কলকাতা, ৩০ মার্চ : গ্রেপ্তার হল মাদক চক্রের দুই পান্ডা। ধৃতদের নাম শেখ ফিরোজ ওরফে লম্বু ফিরোজ়এবং শাহিদ পারভেজ। তাদের বাড়ি কলকাতার তালতলায়। ধৃতদের কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক বিভাগের কাছে খবর ছিল তালতলায় একটি বড় মাদকচক্র চলছে। গতরাতে ক্রেতা সেজে পুলিশের একটি দল হানা দেয় তালতলায়।
টালা থেকে টালিগঞ্জ, বাগুইআটি থেকে বালিগঞ্জ। শহরজুড়ে রমরম করে চলছে মাদকের কারবার। তাদের মূল টার্গেট স্কুল ও কলেজের পড়ুয়ারা। এক ফোনেই ক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে মাদক। কখনও উদ্ধার হচ্ছে LSD, মেটামেম্ফাটাইন, অ্যামফেটামাইনের মতো ড্রাগ, কখনও হেরোইন, ব্রাউন সুগার কিংবা কোকেন।
পুলিশ ক্রেতা সেজে গ্রেপ্তার করে লম্বু ফিরোজ় ও শাহিদকে। লালবাজার সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ চলছে। কোথা থেকে তারা মাদক নিয়ে আসতো তা জানার চেষ্টা করছে পুলিশ।