কলকাতা, 28 জানুয়ারি : দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে কোরোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী । গত 24 ঘণ্টায় রাজ্যে 289 জন আক্রান্ত হয়েছে । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 234 ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ 69 হাজার 173 ।
গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 9 জনের । গতকাল মৃত্যু হয়েছিল 8 জনের । রাজ্যে এখনও পর্যন্ত মোট 10 হাজার 148 জনের মৃত্যু হয়েছে । একদিনে সুস্থ হয়ে উঠেছে 367 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 5 লাখ 53 হাজার 244 জন ।
আরও পড়ুন : রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একদিনে 25 হাজার 129 টি নমুনার পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত 79 লাখ 19 হাজার 637 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা । একদিনে আক্রান্ত 87 জন । মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 27 হাজার 656 । এরপরই রয়েছে উত্তর 24 পরগনা, শেষ 24 ঘণ্টায় নতুন করে 83 জন আক্রান্ত হয়েছে । এই জেলায় মোট আক্রান্ত 1 লাখ 21 হাজার 527 জন ।