ETV Bharat / state

পাহাড়ে হাতিয়ার হোম স্টে, পর্যটনে নয়া উদ্যোগ রাজ্যের - Darjeeling home stay

পর্যটকদের কথা ভেবে প্লাস্টিকমুক্ত পরিবেশ বজায় রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা WIFI রাখতে হোম স্টে' মালিকদের আহ্বান জানান মন্ত্রী

পাহাড়ে হাতিয়ার হোম স্টে, পর্যটনে নয়া উদ্যোগ রাজ্যের
author img

By

Published : Aug 27, 2019, 4:46 AM IST

দার্জিলিং,27 আগস্ট : পর্যটনে গতি আনতে পাহাড়ে হোম-স্টে মালিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য । সোমবার দার্জিলিঙে 297টি হোম স্টে মালিকদের দু'দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবারের প্রশিক্ষণ শিবিরে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ছাড়াও GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা,মোর্চা নেতা বিনয় তামাং-সহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।

পর্যটন মন্ত্রী বলেন, ''পর্যটকদের কাছে হোম স্টে-কে আরও আকর্ষণীয় তোলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ এতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে । পর্যটনের বিকাশে হোম স্টে-গুলির গুরুত্ব অপরিসীম। ফলে এই প্রশিক্ষণ শিবির বছরে 2 থেকে 3 বার তো হবেই । দার্জিলিঙ ও কালিম্পঙ জেলার 287টি হোম স্টে-এর প্রতিনিধি এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন । হোম স্টে'-র মালিকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

পানীয় জলের বন্দোবস্ত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দূষণমুক্ত পরিবেশ বজায় রাখা, পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগের মতো বিষয়গুলি উঠে এসেছে তাতে ৷ সবধরনের ব্যবস্থা গড়ে তুললে রাজ্য সরকার অনুদান দেবে বলে মন্তব্য করেন মন্ত্রী ৷ এতে রেজিস্ট্রেশনের দরকার রয়েছে ৷ জেলাশাসক এইগুলিকে মনিটরিং করবেন ৷ ''

প্লাস্টিকমুক্ত পরিবেশ বজায় রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা WIFI রাখতে হোম স্টে' মালিকদের আহ্বান জানান মন্ত্রী । তিনি বলেন, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সবাই উপকৃত হবেন শিবিরে ।

পাহাড়ের পাশাপাশি জঙ্গলমহল পর্যন্ত ট্র্যাক রুটগুলোকে আরও বিকশিত করতে চাইছে পর্যটন দপ্তর, জানান মন্ত্রী। পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে ট্রেকের কথাও উল্লেখ করেন গৌতম বাবু । ট্রেকিং রুট এবং হোম স্টে-কে সামনে রেখে রাজ্য আধুনিকীকরণ করার চেষ্টা করছে পর্যটন শিল্পকে । পর্যটকদের কথা ভেবেই উন্নত যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখতে হোম স্টে মালিকদের অনুরোধ করা হয় ৷

দার্জিলিং,27 আগস্ট : পর্যটনে গতি আনতে পাহাড়ে হোম-স্টে মালিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য । সোমবার দার্জিলিঙে 297টি হোম স্টে মালিকদের দু'দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবারের প্রশিক্ষণ শিবিরে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ছাড়াও GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা,মোর্চা নেতা বিনয় তামাং-সহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।

পর্যটন মন্ত্রী বলেন, ''পর্যটকদের কাছে হোম স্টে-কে আরও আকর্ষণীয় তোলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ এতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে । পর্যটনের বিকাশে হোম স্টে-গুলির গুরুত্ব অপরিসীম। ফলে এই প্রশিক্ষণ শিবির বছরে 2 থেকে 3 বার তো হবেই । দার্জিলিঙ ও কালিম্পঙ জেলার 287টি হোম স্টে-এর প্রতিনিধি এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন । হোম স্টে'-র মালিকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

পানীয় জলের বন্দোবস্ত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দূষণমুক্ত পরিবেশ বজায় রাখা, পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগের মতো বিষয়গুলি উঠে এসেছে তাতে ৷ সবধরনের ব্যবস্থা গড়ে তুললে রাজ্য সরকার অনুদান দেবে বলে মন্তব্য করেন মন্ত্রী ৷ এতে রেজিস্ট্রেশনের দরকার রয়েছে ৷ জেলাশাসক এইগুলিকে মনিটরিং করবেন ৷ ''

