ETV Bharat / state

লকডাউন অমান্য অব্যাহত, কলকাতায় গ্রেপ্তার 652 - lockdown

লালবাজারের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় লকডাউন না মানায় 652 জন গ্রেপ্তার হয়েছেন‌ । মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার হয়েছেন 152 জন । শহরে প্রকাশ্যে থুথু ফেলার জন্য গ্রেপ্তার 29 । আটক করা হয়েছে নয়টি গাড়ি ।

kolkata
kolkata
author img

By

Published : May 6, 2020, 9:00 AM IST

কলকাতা, 6 মে : রেড জ়োনে কলকাতা । অথচ, এব্যাপারে অধিকাংশের ভ্রূক্ষেপ নেই ! সরকারি নির্দেশিকা না মেনে অপ্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষ । সাবধানতা মেনে চলছেন না । এর জেরে সংক্রমণের আশঙ্কা রয়েছে। অথচ পুলিশ তার দায়িত্ব পালন করে যাচ্ছে । চেষ্টা করছে মানুষকে যতটা সম্ভব সতর্ক করার। প্রয়োজনে কড়া পদক্ষেপ করছে তারা । লকডাউন না মানায় গতকাল 652 জনকে গ্রেপ্তার করা হয় ।



সমীক্ষা অনুযায়ী দেশে সংক্রমণের হার ছিল 4.8 শতাংশ । কিন্তু সংখ্যাটা গত দুইদিনে বেড়েছে অনেকটাই । গতকালের রিপোর্ট সেই সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 6 শতাংশ । এই মুহূর্তে রাজ্যের মধ্যে সর্বাধিক সংক্রমণের শিকার কলকাতার বাসিন্দারা । স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কলকাতায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 700 । মৃত্যু হয়েছে 40 জনের । এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 472 । যা রাজ্যে সর্বাধিক । কিন্তু তাতেও হুঁশ নেই একাংশ কলকাতাবাসীর। তাঁরা মদ কিনতে বেরিয়ে পড়েছেন । কিংবা বেরিয়ে পড়ছেন অপ্রয়োজনে । এতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ।

kolkata
kolkata
লালবাজারের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় লকডাউন না মানায় 652 জন গ্রেপ্তার হয়েছেন‌ । মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার হয়েছেন 152 জন । শহরে প্রকাশ্যে থুথু ফেলার জন্য গ্রেপ্তার 29 । আটক করা হয়েছে নয়টি গাড়ি ।

কলকাতা, 6 মে : রেড জ়োনে কলকাতা । অথচ, এব্যাপারে অধিকাংশের ভ্রূক্ষেপ নেই ! সরকারি নির্দেশিকা না মেনে অপ্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষ । সাবধানতা মেনে চলছেন না । এর জেরে সংক্রমণের আশঙ্কা রয়েছে। অথচ পুলিশ তার দায়িত্ব পালন করে যাচ্ছে । চেষ্টা করছে মানুষকে যতটা সম্ভব সতর্ক করার। প্রয়োজনে কড়া পদক্ষেপ করছে তারা । লকডাউন না মানায় গতকাল 652 জনকে গ্রেপ্তার করা হয় ।



সমীক্ষা অনুযায়ী দেশে সংক্রমণের হার ছিল 4.8 শতাংশ । কিন্তু সংখ্যাটা গত দুইদিনে বেড়েছে অনেকটাই । গতকালের রিপোর্ট সেই সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 6 শতাংশ । এই মুহূর্তে রাজ্যের মধ্যে সর্বাধিক সংক্রমণের শিকার কলকাতার বাসিন্দারা । স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কলকাতায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 700 । মৃত্যু হয়েছে 40 জনের । এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 472 । যা রাজ্যে সর্বাধিক । কিন্তু তাতেও হুঁশ নেই একাংশ কলকাতাবাসীর। তাঁরা মদ কিনতে বেরিয়ে পড়েছেন । কিংবা বেরিয়ে পড়ছেন অপ্রয়োজনে । এতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ।

kolkata
kolkata
লালবাজারের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় লকডাউন না মানায় 652 জন গ্রেপ্তার হয়েছেন‌ । মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার হয়েছেন 152 জন । শহরে প্রকাশ্যে থুথু ফেলার জন্য গ্রেপ্তার 29 । আটক করা হয়েছে নয়টি গাড়ি ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.