কলকাতা, ১৮ মার্চ : এক ব্যক্তির কাছ থেকে ৬০ লাখ টাকা উদ্ধার হল। আজ ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বি বি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিংয়ে। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম দীনেশ লোহিয়া। সে লেকটাউনের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, আজ দুপুর তিনটে নাগাদ দীনেশ লোহিয়াকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তার কাছে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগ থেকে ৬০ লাখ টাকা উদ্ধার হয়। এই বিপুল পরিমাণ টাকা সে কোথায় পেল তার সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেনি। বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্বচ্ছ নির্বাচন করতে কমিশনের তরফে পুলিশকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে নগদ টাকা উদ্ধারের বিষয়টিও রয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এই বিষয়ে পুলিশ কমিশনার অনুজ শর্মা সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। তারপর থেকেই শহরের সর্বত্র নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত কলকাতা পুলিশ দুই কোটি টাকারও বেশি উদ্ধার করেছে এবং মোট চারজনকে গ্রেপ্তার করেছে।