কলকাতা, 12 এপ্রিল : রাজ্যে কোরোনায় মৃত্যু হল আরও দু'জনের ৷ গতকাল পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ছিল পাঁচ ৷ আজ তা বেড়ে দাঁড়াল সাত ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 134 ৷ তবে, স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে রাজ্যে কোনও কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি ৷
আজ স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়, রাজ্যে আক্রান্তের সংখ্যা 95 ৷ মৃত সাত ৷ অথচ কেন্দ্রের হিসেবে আক্রান্তের সংখ্যাটা 134 ৷ মৃত পাঁচ ৷ গতকাল স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছিল, কোরোনা আক্রান্তের সংখ্যা 95 ৷ অর্থাৎ, গত 24 ঘণ্টায় রাজ্যে কেউ কোরোনায় আক্রান্ত হননি ৷ কিন্তু, গতকাল তাদের বুলেটিনে মৃতের সংখ্যা ছিল পাঁচ ৷ অর্থাৎ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় মৃত্যু হয়েছে দু'জনের ৷
স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে বলা হয়েছে, রাজ্যে 19 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৷ কিন্তু, কতজন গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন তার তথ্য দেওয়া হয়নি স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিনে ৷ সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত 329 জন রাজ্যের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন ৷ এখনও পর্যন্ত 2 হাজার 523জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এছাড়া, 582টি কোয়ারান্টাইন সেন্টারে মোট 10 হাজার 730জনকে রাখা হয়েছে ৷