প্লাস্টিকমুক্ত পরিবেশ বজায় রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা WIFI রাখতে হোম স্টে' মালিকদের আহ্বান জানান মন্ত্রী । তিনি বলেন, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সবাই উপকৃত হবেন শিবিরে ।

পাহাড়ের পাশাপাশি জঙ্গলমহল পর্যন্ত ট্র্যাক রুটগুলোকে আরও বিকশিত করতে চাইছে পর্যটন দপ্তর, জানান মন্ত্রী। পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে ট্রেকের কথাও উল্লেখ করেন গৌতম বাবু । ট্রেকিং রুট এবং হোম স্টে-কে সামনে রেখে রাজ্য আধুনিকীকরণ করার চেষ্টা করছে পর্যটন শিল্পকে । পর্যটকদের কথা ভেবেই উন্নত যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখতে হোম স্টে মালিকদের অনুরোধ করা হয় ৷

Intro:পাহাড়ে হোম স্টেগুলিকে হাতিয়ার করে পর্যটন বিকাশে বিশেষ প্রশিক্ষণ

দার্জিলিং,26 আগস্ট: পর্যটনে গতি আনতে এবার পাহাড়ে হোম-স্টে মালিকদের বিশেষ প্রশিক্ষণ ।সোমবার দার্জিলিঙে 297 টি হোম স্টে মালিকদের দুদিনের প্রশিক্ষণ শুরু হল। এদিনের এই কর্মসূচিতে পর্যটন মন্ত্রী গৌতম দেব ছাড়াও জিটিএর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা,মোর্চা নেতা বিনয় তামাংসহ পর্যটন ব্যবসায়ীরা । পর্যটন মন্ত্রী জানিয়েছেন, প্রশিক্ষনের মাধ্যমে হোম স্টেগুলিকে পর্যটকদের কাছে আরো আকর্ষিত করে তুললে কর্মসংস্থানের সুযোগও বাড়বে ।ফলে পর্যটনের বিকাশে হোম স্টেগুলির গুরুত্ব অপরিসীম। ফলে এই প্রশিক্ষণ কর্মসূচি প্রতিবছর অতন্ত দুই-তিনবার করে হবে । দার্জিলিং ও কালিম্পঙ জেলার 287 টি হোম স্টে-এর প্রতিনিধি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন । ওইসব হোম স্টে-র মালিকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।


Body:জানিয়েছেন পোস্টগুলিতে পানীয় জলের বন্দোবস্ত থাকা জরুরী জীবন থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে দূষণমুক্ত পরিবেশ থাকবে এবং বিদ্যুতের সমস্যা হবেনা এই ধরনের ব্যবস্থা গড়ে তুললে প্রজেক্টর প্রজেক্টর এগুলি আরো প্রশংসিত হবে রাজ্য সরকার হবে গুলিকে আধুনিক ও সংস্কারের জন্য টাকা করে দেবে এজন্য রেজিস্ট্রেশনের দরকার রয়েছে জেলাশাসক এইগুলিকে মনিটরিং করবেন মন্ত্রী জানান 71 রয়েছে বিভিন্ন এলাকায় এগুলি কাজে আসবে এছাড়া কর্মসংস্থানে গতি আসবে এই ধরনের প্রশিক্ষণের আরো বেশি উপকৃত হবে দিতে পারবেন অনুষ্ঠানগুলোতে প্লাস্টিক মুক্ত রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা ওয়াইফাই সুবিধা পেতে থাকে সেজন্য হোমস্টে মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী গৌতম দেব । তিনি বলেন,স্কিল ডেভলপমেন্ট প্রশিক্ষণ ও আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের কর্মসূচি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সবাই উপকৃত হবেন ।


Conclusion:আর এভাবেই পাহাড়ের পর্যটনের গতি আনতে চাইছে রাজ্য সরকার ।শুধু পাহাড় নয় পর্যটনমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, পাহাড়ের পাশাপাশি জঙ্গলমহল পর্যন্ত ট্র্যাক রুটগুলোকে আরও বিকশিত করতে চাইছেন তারা। এপথে পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে ট্র্যাকিং করা যাবে । এগুলিকে আরও বিকশিত করার চেষ্টা করছেন তারা এভাবে ট্রেকিং রুট এবং হোমস্টেকে সামনে রেখে রাজ্য সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিকীকরণ করার চেষ্টা করছে । হোম স্টেগুলিতে পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয় সেজন্য রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ যাতে ইন্টারনেট, বিদ্যুতের ব্যবস্থা থাকে সেজন্যও মালিকদের প্রতি তিনি আবেদন করেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.