দার্জিলিং,27 আগস্ট : পর্যটনে গতি আনতে পাহাড়ে হোম-স্টে মালিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য । সোমবার দার্জিলিঙে 297টি হোম স্টে মালিকদের দু'দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবারের প্রশিক্ষণ শিবিরে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ছাড়াও GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা,মোর্চা নেতা বিনয় তামাং-সহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।
পর্যটন মন্ত্রী বলেন, ''পর্যটকদের কাছে হোম স্টে-কে আরও আকর্ষণীয় তোলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ এতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে । পর্যটনের বিকাশে হোম স্টে-গুলির গুরুত্ব অপরিসীম। ফলে এই প্রশিক্ষণ শিবির বছরে 2 থেকে 3 বার তো হবেই । দার্জিলিঙ ও কালিম্পঙ জেলার 287টি হোম স্টে-এর প্রতিনিধি এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন । হোম স্টে'-র মালিকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।
পানীয় জলের বন্দোবস্ত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দূষণমুক্ত পরিবেশ বজায় রাখা, পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগের মতো বিষয়গুলি উঠে এসেছে তাতে ৷ সবধরনের ব্যবস্থা গড়ে তুললে রাজ্য সরকার অনুদান দেবে বলে মন্তব্য করেন মন্ত্রী ৷ এতে রেজিস্ট্রেশনের দরকার রয়েছে ৷ জেলাশাসক এইগুলিকে মনিটরিং করবেন ৷ ''
প্লাস্টিকমুক্ত পরিবেশ বজায় রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা WIFI রাখতে হোম স্টে' মালিকদের আহ্বান জানান মন্ত্রী । তিনি বলেন, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সবাই উপকৃত হবেন শিবিরে ।
পাহাড়ের পাশাপাশি জঙ্গলমহল পর্যন্ত ট্র্যাক রুটগুলোকে আরও বিকশিত করতে চাইছে পর্যটন দপ্তর, জানান মন্ত্রী। পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে ট্রেকের কথাও উল্লেখ করেন গৌতম বাবু । ট্রেকিং রুট এবং হোম স্টে-কে সামনে রেখে রাজ্য আধুনিকীকরণ করার চেষ্টা করছে পর্যটন শিল্পকে । পর্যটকদের কথা ভেবেই উন্নত যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখতে হোম স্টে মালিকদের অনুরোধ করা হয় ৷