কলকাতা, 28 ডিসেম্বর: শহর কলকাতায় ট্রাফিক আইন (Traffic Rules) যাঁরা মানবেন না, এবার থেকে তাঁদের দুর্ভোগ আরও বাড়বে ৷ কারণ, আইনভঙ্গকারীদের উপর সরাসরি কড়া নজর রাখবেন লালবাজারের (Lal Bazar) কর্তারা ৷ তার জন্য আনা হচ্ছে নয়া প্রযুক্তি ৷ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হচ্ছে 190টি অত্যাধুনিকমানের ইনফ্রারেড বুলেট ক্যামেরা (Infrared Bullet Camera) ৷ কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক এই ক্যামেরায় বন্দি হয়ে যাবে আইনভঙ্গকারীদের সমস্ত গতিবিধি ৷ তারপর সেই মুহূর্তের ভিডিয়ো সরাসরি পৌঁছে যাবে লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকদের স্মার্ট ফোনে ৷
কলকাতা পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মোট 190টি ইনফ্রারেড বুলেট ক্যামেরা কেনা হবে ৷ তার জন্য খরচ করা হবে প্রায় 5 কোটি 50 লক্ষ টাকা ৷ প্রত্যেকটি ক্যামেরাই 5 পিক্সেলের ৷ এর প্রধান সুবিধা হল, রাতের কম আলোয়, কিংবা শীতের কুয়াশাতেও আইনভঙ্গকারী গাড়ির নম্বর প্লেট-সহ সমস্ত জরুরি তথ্য ক্য়ামেরায় বন্দি হয়ে যাবে ৷ এমনকী, ঝড়, বৃষ্টি হলেও এই ক্যামেরার কর্মক্ষমতা কমবে না ৷ অত্যাধুনিক এই 190টি ক্যামেরার সঙ্গে সংযুক্ত করা হবে একটি বিশেষ সফটওয়্যার ৷ স্বতন্ত্র সার্ভারের মাধ্যমে ক্যামেরায় তোলা ছবি সংশ্লিষ্ট সফটওয়্যারের সহযোগিতায় সরাসরি পৌঁছে যাবে পুলিশকর্তাদের মোবাইলে ৷ ফলে যেকোনও অঘটন ঘটলে দ্রুত সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তাঁদের ৷
আরও পড়ুন: কতটা সচল সার্জেন্টদের বুকে লাগানো বডি ক্যামেরা ? রিপোর্ট চাইল লালবাজার
ইনফ্রারেড বুলেট ক্যামেরার সুবিধা আরও আছে ৷ যদি কেউ মনে করে, এই ক্য়ামেরার কোনও ক্ষতি করবে, তাহলেও সহজে পার পাবে না ৷ কারণ, এই ক্যামেরাগুলির সঙ্গেই থাকবে স্বয়ংক্রিয় বিপদ ঘণ্টি ৷ ক্যামেরা চুরি করতে এলে, কিংবা সেটি খোলার বা ক্য়ামেরার কোনও ক্ষতি করার চেষ্টা করলেই বিপদ সঙ্কেত পৌঁছে যাবে সটান লালবাজারে ৷ কোন ক্য়ামেরার ক্ষতি করার চেষ্টা চলছে, তাও সহজেই বুঝে যাবেন লালবাজারের কর্তারা ৷ কারণ, বিপদ সঙ্কেতের সঙ্গেই সেই ক্য়ামেরার লোকেশনও জেনে যাবেন তাঁরা ৷ তেমন বন্দোবস্তও মজুত থাকবে এই 190টি ক্যামেরায় ৷ ফলে অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্যামেরাটি রক্ষা করার জন্য পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো সম্ভব হবে ৷
এছাড়াও, কোনও গাড়ি নির্দিষ্ট কোনও এলাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা কোথাও একসঙ্গে বহু মানুষের ভিড় বা জমায়েত হলে, তারও সঙ্কেত লালবাজারে পৌঁছে দেবে এই অত্যাধুনিক ইনফ্রারেড বুলেট ক্যামেরা ৷ কলকাতা পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, প্রথম দফায় 94টি ক্যামেরা পরীক্ষামূলকভাবে লাগানো হবে ৷ পরবর্তীতে ধাপে ধাপে লাগানো হবে আরও 39 এবং 57টি ক্যামেরা ৷