ETV Bharat / state

শীঘ্রই সামনে আসছি, ভিডিয়ো বার্তা গুরুঙের - kalimpong

রাজ্য সরকারের জন্যই তিনি ঘরছাড়া হয়েছেন। জানান তিনি।

বিমল গুরুং
author img

By

Published : Mar 22, 2019, 4:00 AM IST

দার্জিলিং, 22 মার্চ : রাজ্য সরকারের জন্যই তিনি ঘরছাড়া হয়েছেন। এই ভোট একটা বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে পাহাড়ের মানুষকে। খুব তাড়াতাড়িই পাহাড়ে ফিরবেন। গতকাল এক ভিডিয়োবার্তায় একথা বলেন বিমল গুরুং।

গতকাল সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিয়োটি। যেখানে নেপালি ভাষায় বার্তা দিয়েছেন বিমল গুরুং। বিনয় তামাং-অনিত থাপাকে আক্রমণ করেন তিনি। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, GNLF-এর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার জোট স্বার্থহীন। লোকসভা ভোট একটি বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে পাহাড় ও তরাইয়ের মানুষের কাছে আবেদন করেন তিনি। একই সঙ্গে সবাইকে একসঙ্গে জোট বেঁধে সতর্কভাবে কাজ করার আবেদনও জানান।

যদিও বিমলের এই ভিডিয়োকে পাত্তা দিতে নারাজ বিনয়পন্থী শিবির। তাদের বক্তব্য, এর আগেও বিমল শীঘ্রই পাহাড়ে ফিরবেন বলে জানিয়েছিলেন। আসলে এটা BJP-র হাতকে শক্ত করতে ও তৃণমূল-মোর্চার জোটের বিরুদ্ধে বিমলের প্রচার। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পালিয়ে থেকে ভোটের আগে অনুগামীদের উৎসাহ বাড়াতে এই কৌশল নিয়েছেন গুরুং। তাতে কাজ হবে না।

দার্জিলিং, 22 মার্চ : রাজ্য সরকারের জন্যই তিনি ঘরছাড়া হয়েছেন। এই ভোট একটা বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে পাহাড়ের মানুষকে। খুব তাড়াতাড়িই পাহাড়ে ফিরবেন। গতকাল এক ভিডিয়োবার্তায় একথা বলেন বিমল গুরুং।

গতকাল সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিয়োটি। যেখানে নেপালি ভাষায় বার্তা দিয়েছেন বিমল গুরুং। বিনয় তামাং-অনিত থাপাকে আক্রমণ করেন তিনি। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, GNLF-এর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার জোট স্বার্থহীন। লোকসভা ভোট একটি বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে পাহাড় ও তরাইয়ের মানুষের কাছে আবেদন করেন তিনি। একই সঙ্গে সবাইকে একসঙ্গে জোট বেঁধে সতর্কভাবে কাজ করার আবেদনও জানান।

যদিও বিমলের এই ভিডিয়োকে পাত্তা দিতে নারাজ বিনয়পন্থী শিবির। তাদের বক্তব্য, এর আগেও বিমল শীঘ্রই পাহাড়ে ফিরবেন বলে জানিয়েছিলেন। আসলে এটা BJP-র হাতকে শক্ত করতে ও তৃণমূল-মোর্চার জোটের বিরুদ্ধে বিমলের প্রচার। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পালিয়ে থেকে ভোটের আগে অনুগামীদের উৎসাহ বাড়াতে এই কৌশল নিয়েছেন গুরুং। তাতে কাজ হবে না।

Wb_Darj_21Mar_19_Bimal_Sanjib_7205425 ------------- বিনয় -অনিতকে একহাত নিয়ে রাজ্যেকে সমলোচনা করে নয়া ভিডিও বার্তা বিমলের দার্জিলিং, ২১ মার্চ : রংয়ের উৎসব হোলিতে বিমল গুরুঙয়ের ভিডিও বার্তা ভাইরাল । বিনয়-অনিতকে একহাত নিয়ে রাজ্যের সমালোচনায় বিমল গুরুঙ। সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয় । তাতে দেখা যায়, লোকসভা ভোটকে সামনে রেখে জিএনএলএফের সঙ্গে মোর্চার (বিমল গুরুঙ) জোটকে স্বার্থহীন জোট বলে উল্লেখ করছেন তিনি । একইসঙ্গে বলেন, যত শীঘ্র সম্ভব সশরীরে জনতার কাছে হাজির হবেন বলেও উল্লেখ করেন তিনি । ওই ভিডিওতে বিমল গুরুঙকে বলতে শোনা যায়, ২০১৯ লোকসভা ভোট একটি বড় সুযোগ । এই এই সুযোগকে কাজে লাগাতে পাহাড় -তরাইয়ের মানুষের কাছে আবেদন করেন। একই সঙ্গে সবাইকে একসঙ্গে জোট বেঁধে সতর্কভাবে কাজ করার আবেদন জানান। রাজ্যের জন্যই বিমলরা ঘর ছাড়া হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি । এদিকে বিমলের এই ভিডিওর প্রতিক্রিয়াকে একেবারেই পাত্তা দিতে নারাজ বিনয় পন্থী শিবির । তাঁদের বক্তব্য, এর আগেও বিমল শীঘ্রই পাহাড়ে ফিরবেন বলে এধরণের ভিডিও বার্তায় ঘোষণা করেছিলেন । আসলে এটা বিজেপির হাতকে শক্ত করতে তৃণমূল -মোর্চার বিনয় শিবিরের জোটের বিরুদ্ধে বিমলের প্রচার । তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পালিয়ে থেকে ভোটের আগে অনুগামীদের উৎসাহ বাড়াতে এই কৌশল নিয়েছেন গুরুঙ। তাতে কাজ হবে না । তবে বিমলের এই কৌশল কতটা কাজে আসে এখন সেটাই দেখার ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.