ETV Bharat / state

Youth Arrested in Shibpur Incident: 'শিবপুরে আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল তরুণ' গ্রেফতার মুঙ্গেরে ! সরব কুণাল - রামনবমী

শিবপুরের অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম অভিযুক্ত ৷ 19 বছরের সুমিত সাউকে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ ৷ এই সুমিতকেই একটি ভাইরাল ভিডিয়োয় আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছিল বলে দাবি করা হচ্ছে ৷ বিষয়টি নিয়ে টুইটারে সরব হয়েছেন কুণাল ঘোষ ৷

19 year old youth arrested from Munger by Howrah Police in Shibpur Incident
শিবপুরের ঘটনায় গ্রেফতার অন্যতম অভিযুক্ত
author img

By

Published : Apr 4, 2023, 12:34 PM IST

Updated : Apr 4, 2023, 1:05 PM IST

কলকাতা, 4 এপ্রিল: হাওড়ার শিবপুরে আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র হাতে অংশগ্রহণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করা হল ৷ ধৃতের নাম সুমিত সাউ ৷ 19 বছরের সুমিত বিহারের বাসিন্দা ৷ তাঁকে মুঙ্গের থেকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে টুইটারে সরব হয়েছেন দলের মুখপাত্র তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, ইতিমধ্যেই পুলিশের কাছে নিজের 'দোষ কবুল' করেছেন ওই তরুণ ৷ কুণালের বক্তব্য, বিজেপির প্ররোচনাতেই যে শিবপুরে অশান্তি ছড়ানো হয়েছিল, এই গ্রেফতারির ঘটনাই তার প্রমাণ !

  • Arrested Accused : Sumit Shaw (19), Salkia, PS- Malipanchghora, Howrah 711106.

    Arrested from Sakhoul, Bangalma, PS- Kashim Bazar, Munger, Bihar 811212 by Howrah police. Case is now being probed by CID.

    Sumit admitted his crime. pic.twitter.com/ZkFHvtoZSd

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত বৃহস্পতিবার রামনবমীর শোভাযাত্রা চলাকালীন অশান্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর ৷ দফায় দফায় সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা ৷ পরবর্তীতে সোশাল মিডিয়ায় 'সেই ঘটনার' বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ তার মধ্যে একটি ভিডিয়োয় এক তরুণকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় ৷ রাজ্যের সরকার ও শাসকদলের তরফ থেকে দাবি করা হয়, রামনবমীর উৎসব পালনের আড়ালে আদতে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে ৷ এর জন্য প্রধান বিরোধী বিজেপিকে দায়ী করে তৃণমূল ৷ কিন্তু, পরে এই ভিডিয়োটিকেই নস্যাৎ করে দেয় গেরুয়াশিবির ৷ বলা হয়, সংশ্লিষ্ট ভিডিয়োটি মোটেও শিবপুরের ঘটনার নয় !

  • *Sumit Shaw, who was carrying weapon in the Ramanavami procession, arrested from Munger.*
    *He has confessed his participation in the procession with firearms.*
    *BJP, who is master of spreading fake news, yesterday were claiming of fact-checking this issue. What will they say now? pic.twitter.com/BteTklGHB8

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রেক্ষাপটে সুমিত সাউ নামে বিহারের এই বাসিন্দার গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার একের পর এক টুইট করেন কুণাল ৷ তাতে সরাসরি আক্রমণ করেন বিজেপিকে ৷ একটি টুইটে কুণাল জানান, "বিহারের বাসিন্দা 19 বছরের সুমিত সাউকে পড়শি রাজ্যের মুঙ্গেরের কাশিমবাজার থানার অন্তর্গত বঙ্গলামার সখৌল থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ ৷ ইতিমধ্যেই সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ধৃত তরুণ তাঁর দোষ স্বীকার করেছেন ৷"

আরও পড়ুন: রামনবমীর মিছিলে হামলার অভিযোগ, রণক্ষেত্র হাওড়ার শিবপুর

অন্য একটি টুইটে কুণাল দাবি করেন, "ধৃত সুমিত সাউ হলেন সেই তরুণ, যাঁকে শিবপুরে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে দেখা গিয়েছিল ৷ তাঁকে মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি যে অস্ত্র হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, তা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন ৷ বিজেপি, যারা ভুয়ো খবর ছড়ানোর জন্য সবথেকে সেরা, সেই তারাই গতকাল ভাইরাল ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল ! এবার তারা কী বলবে ?" কুণালের আরও অভিযোগ, বাংলাকে অশান্ত করতে চক্রান্ত করছে বিজেপি ৷ এতক্ষণে তাদের এই ষড়যন্ত্র প্রমাণ হয়ে গিয়েছে ৷

