কলকাতা, 8 ডিসেম্বর : ভারত বনধের জেরে যানচলাচল মোটের উপর স্বাভাবিক ছিল ৷ তবে পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশনে আংশিকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয় । যে কারণে পূর্ব রেলের তরফে 37টি ট্রেন বাতিল করা হয় ।
শিয়ালদা ডিভিশনের দেউলা, ডায়মন্ডহারবার সেকশনের যাদবপুর, মধ্যমগ্রাম, হাবরা, বনগাঁ সেকশনের অশোকনগর ও দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা-লক্ষীকান্তপুর সেকশনের দক্ষিণ বারাসত ও শিয়ালদা-রানাঘাট সেকশনের কাঁকিনাড়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয় । শিয়ালদার ডায়মন্ড হারবার সেকশনের বাহিরপুয়া ও সংগ্রামপুর স্টেশনের মাঝখানে হোটোর ও বাড়ুইপুর স্টেশনের আপ লাইনে বিক্ষোভকারীরা কলাপাতা ফেলে রাখেন ৷ এর ফলে ওই লাইনে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয় ।
হাওড়া ডিভিশনের রিষড়া ,শক্তিগড় ও বালি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখানো হয় । এর জেরে শিয়ালদায় প্রায় 29টি ট্রেন ও হাওড়া ডিভিশনে আটটি ট্রেন বাতিল করা হয় । এরপর RPF ও GRP-র উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয় ।