কলকাতা, 29 ডিসেম্বর: 54 জনের পর ফের 88 জন চাকরি খোয়ানো প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা জমা দিলেন বৃহস্পতিবার । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) বেঞ্চে এদিন তাঁরা হলফনামা জমা দিয়েছেন । কয়েকদিন আগে 54 জন হলফনামা জমা দিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে 53 জনেরই চাকরি ফের বাতিল করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । একজন প্রার্থী মামলার শুনানির দিন উপস্থিত না থাকায় বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে 10 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ।
প্রাথমিকে বেআইনি চাকরি (Primary Recruitment Scam) পাওয়ার অভিযোগে মোট 268 জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রাপ্তরা । তাঁদের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট (Supreme Court) হাইকোর্টকেই পুনরায় সবার বক্তব্য শুনে মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দেয় ।
প্রথম দফায় 54 জন চাকরি হারানো শিক্ষক হলফনামা জমা দিয়েছিলেন আদালতে । এদিন 268 জনের মধ্যে 88 জন হলফনামা জমা দিতে এগিয়ে এলেন । এখনও শতাধিকের হলফনামা জমা দেওয়া বাকি ৷ আগামী 3 জানুয়ারি এই মামলার শুনানি হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেই ।
আরও পড়ুন: 53 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরে নিয়োগ দুর্নীতি ঘিরেই উত্তাল হয়েছে বাংলা ৷ বিশেষ করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি নির্দেশ নিয়ে হইচই হয়েছে ৷ আলোচনাও হয়েছে বিস্তর ৷ আদালতের নির্দেশেই প্রাথমিক থেকে এসএসসি, সব নিয়োগ দুর্নীতিতেই তদন্ত করছে সিবিআই (CBI) ৷ আর্থিক লেনদেন সংক্রান্ত বেনিয়ম থাকার অভিযোগে আলাদা ভাবে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (Enforcement Directorate) ৷
তাৎপর্যপূর্ণ ভাবে এই দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ৷ একদিকে যেমন গ্রেফতার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী এবং রাজ্য সরকার ও তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ অন্যদিকে তেমনই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্যও (Manik Bhattacharya) গ্রেফতার হয়েছেন ৷
সম্প্রতি তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ করেছে ইডি (ED) ৷ সেই চার্জশিটে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মূলপাণ্ডা হিসেবে মানিককে দেখানো হয়েছে ৷ চার্জশিটে মানিকের ছেলে ও স্ত্রীর নাম দেয় ইডি ৷
আরও পড়ুন: প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে মূল পাণ্ডা মানিক, আদালতে চার্জশিট ইডির