ETV Bharat / state

Ganja Recovered in Kolkata: রাজপথে উদ্ধার 128 কেজি গাঁজা, সাফল্য কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের

শহরের ইএম বাইপাসে নাকা চেকিং চলছিল ৷ সেই সময় অন্য রাজ্যের নম্বরের একটি গাড়ি দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক পুলিশের ৷ গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই মিলল 128 কেজি গাঁজা, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা (Ganja worth lakhs recovered from EM Bypass in Kolkata) ৷

গাঁজা উদ্ধার
লালবাজার
author img

By

Published : Mar 22, 2023, 5:17 PM IST

কলকাতা, 22 মার্চ: গভীর রাতে শহরে নাকা চেকিংয়ে মিলল সাফল্য ৷ জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা ৷ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল গাঁজা ৷ ঘটনায় একটি গাড়ি-সহ ইমরান নামক এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ তাকে জেরা করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Kolkata Police Narcotics Department recovered huge amount of ganja) ৷

লালবাজার সূত্রে খবর, গতকাল রাতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর নাকা চেকিং হচ্ছিল ৷ সেই সময় একটি ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো গাড়ি দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের ৷ গাড়িটি থামিয়ে রাস্তার ধারে রাখার নির্দেশ দেন ট্রাফিক সার্জেন্ট ৷ এরপর চালকের সঙ্গে কথা বলে তার কথায় অসংগতি খেয়াল করেন ট্রাফিক পুলিশ কর্মীরা ৷ এরপরই স্থানীয় সার্ভে পার্ক থানায় একটি লিখিত স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় একটি ব্যাগ এবং ব্যাগের ভিতরে আলাদা আলাদা চেনে রাখা ছিল বিপুল পরিমাণের নিষিদ্ধ গাঁজা ৷ এই বিপুল গাঁজার ওজন প্রায় 128 কেজি ৷ কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের দাবি, এই গাঁজার বর্তমান বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ৷ জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তকারীরা জানতে পেরেছেন, পাচারের উদ্দেশ্যে ওই গাঁজা ভিন রাজ্য থেকে এই রাজ্যে আনা হচ্ছিল ৷ রাতের শহরে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ফাঁকা রাস্তাকে সেফ করিডর হিসেবে বেছে নেওয়া হয়েছিল ৷ তবে পুলিশি তৎপরতায় গাড়িটিকে আটকানো হয় ৷ জানা গিয়েছে, এই গাঁজাগুলি দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় পাচার করার উদ্দেশ্য ছিল ৷ তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি যুক্ত ৷ অভিযুক্ত ইমরানকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

আরও পড়ুন: ত্রিপুরায় ভোটগণনার আগের দিন উদ্ধার 3 কোটি টাকার গাঁজা, গ্রেফতার 4

কলকাতা, 22 মার্চ: গভীর রাতে শহরে নাকা চেকিংয়ে মিলল সাফল্য ৷ জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা ৷ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল গাঁজা ৷ ঘটনায় একটি গাড়ি-সহ ইমরান নামক এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ তাকে জেরা করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Kolkata Police Narcotics Department recovered huge amount of ganja) ৷

লালবাজার সূত্রে খবর, গতকাল রাতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর নাকা চেকিং হচ্ছিল ৷ সেই সময় একটি ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো গাড়ি দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের ৷ গাড়িটি থামিয়ে রাস্তার ধারে রাখার নির্দেশ দেন ট্রাফিক সার্জেন্ট ৷ এরপর চালকের সঙ্গে কথা বলে তার কথায় অসংগতি খেয়াল করেন ট্রাফিক পুলিশ কর্মীরা ৷ এরপরই স্থানীয় সার্ভে পার্ক থানায় একটি লিখিত স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় একটি ব্যাগ এবং ব্যাগের ভিতরে আলাদা আলাদা চেনে রাখা ছিল বিপুল পরিমাণের নিষিদ্ধ গাঁজা ৷ এই বিপুল গাঁজার ওজন প্রায় 128 কেজি ৷ কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের দাবি, এই গাঁজার বর্তমান বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ৷ জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তকারীরা জানতে পেরেছেন, পাচারের উদ্দেশ্যে ওই গাঁজা ভিন রাজ্য থেকে এই রাজ্যে আনা হচ্ছিল ৷ রাতের শহরে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ফাঁকা রাস্তাকে সেফ করিডর হিসেবে বেছে নেওয়া হয়েছিল ৷ তবে পুলিশি তৎপরতায় গাড়িটিকে আটকানো হয় ৷ জানা গিয়েছে, এই গাঁজাগুলি দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় পাচার করার উদ্দেশ্য ছিল ৷ তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি যুক্ত ৷ অভিযুক্ত ইমরানকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

আরও পড়ুন: ত্রিপুরায় ভোটগণনার আগের দিন উদ্ধার 3 কোটি টাকার গাঁজা, গ্রেফতার 4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.