইগুলি প্রকাশকের ঘর থেকে আসার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী ছাপার জন্য ক্রেতাদের কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।"

undefined

Kushinagar (UP), Feb 07 (ANI): Atleast two men died after allegedly consuming poisonous liquor in Uttar Pradesh's Kushinagar. The incident took place in Tarya Sujan area yesterday. Bodies have been sent for postmortem. Families alleged that illegal liquor trade takes place in the area in knowledge of local police. Police said, "Disciplinary action will be taken if claims are found to be true".

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.