কলকাতা, 4 এপ্রিল: হাওড়ার শিবপুরে আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র হাতে অংশগ্রহণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করা হল ৷ ধৃতের নাম সুমিত সাউ ৷ 19 বছরের সুমিত বিহারের বাসিন্দা ৷ তাঁকে মুঙ্গের থেকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে টুইটারে সরব হয়েছেন দলের মুখপাত্র তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, ইতিমধ্যেই পুলিশের কাছে নিজের 'দোষ কবুল' করেছেন ওই তরুণ ৷ কুণালের বক্তব্য, বিজেপির প্ররোচনাতেই যে শিবপুরে অশান্তি ছড়ানো হয়েছিল, এই গ্রেফতারির ঘটনাই তার প্রমাণ !

  • Arrested Accused : Sumit Shaw (19), Salkia, PS- Malipanchghora, Howrah 711106.

    Arrested from Sakhoul, Bangalma, PS- Kashim Bazar, Munger, Bihar 811212 by Howrah police. Case is now being probed by CID.

    Sumit admitted his crime. pic.twitter.com/ZkFHvtoZSd

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত বৃহস্পতিবার রামনবমীর শোভাযাত্রা চলাকালীন অশান্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর ৷ দফায় দফায় সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা ৷ পরবর্তীতে সোশাল মিডিয়ায় 'সেই ঘটনার' বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ তার মধ্যে একটি ভিডিয়োয় এক তরুণকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় ৷ রাজ্যের সরকার ও শাসকদলের তরফ থেকে দাবি করা হয়, রামনবমীর উৎসব পালনের আড়ালে আদতে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে ৷ এর জন্য প্রধান বিরোধী বিজেপিকে দায়ী করে তৃণমূল ৷ কিন্তু, পরে এই ভিডিয়োটিকেই নস্যাৎ করে দেয় গেরুয়াশিবির ৷ বলা হয়, সংশ্লিষ্ট ভিডিয়োটি মোটেও শিবপুরের ঘটনার নয় !

  • *Sumit Shaw, who was carrying weapon in the Ramanavami procession, arrested from Munger.*
    *He has confessed his participation in the procession with firearms.*
    *BJP, who is master of spreading fake news, yesterday were claiming of fact-checking this issue. What will they say now? pic.twitter.com/BteTklGHB8

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রেক্ষাপটে সুমিত সাউ নামে বিহারের এই বাসিন্দার গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার একের পর এক টুইট করেন কুণাল ৷ তাতে সরাসরি আক্রমণ করেন বিজেপিকে ৷ একটি টুইটে কুণাল জানান, "বিহারের বাসিন্দা 19 বছরের সুমিত সাউকে পড়শি রাজ্যের মুঙ্গেরের কাশিমবাজার থানার অন্তর্গত বঙ্গলামার সখৌল থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ ৷ ইতিমধ্যেই সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ধৃত তরুণ তাঁর দোষ স্বীকার করেছেন ৷"

আরও পড়ুন: রামনবমীর মিছিলে হামলার অভিযোগ, রণক্ষেত্র হাওড়ার শিবপুর

অন্য একটি টুইটে কুণাল দাবি করেন, "ধৃত সুমিত সাউ হলেন সেই তরুণ, যাঁকে শিবপুরে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে দেখা গিয়েছিল ৷ তাঁকে মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি যে অস্ত্র হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, তা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন ৷ বিজেপি, যারা ভুয়ো খবর ছড়ানোর জন্য সবথেকে সেরা, সেই তারাই গতকাল ভাইরাল ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল ! এবার তারা কী বলবে ?" কুণালের আরও অভিযোগ, বাংলাকে অশান্ত করতে চক্রান্ত করছে বিজেপি ৷ এতক্ষণে তাদের এই ষড়যন্ত্র প্রমাণ হয়ে গিয়েছে ৷

Last Updated : Apr 4, 2023, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.