দার্জিলিং, 9 জুন : ফের দার্জিলিংয়ে গ্রেপ্তার বিমলপন্থী মোর্চা নেতা । নাম RP ওয়াইবা । আজ দার্জিলিং শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । আগামিকাল দার্জিলিং আদালতে তোলা হবে । পাহাড়ে ১০৫ দিন বনধের সময় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়ে । আজ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ।
এদিকে, গতকাল দার্জিলিং পৌরসভার ১৭ জন কাউন্সিলার BJP-তে যোগ দেন। ফলে দার্জিলিং পৌরসভায় ক্ষমতার বদল এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল । এবিষয়ে গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি (বিনয়পন্থী) বিনয় তামাং বলেন, "নিয়ম মেনেই দার্জিলিং পৌরসভায় অনাস্থা ভোট হবে । ১০৫ দিন পাহাড় বনধের পর শান্তি ফিরেছে পাহাড়ে । এবার শান্ত পাহাড়ে ফের কোনও অশান্তি হলে দায়ি থাকবেন সাংসদ রাজু বিস্তা ও তাঁর দল ।"