ETV Bharat / state

বড়দিনে যাত্রী সুবিধায় গ্রিনলাইনে পরিষেবা বাড়াল কলকাতা মেট্রো, জারি বিজ্ঞপ্তি - কলকাতা মেট্রোর গ্রিনলাইনে বড়দিনের পরিষেবা

Kolkata Metro Green Line Service on Christmas: বড়দিনে যাতে সাধারণ মানুষদের অসুবিধায় না পড়তে হয় তার জন্য পরিষেবা বাড়াল কলকাতা মেট্রোর গ্রিনলাইন ৷ 25 ডিসেম্বর সারাদিনে 90টি পরিষেবা চলবে ৷

Etv Bharat
বড়দিনে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে সারাদিনে চলবে 90টি পরিষেবা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 7:43 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: বড়দিন ও ইংরাজি নববর্ষ, এই দু'দিন শহরের হট ডেস্টিনেশন হল পার্কস্ট্রিট । বৃহস্পতিবার থেকেই অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে । ইতিমধ্যেই বিকেল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত গড়াতে না গড়াতেই মানুষজন ভিড় করছেন পার্কস্ট্রিটের চত্বরে । স্বাভাবিকভাবেই বড়দিনে এই ভিড় আরও বাড়বে । কারণ এইদিন প্রায় অধিকাংশেরই ডেস্টিনেশন থাকে পার্কস্ট্রিট ৷

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তাই ওইদিন কলকাতা মেট্রোর গ্রিনলাইন অর্থাৎ শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চালানো হবে 90টি মেট্রো পরিষেবা । শুক্রবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । 90টি পরিষেবার মধ্যে 45টি আপ ও 45টি ডাউন পরিষেবা থাকছে । যদিও অন্যান্য দিনে এই রুটে 106টি পরিষেবা চালানো হয় । তবে মেট্রো কর্তৃপক্ষ আগেই যেমন জানিয়েছিল যে, নর্থ সাউথ করিডোর বা ব্লু লাইনে ওইদিন অনেক রাত পর্যন্ত দেওয়া হবে মেট্রো পরিষেবা ।

প্রসঙ্গত, ওইদিন ব্লু লাইনে 288টির পরিবর্তে সারাদিনে 194টি মেট্রো চলাচল করবে । এর মধ্যে 97টি আপ ও 97টি ডাউন লাইনে চলবে । সন্ধ্যাবেলায় যখন যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি থাকবে সেই সময় দুটি মেট্রোর মধ্যে 8 মিনিটের ব্যবধান থাকবে । ওইদিন গ্রিনলাইনে প্রতি 20 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো ।

  • 25 ডিসেম্বর গ্রিনলাইনের দিনের প্রথম পরিষেবা :

    শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাবার দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল 7টায় । সময় অপরিবর্তিত থাকছে ।
  • 25 ডিসেম্বর গ্রিনলাইনের শেষ পরিষেবা :

    শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 35 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

আরও পড়ুন :

1 আসছে সান্তাক্লজ, আলোর রোশনাইয়ে সেজেছে পার্ক স্ট্রিট, বড়দিনের আগেই উৎসবের আমেজ শহরজুড়ে

2 শহর জুড়ে সাজসাজ রব, বড়দিনের আগে কেমন চলছে বিকিকিনি ?

3 আলোর মেলায় সেজেছে বো ব্যারাক, বড়দিনের উৎসবের উদ্বোধন কবে ?

কলকাতা, 22 ডিসেম্বর: বড়দিন ও ইংরাজি নববর্ষ, এই দু'দিন শহরের হট ডেস্টিনেশন হল পার্কস্ট্রিট । বৃহস্পতিবার থেকেই অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে । ইতিমধ্যেই বিকেল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত গড়াতে না গড়াতেই মানুষজন ভিড় করছেন পার্কস্ট্রিটের চত্বরে । স্বাভাবিকভাবেই বড়দিনে এই ভিড় আরও বাড়বে । কারণ এইদিন প্রায় অধিকাংশেরই ডেস্টিনেশন থাকে পার্কস্ট্রিট ৷

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তাই ওইদিন কলকাতা মেট্রোর গ্রিনলাইন অর্থাৎ শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চালানো হবে 90টি মেট্রো পরিষেবা । শুক্রবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । 90টি পরিষেবার মধ্যে 45টি আপ ও 45টি ডাউন পরিষেবা থাকছে । যদিও অন্যান্য দিনে এই রুটে 106টি পরিষেবা চালানো হয় । তবে মেট্রো কর্তৃপক্ষ আগেই যেমন জানিয়েছিল যে, নর্থ সাউথ করিডোর বা ব্লু লাইনে ওইদিন অনেক রাত পর্যন্ত দেওয়া হবে মেট্রো পরিষেবা ।

প্রসঙ্গত, ওইদিন ব্লু লাইনে 288টির পরিবর্তে সারাদিনে 194টি মেট্রো চলাচল করবে । এর মধ্যে 97টি আপ ও 97টি ডাউন লাইনে চলবে । সন্ধ্যাবেলায় যখন যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি থাকবে সেই সময় দুটি মেট্রোর মধ্যে 8 মিনিটের ব্যবধান থাকবে । ওইদিন গ্রিনলাইনে প্রতি 20 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো ।

  • 25 ডিসেম্বর গ্রিনলাইনের দিনের প্রথম পরিষেবা :

    শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাবার দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল 7টায় । সময় অপরিবর্তিত থাকছে ।
  • 25 ডিসেম্বর গ্রিনলাইনের শেষ পরিষেবা :

    শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 35 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

আরও পড়ুন :

1 আসছে সান্তাক্লজ, আলোর রোশনাইয়ে সেজেছে পার্ক স্ট্রিট, বড়দিনের আগেই উৎসবের আমেজ শহরজুড়ে

2 শহর জুড়ে সাজসাজ রব, বড়দিনের আগে কেমন চলছে বিকিকিনি ?

3 আলোর মেলায় সেজেছে বো ব্যারাক, বড়দিনের উৎসবের উদ্বোধন কবে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.