ETV Bharat / state

কোরোনা : সুস্থ আরও 16, ছাড়া পেলেন হাসপাতাল থেকে - covid 19

গতকাল কলকাতার তিনটি হাসপাতাল COVID-19-এ আক্রান্ত 16জনকে ছুটি দেওয়া হয়েছে । এর মধ্যে বেলেঘাটা ID হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা দুইজনকে ছুটি দেওয়া হয়েছে । এই দুইজনই চিকিৎসক । সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকে আটজনকে ছুটি দেওয়া হয়েছে ।

aa
কোরোনা
author img

By

Published : May 10, 2020, 10:29 AM IST

Updated : May 10, 2020, 10:38 AM IST

কলকাতা, 10 মে : COVID-19-কে হার মানিয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন রাজ্যের এক মহিলা আমলা ও ছয় চিকিৎসকসহ 16 জন রোগী । গতকাল কলকাতার তিনটি হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা এই 16জনকে ছুটি দেওয়া হয়েছে ।

গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে আরও 108 জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । এই নিয়ে এখনও পর্যন্ত এরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1,786 জন । গত 24 ঘণ্টায় COVID-19-এ আরও 11জনের মৃত্যু হয়েছে । রাজ্যে COVID-19-এ মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 99 । এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠা 372 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

গতকাল কলকাতার তিনটি হাসপাতাল COVID-19-এ আক্রান্ত 16 জনকে ছুটি দিয়েছে । এর মধ্যে বেলেঘাটা ID হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা দুই চিকিৎসককে ছুটি দেওয়া হয়েছে । সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকে আটজনকে ছুটি দেওয়া হয়েছে । এই হাসপাতালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ঐতিহাসিকের চিকিৎসা চলছে । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁর শারীরিক অবস্থা সংকটে রয়েছে । অন্যদিকে আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকে ছয়জনকে ছুটি দেওয়া হয়েছে।

আনন্দপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, সুস্থ হয়ে ওঠা এই ছয়জনের মধ্যে চারজন চিকিৎসক । তিনজন বিভিন্ন মেডিকেল কলেজের । বাকি একজন 65 বছরের এক সিনিয়র চিকিৎসক । বাকি দুইজনের মধ্যে একজন রাজ্যের এক মহিলা আমলা । অন্যজন এক মহিলা ।

কলকাতা, 10 মে : COVID-19-কে হার মানিয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন রাজ্যের এক মহিলা আমলা ও ছয় চিকিৎসকসহ 16 জন রোগী । গতকাল কলকাতার তিনটি হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা এই 16জনকে ছুটি দেওয়া হয়েছে ।

গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে আরও 108 জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । এই নিয়ে এখনও পর্যন্ত এরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1,786 জন । গত 24 ঘণ্টায় COVID-19-এ আরও 11জনের মৃত্যু হয়েছে । রাজ্যে COVID-19-এ মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 99 । এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠা 372 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

গতকাল কলকাতার তিনটি হাসপাতাল COVID-19-এ আক্রান্ত 16 জনকে ছুটি দিয়েছে । এর মধ্যে বেলেঘাটা ID হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা দুই চিকিৎসককে ছুটি দেওয়া হয়েছে । সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকে আটজনকে ছুটি দেওয়া হয়েছে । এই হাসপাতালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ঐতিহাসিকের চিকিৎসা চলছে । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁর শারীরিক অবস্থা সংকটে রয়েছে । অন্যদিকে আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকে ছয়জনকে ছুটি দেওয়া হয়েছে।

আনন্দপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, সুস্থ হয়ে ওঠা এই ছয়জনের মধ্যে চারজন চিকিৎসক । তিনজন বিভিন্ন মেডিকেল কলেজের । বাকি একজন 65 বছরের এক সিনিয়র চিকিৎসক । বাকি দুইজনের মধ্যে একজন রাজ্যের এক মহিলা আমলা । অন্যজন এক মহিলা ।

Last Updated : May 10, 2020, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.