কলকাতা, 17 জানুয়ারি: কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে এতদিন নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হত ৷ অর্থাৎ জ্বর, সর্দি-কাশি ইত্যাদি ৷ এবার সেই সঙ্গে জুড়ছে আরও 10টি রোগের বা শারীরিক সমস্যার তালিকা ৷ যা রাজ্যের অন্যান্য পৌরনিগম ও পৌরসভাগুলি করে উঠতে পারেনি ৷ বিশেষজ্ঞদের মাধ্যমে বুধবার থেকে সেই সমস্ত রোগের চিকিৎসার প্রশিক্ষণ শুরু করেছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কেন্দ্রের হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের তত্ত্বাবধানে এটি করা হচ্ছে ৷ উল্লেখ্য, এই হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের অন্যতম কাজ ওষুধের হিসেব, স্বাস্থ্য পরীক্ষার কিটের মতো একাধিক বিষয়ের তথ্যভাণ্ডার তৈরি করা ৷ ছোঁয়াচে নয় এমন রোগ, অন্তঃসত্ত্বা থাকাকালীন বিভিন্ন সমস্যা, মানসিক সমস্যা, সদ্যোজাত ও শিশুরোগ এবং বয়ঃসন্ধিকালীন নানা শারীরিক সমস্যার প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷
আজ থেকে প্রতিটি বরোতে একটি হাবের মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের এসব সমস্যায় প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ পরবর্তী সময় কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রের নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷
দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ দিচ্ছে ৷ সম্পূর্ণ এই প্রশিক্ষণের জন্য 11, 25, 46, 55, 57, 73, 81, 104, 108, 131 ও 142 নম্বর ওয়ার্ডের হেলথ ইউনিটগুলিতে একটি করে হাব বানানো হয়েছে ৷ সেখানে ভার্চুয়ালি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ উল্লেখ্য, এক্ষেত্রে একটি হাবের আওতায় থাকা ওয়ার্ডগুলির ইউনিটের চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারবে ৷ অর্থাৎ, নতুন যে 10টি চিকিৎসা যুক্ত হচ্ছে, তেমন কোনও রোগীর চিকিৎসায় জটিলতা দেখা দিলে, সংশ্লিষ্ট চিকিৎসক বাকিদের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন ৷
এদিন এই কর্মসূচির উদ্বোধন করেন কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ ৷ ছিলেন মুখ্য পৌর স্বাস্থ্য কর্তা সুব্রত রায়চৌধুরী, উপদেষ্টা টিকে মুখোপাধ্যায়, কুমুদ রায় এবং সঞ্জীব ভাল্লে ৷ উল্লেখ্য, এর আগেও বেশ কিছু রোগের চিকিৎসার প্রশিক্ষণ এই ধরনের হাবের মাধ্যমে দেওয়া হয়েছিল ৷ সেখানে প্রায় 3 হাজারের বেশি চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীকে প্রশিক্ষণ দিয়েছিল কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷
আরও পড়ুন: