ETV Bharat / state

কলকাতায় BJP-র বাইক মিছিল আটকাল পুলিশ, গ্রেপ্তার ৩০ - bjp district president

BJP-র রাজ্য সদর কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার উত্তর কলকাতার জেলা সভাপতি দীনেশ পান্ডে সহ ১৫ জন BJP কর্মী ও সমর্থক।

বাইক মিছিল
author img

By

Published : Mar 3, 2019, 2:59 PM IST

কলকাতা, ৩ মার্চ : BJP-র রাজ্য সদর কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার উত্তর কলকাতার জেলা সভাপতি দীনেশ পান্ডে সহ ১৫ জন BJP কর্মী ও সমর্থক। সবমিলিয়ে কলকাতায় ৩০ জন BJP কর্মী সমর্থককে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।

আজ সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে দীনেশ পান্ডের নেতৃত্বে বাইক মিছিল বের করে BJP কর্মী ও সমর্থকরা। সেইসময় কলকাতা পুলিশ তাদের গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় বেশকিছু বাইক।

কলকাতা, ৩ মার্চ : BJP-র রাজ্য সদর কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার উত্তর কলকাতার জেলা সভাপতি দীনেশ পান্ডে সহ ১৫ জন BJP কর্মী ও সমর্থক। সবমিলিয়ে কলকাতায় ৩০ জন BJP কর্মী সমর্থককে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।

আজ সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে দীনেশ পান্ডের নেতৃত্বে বাইক মিছিল বের করে BJP কর্মী ও সমর্থকরা। সেইসময় কলকাতা পুলিশ তাদের গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় বেশকিছু বাইক।

Intro:বাইক র‍্যালির ছবি।Body:বাইক র‍্যালির ছবি।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.