ETV Bharat / state

একসঙ্গে 26 চিকিৎসক কোরোনায় আক্রান্ত, তীব্র সংকটে মেডিকেল কলেজ

author img

By

Published : Oct 7, 2020, 11:05 AM IST

26 জনের মধ্যে 12 জন শিক্ষক-চিকিৎসক এবং বাকিরা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার। একসঙ্গে এত বেশি সংখ্যক চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হওয়ার জন্য এই মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের তীব্র সংকট দেখা দিয়েছে।

medical college
medical college

কলকাতা, 7 অক্টোবর : COVID-19 চিকিৎয়ায় চিকিৎসকদের তীব্র সংকটে পড়ল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। একসঙ্গে 26 জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হওয়ার জেরে এই সংকটে পড়েছে টারশিয়ারি লেভেলের এই COVID হাসপাতাল। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরে চিঠি পাঠিয়ে চিকিৎসকদের নিয়োগের জন্য আর্জি জানিয়েছে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে চিকিৎসাধীন COVID-19 রোগীদের কার্যকর এবং যথাযথ চিকিৎসার পরিষেবা প্রদানের জন্য চিকিৎসকদের নিয়োগের প্রয়োজন বলে ওই চিঠিতে জানানো হয়েছে।


গত সাত মে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে টারশিয়ারি লেভেলের COVID হাসপাতাল হিসাবে চালু করা হয়েছে। যদিও, তার আগে থেকেই এই মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন চিকিৎসককে COVID-19-এ আক্রান্ত হতে দেখা গিয়েছে। 6 অক্টোবর (মঙ্গলবার) কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের 26 জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন। একসঙ্গে এখানকার এত বেশি সংখ্যক চিকিৎসকের COVID-19-এ আক্রান্ত হওয়ার কথা এর আগে জানা যায়নি। COVID-19-এ আক্রান্ত এই 26 জন চিকিৎসকের মধ্যে 12 জন শিক্ষক-চিকিৎসক এবং 14 জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার। এই 26 জন চিকিৎসকের মধ্যে কয়েকজনকে এই হাসপাতালে ভরতি করানো হয়েছে। বাকি চিকিৎসকদের হোম কোয়ারানটাইনে রাখা হয়েছে। COVID-19-এ আক্রান্ত এই চিকিৎসকদের সংস্পর্শে এখানকার অন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও এসেছেন। যার জেরে, COVID-19-এ আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। COVID-19-এ আক্রান্ত এই 26 জন চিকিৎসকের সংস্পর্শে এখানকার অন্য কোন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং কর্মী-আধিকারিকরা এসেছেন, সেই বিষয়ে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ অন্যদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গিয়েছে।

এদিকে, একদিনে 26 জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাস্থ্য দপ্তরে চিঠি পাঠিয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এই চিঠিতে জানানো হয়েছে, 26 জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন। এই 26 জনের মধ্যে 12 জন শিক্ষক-চিকিৎসক এবং বাকিরা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার। একসঙ্গে এত বেশি সংখ্যক চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হওয়ার জন্য এই মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের তীব্র সংকট দেখা দিয়েছে। COVID-19 রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালে আরও 100 বেড বৃদ্ধির ফলে চিকিৎসকদের এই সংকট আরও তীব্র হয়েছে। এই হাসপাতালে চিকিৎসাধীন COVID-19 রোগীদের কার্যকর এবং যথাযথ চিকিৎসার পরিষেবা প্রদানের জন্য চিকিৎসকদের নিয়োগের প্রয়োজন।


চিকিৎসক সংকট দূর করার জন্য চিকিৎসকদের নিয়োগ অথবা ডিটেলমেন্টে এই হাসপাতালে দেওয়ার জন্য ওই চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। মেডিসিনে MD করেছেন এমন বিশেষজ্ঞ চিকিৎসকদের এই হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট হিসাবে নিয়োগ অথবা ডিটেলমেন্টে পাঠানোর জন্য ওই চিঠিতে জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরে পাঠানো কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ওই চিঠিতে জানানো হয়েছে, চিকিৎসকদের এই সংকট দূর করার জন্য যে সব চিকিৎসককে এখানে নিয়োগ অথবা, ডিটেলমেন্টে পাঠানো হবে, তাঁরা এই মেডিকেল কলেজের প্রাক্তন পড়ুয়া হবেন, এমন প্রেফার করছে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

