ETV Bharat / state

নবান্নর উদ্যোগ, ফিরলেন সাগরদ্বীপে আটকে পড়া 55 পর্যটক - নবান্নের উদ্যোগে ঘরে ফিরলেন

বুলবুলের তাণ্ডবের পর ফেরার উপায় ছিল না । দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন 55 জন পর্যটক । শেষমেশ নবান্নর উদ্যোগে সাগরদ্বীপে থেকে ঘরে ফিরলেন 55 জন পর্যটক ৷

ছবি
author img

By

Published : Nov 12, 2019, 4:23 AM IST

কলকাতা, 12 নভেম্বর : বেড়াতে গেছিলেন সাগরদ্বীপে । বুলবুলের তাণ্ডবের পর ফেরার উপায় ছিল না । প্রবল দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন 55 জন পর্যটক । শেষমেশ নবান্নের উদ্যোগে ঘরে ফিরলেন তাঁরা ৷

সাগরদ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়েন 55 জন ৷ খবর পৌঁছায় নবান্নে । মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হন তাঁদের উদ্ধার করতে । নির্দেশ দেন দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে । তড়িঘড়ি তাদের ঘরে ফেরানোর কাজ শুরু হয়৷ শনিবার সন্ধ্যায় সাগরদ্বীপের উপর আছড়ে পড়ে বুলবুল । রীতিমতো তাণ্ডব চালায় সাগরদ্বীপ সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় । ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে যোগাযোগ করাও খুব কঠিন হয়ে উঠেছিল ৷ সাগরের বেশিরভাগ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ত্রাণ শিবিরে । বুলবুলের আগেই উইকেন্ডে ছুটি কাটাতে সেখানে হাজির হন বেশ কয়েকজন ৷ তাদের মধ্যে 55 জন ফিরতে পারেননি । পাচ্ছিলেন না ন্যূনতম পরিষেবা ।

খবর পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে । তিনি দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথনকে নির্দেশ দেন বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে । গতকাল তাঁদের উদ্ধার করে ঘরে ফিরিয়ে দিয়েছে প্রশাসন ।

কলকাতা, 12 নভেম্বর : বেড়াতে গেছিলেন সাগরদ্বীপে । বুলবুলের তাণ্ডবের পর ফেরার উপায় ছিল না । প্রবল দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন 55 জন পর্যটক । শেষমেশ নবান্নের উদ্যোগে ঘরে ফিরলেন তাঁরা ৷

সাগরদ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়েন 55 জন ৷ খবর পৌঁছায় নবান্নে । মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হন তাঁদের উদ্ধার করতে । নির্দেশ দেন দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে । তড়িঘড়ি তাদের ঘরে ফেরানোর কাজ শুরু হয়৷ শনিবার সন্ধ্যায় সাগরদ্বীপের উপর আছড়ে পড়ে বুলবুল । রীতিমতো তাণ্ডব চালায় সাগরদ্বীপ সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় । ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে যোগাযোগ করাও খুব কঠিন হয়ে উঠেছিল ৷ সাগরের বেশিরভাগ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ত্রাণ শিবিরে । বুলবুলের আগেই উইকেন্ডে ছুটি কাটাতে সেখানে হাজির হন বেশ কয়েকজন ৷ তাদের মধ্যে 55 জন ফিরতে পারেননি । পাচ্ছিলেন না ন্যূনতম পরিষেবা ।

খবর পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে । তিনি দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথনকে নির্দেশ দেন বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে । গতকাল তাঁদের উদ্ধার করে ঘরে ফিরিয়ে দিয়েছে প্রশাসন ।

Intro:কলকাতা, 11 নভেম্বর: বেড়াতে গিয়েছিলেন সাগরদ্বীপে। বুলবুলের তাণ্ডবের পর ফেরার উপায় ছিল না। ফলে প্রবল দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছিলেন 55 জন পর্যটক। খবর পৌঁছায় নবান্নে। মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হন তাদের উদ্ধার করতে। নির্দেশ দেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনকে। শুরু হয় তৎপরতা। নবান্নের গুপ্তকে আজ ঘরে ফিরলেন ওই 55 জন পর্যটক। Body:শনি সন্ধ্যায় সাগরদ্বীপের উপর আছড়ে পড়েছিল বুলবুল। রীতিমতো তাণ্ডব চালায় সাগরদ্বীপ সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। শনিবার রাতভর প্রবল বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া। তার জেরে রীতিমতো বিপর্যস্ত হয়ে গেছে সাগরদ্বীপের জনজীবন। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সাগরদ্বীপের যোগাযোগ বিচ্ছিন্নই বলা চলে। সাগরের বেশিরভাগ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে ত্রাণ শিবিরে। বুলবুলের আগেই উইকেন্ডে ছুটি কাটাতে সেখানে হাজির হয়েছিলেন বেশ কিছু পর্যটক। তাদের মধ্যে 55 জন ফিরতে পারেননি। আটকে পড়েছিলেন দ্বীপেই। পাচ্ছিলেন না ন্যূনতম পরিষেবা। এই খবর পৌঁছায় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথনকে নির্দেশ দেন বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে। Conclusion:দক্ষিণ 24 পরগনা জেলাশাসক উদ্যোগী হন ওই পর্যটকদের মূল ভূখণ্ডে নিয়ে আসতে। আজ তাদের উদ্ধার করে ঘরে ফিরিয়ে দিয়েছে প্রশাসন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.