ETV Bharat / state

কেএমসির স্বাস্থ্যকেন্দ্রে মিলবে আরও 10টি রোগের চিকিৎসা, শুরু হল প্রশিক্ষণ - কলকাতা পৌরনিগম

KMC Health Centre: খুব দ্রুত কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে আরও নানান ধরনের রোগের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে ৷ আজ থেকে সেই রোগের চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রগুলির চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া শুরু হল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 5:43 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে এতদিন নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হত ৷ অর্থাৎ জ্বর, সর্দি-কাশি ইত্যাদি ৷ এবার সেই সঙ্গে জুড়ছে আরও 10টি রোগের বা শারীরিক সমস্যার তালিকা ৷ যা রাজ্যের অন্যান্য পৌরনিগম ও পৌরসভাগুলি করে উঠতে পারেনি ৷ বিশেষজ্ঞদের মাধ্যমে বুধবার থেকে সেই সমস্ত রোগের চিকিৎসার প্রশিক্ষণ শুরু করেছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কেন্দ্রের হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের তত্ত্বাবধানে এটি করা হচ্ছে ৷ উল্লেখ্য, এই হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের অন্যতম কাজ ওষুধের হিসেব, স্বাস্থ্য পরীক্ষার কিটের মতো একাধিক বিষয়ের তথ্যভাণ্ডার তৈরি করা ৷ ছোঁয়াচে নয় এমন রোগ, অন্তঃসত্ত্বা থাকাকালীন বিভিন্ন সমস্যা, মানসিক সমস্যা, সদ্যোজাত ও শিশুরোগ এবং বয়ঃসন্ধিকালীন নানা শারীরিক সমস্যার প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

আজ থেকে প্রতিটি বরোতে একটি হাবের মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের এসব সমস্যায় প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ পরবর্তী সময় কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রের নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷

দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ দিচ্ছে ৷ সম্পূর্ণ এই প্রশিক্ষণের জন্য 11, 25, 46, 55, 57, 73, 81, 104, 108, 131 ও 142 নম্বর ওয়ার্ডের হেলথ ইউনিটগুলিতে একটি করে হাব বানানো হয়েছে ৷ সেখানে ভার্চুয়ালি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ উল্লেখ্য, এক্ষেত্রে একটি হাবের আওতায় থাকা ওয়ার্ডগুলির ইউনিটের চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারবে ৷ অর্থাৎ, নতুন যে 10টি চিকিৎসা যুক্ত হচ্ছে, তেমন কোনও রোগীর চিকিৎসায় জটিলতা দেখা দিলে, সংশ্লিষ্ট চিকিৎসক বাকিদের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন ৷

এদিন এই কর্মসূচির উদ্বোধন করেন কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ ৷ ছিলেন মুখ্য পৌর স্বাস্থ্য কর্তা সুব্রত রায়চৌধুরী, উপদেষ্টা টিকে মুখোপাধ্যায়, কুমুদ রায় এবং সঞ্জীব ভাল্লে ৷ উল্লেখ্য, এর আগেও বেশ কিছু রোগের চিকিৎসার প্রশিক্ষণ এই ধরনের হাবের মাধ্যমে দেওয়া হয়েছিল ৷ সেখানে প্রায় 3 হাজারের বেশি চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীকে প্রশিক্ষণ দিয়েছিল কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷

আরও পড়ুন:

  1. শীতের আমেজে ব্যাট ঘুরিয়ে ছক্কা হাকালেন ফিরহাদ, মেয়র্স কাপ ঘিরে পাটুলির মাঠ জমজমাট
  2. নৌকায় মশার লার্ভা নাশক স্প্রেতে বাধা, বেলেঘাটা খাল সংস্কারের আর্জিতে অতীনের চিঠি পার্থকে
  3. পৌর স্বাস্থ্যকেন্দ্রে এমআরআই-সিটি স্ক্যানের সুবিধা পাবেন নাগরিকরা

কলকাতা, 17 জানুয়ারি: কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে এতদিন নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হত ৷ অর্থাৎ জ্বর, সর্দি-কাশি ইত্যাদি ৷ এবার সেই সঙ্গে জুড়ছে আরও 10টি রোগের বা শারীরিক সমস্যার তালিকা ৷ যা রাজ্যের অন্যান্য পৌরনিগম ও পৌরসভাগুলি করে উঠতে পারেনি ৷ বিশেষজ্ঞদের মাধ্যমে বুধবার থেকে সেই সমস্ত রোগের চিকিৎসার প্রশিক্ষণ শুরু করেছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কেন্দ্রের হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের তত্ত্বাবধানে এটি করা হচ্ছে ৷ উল্লেখ্য, এই হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের অন্যতম কাজ ওষুধের হিসেব, স্বাস্থ্য পরীক্ষার কিটের মতো একাধিক বিষয়ের তথ্যভাণ্ডার তৈরি করা ৷ ছোঁয়াচে নয় এমন রোগ, অন্তঃসত্ত্বা থাকাকালীন বিভিন্ন সমস্যা, মানসিক সমস্যা, সদ্যোজাত ও শিশুরোগ এবং বয়ঃসন্ধিকালীন নানা শারীরিক সমস্যার প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

আজ থেকে প্রতিটি বরোতে একটি হাবের মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের এসব সমস্যায় প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ পরবর্তী সময় কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রের নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷

দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ দিচ্ছে ৷ সম্পূর্ণ এই প্রশিক্ষণের জন্য 11, 25, 46, 55, 57, 73, 81, 104, 108, 131 ও 142 নম্বর ওয়ার্ডের হেলথ ইউনিটগুলিতে একটি করে হাব বানানো হয়েছে ৷ সেখানে ভার্চুয়ালি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ উল্লেখ্য, এক্ষেত্রে একটি হাবের আওতায় থাকা ওয়ার্ডগুলির ইউনিটের চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারবে ৷ অর্থাৎ, নতুন যে 10টি চিকিৎসা যুক্ত হচ্ছে, তেমন কোনও রোগীর চিকিৎসায় জটিলতা দেখা দিলে, সংশ্লিষ্ট চিকিৎসক বাকিদের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন ৷

এদিন এই কর্মসূচির উদ্বোধন করেন কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ ৷ ছিলেন মুখ্য পৌর স্বাস্থ্য কর্তা সুব্রত রায়চৌধুরী, উপদেষ্টা টিকে মুখোপাধ্যায়, কুমুদ রায় এবং সঞ্জীব ভাল্লে ৷ উল্লেখ্য, এর আগেও বেশ কিছু রোগের চিকিৎসার প্রশিক্ষণ এই ধরনের হাবের মাধ্যমে দেওয়া হয়েছিল ৷ সেখানে প্রায় 3 হাজারের বেশি চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীকে প্রশিক্ষণ দিয়েছিল কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷

আরও পড়ুন:

  1. শীতের আমেজে ব্যাট ঘুরিয়ে ছক্কা হাকালেন ফিরহাদ, মেয়র্স কাপ ঘিরে পাটুলির মাঠ জমজমাট
  2. নৌকায় মশার লার্ভা নাশক স্প্রেতে বাধা, বেলেঘাটা খাল সংস্কারের আর্জিতে অতীনের চিঠি পার্থকে
  3. পৌর স্বাস্থ্যকেন্দ্রে এমআরআই-সিটি স্ক্যানের সুবিধা পাবেন নাগরিকরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.