কলকাতা, 6 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে একজোট হতে, লড়াইয়ের শপথ নিতে ঘরের আলো বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সঙ্ঘবদ্ধ ভারতের প্রতীক হিসেবে গতরাতে 9টায় 9 মিনিটের জন্য প্রত্যেকের ঘরে মোমবাতি, প্রদীপ জ্বালাতে বলেছিলেন। কলকাতার বড় অংশের মানুষ প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন। সঙ্গে ফেটেছে দেদার বাজি। তার জেরে কলকাতায় 98 জনকে গ্রেপ্তার করল পুলিশ।
এর আগে জরুরি পরিষেবায় যুক্তদের ধন্যবাদ জানাতে মানুষকে হাততালি দিতে পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন দেশজুড়ে করতালিতে ফেটে পড়েছিলেন জনতা। সঙ্গে ফেটেছিল দেদার বাজি। কোথাও কোথাও মিছিল পর্যন্ত হয়।
লালবাজার সূত্রের খবর, আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। আগেভাগেই সতর্ক ছিল কলকাতার থানাগুলি। বাড়ানো হয়েছিল পেট্রোলিং। পুলিশের শীর্ষকর্তারা নির্দেশ দিয়েছিলেন কোনওভাবেই মানুষ যাতে একজোট হয়ে মিছিল না করতে পারেন সেটি দেখার। সঙ্গে নির্দেশিকা ছিল শব্দবাজি বিরোধী অভিযানের। সেই অভিযানের সূত্র ধরে 98 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এমনিতে, গতকাল সকাল থেকে রাত আটটা পর্যন্ত লকডাউন ভেঙে রাস্তায় বের হওয়ার জন্য 371 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিজ করা হয়েছে 54 টি গাড়ি এবং মোটর বাইক।