কলকাতা, 7 অক্টোবর : COVID-19 চিকিৎয়ায় চিকিৎসকদের তীব্র সংকটে পড়ল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। একসঙ্গে 26 জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হওয়ার জেরে এই সংকটে পড়েছে টারশিয়ারি লেভেলের এই COVID হাসপাতাল। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরে চিঠি পাঠিয়ে চিকিৎসকদের নিয়োগের জন্য আর্জি জানিয়েছে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে চিকিৎসাধীন COVID-19 রোগীদের কার্যকর এবং যথাযথ চিকিৎসার পরিষেবা প্রদানের জন্য চিকিৎসকদের নিয়োগের প্রয়োজন বলে ওই চিঠিতে জানানো হয়েছে।


গত সাত মে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে টারশিয়ারি লেভেলের COVID হাসপাতাল হিসাবে চালু করা হয়েছে। যদিও, তার আগে থেকেই এই মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন চিকিৎসককে COVID-19-এ আক্রান্ত হতে দেখা গিয়েছে। 6 অক্টোবর (মঙ্গলবার) কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের 26 জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন। একসঙ্গে এখানকার এত বেশি সংখ্যক চিকিৎসকের COVID-19-এ আক্রান্ত হওয়ার কথা এর আগে জানা যায়নি। COVID-19-এ আক্রান্ত এই 26 জন চিকিৎসকের মধ্যে 12 জন শিক্ষক-চিকিৎসক এবং 14 জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার। এই 26 জন চিকিৎসকের মধ্যে কয়েকজনকে এই হাসপাতালে ভরতি করানো হয়েছে। বাকি চিকিৎসকদের হোম কোয়ারানটাইনে রাখা হয়েছে। COVID-19-এ আক্রান্ত এই চিকিৎসকদের সংস্পর্শে এখানকার অন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও এসেছেন। যার জেরে, COVID-19-এ আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। COVID-19-এ আক্রান্ত এই 26 জন চিকিৎসকের সংস্পর্শে এখানকার অন্য কোন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং কর্মী-আধিকারিকরা এসেছেন, সেই বিষয়ে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ অন্যদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গিয়েছে।

এদিকে, একদিনে 26 জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাস্থ্য দপ্তরে চিঠি পাঠিয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এই চিঠিতে জানানো হয়েছে, 26 জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন। এই 26 জনের মধ্যে 12 জন শিক্ষক-চিকিৎসক এবং বাকিরা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার। একসঙ্গে এত বেশি সংখ্যক চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হওয়ার জন্য এই মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের তীব্র সংকট দেখা দিয়েছে। COVID-19 রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালে আরও 100 বেড বৃদ্ধির ফলে চিকিৎসকদের এই সংকট আরও তীব্র হয়েছে। এই হাসপাতালে চিকিৎসাধীন COVID-19 রোগীদের কার্যকর এবং যথাযথ চিকিৎসার পরিষেবা প্রদানের জন্য চিকিৎসকদের নিয়োগের প্রয়োজন।


চিকিৎসক সংকট দূর করার জন্য চিকিৎসকদের নিয়োগ অথবা ডিটেলমেন্টে এই হাসপাতালে দেওয়ার জন্য ওই চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। মেডিসিনে MD করেছেন এমন বিশেষজ্ঞ চিকিৎসকদের এই হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট হিসাবে নিয়োগ অথবা ডিটেলমেন্টে পাঠানোর জন্য ওই চিঠিতে জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরে পাঠানো কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ওই চিঠিতে জানানো হয়েছে, চিকিৎসকদের এই সংকট দূর করার জন্য যে সব চিকিৎসককে এখানে নিয়োগ অথবা, ডিটেলমেন্টে পাঠানো হবে, তাঁরা এই মেডিকেল কলেজের প্রাক্তন পড়ুয়া হবেন, এমন প্রেফার করছে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.