ETV Bharat / state

তথ্যপ্রযুক্তি মানচিত্রে কালিম্পং, উদ্বোধন হল IT পার্কের - Kalimpong

লোকসভা ভোটের আগে রাজ্যের তথ্যপ্রযুক্তি মানচিত্রে জুড়ল কালিম্পং। উদ্বোধন হল ১৭ তম IT পার্কের। অনুষ্ঠানে ছিলেন GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং।

IT পার্কের উদ্বোধনে বিনয় তামাং
author img

By

Published : Mar 10, 2019, 2:09 AM IST

কালিম্পং, ১০ মার্চ : লোকসভা ভোটের আগে পাহাড়ে চমক। রাজ্যের তথ্যপ্রযুক্তি মানচিত্রে জুড়ল কালিম্পং। উদ্বোধন হল ১৭ তম IT পার্কের। গতকাল কালিম্পংয়ের এগারো মাইলে এই পার্কের উদ্বোধন করেন GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী, বিধায়ক অমরসিং রাই, কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান ও জেলাশাসক ড: বিশ্বনাথসহ আরও অনেকে।

কালিম্পংয়ে IT পার্কের উদ্বোধনের পর বিনয় তামাং বলেন, "এই উদ্বোধনের ফলে পাহাড়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ছ'হাজার কর্মসংস্থান হবে। ৩৫ কোটি টাকা খরচ করে এরপর তৈরি হবে IT ভবন। দার্জিলিংয়েও IT পার্ক হবে। এর ফলে পাহাড়ের ছেলেমেয়েদের আর অন্যত্র যেতে হবে না। পাহাড়ে থেকেই তারা তথ্যপ্রযুক্তি তথা IT শিক্ষায় পারদর্শী হতে পারবে।"

তিনি আরও বলেন, "হিংসা ও লড়াই-ঝগড়া শুধু ধ্বংসের পথ। এখন পাহাড়ে শান্তি রয়েছে। সবাই মিলেমিশে রয়েছে বলেই উন্নয়ন হচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও পাহাড়ে বেকার সমস্যা দূরীকরণে GTA পদক্ষেপ নিচ্ছে।"

রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পাহাড়ের উন্নয়নে জোর দিয়েছেন। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।"

কালিম্পং, ১০ মার্চ : লোকসভা ভোটের আগে পাহাড়ে চমক। রাজ্যের তথ্যপ্রযুক্তি মানচিত্রে জুড়ল কালিম্পং। উদ্বোধন হল ১৭ তম IT পার্কের। গতকাল কালিম্পংয়ের এগারো মাইলে এই পার্কের উদ্বোধন করেন GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী, বিধায়ক অমরসিং রাই, কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান ও জেলাশাসক ড: বিশ্বনাথসহ আরও অনেকে।

কালিম্পংয়ে IT পার্কের উদ্বোধনের পর বিনয় তামাং বলেন, "এই উদ্বোধনের ফলে পাহাড়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ছ'হাজার কর্মসংস্থান হবে। ৩৫ কোটি টাকা খরচ করে এরপর তৈরি হবে IT ভবন। দার্জিলিংয়েও IT পার্ক হবে। এর ফলে পাহাড়ের ছেলেমেয়েদের আর অন্যত্র যেতে হবে না। পাহাড়ে থেকেই তারা তথ্যপ্রযুক্তি তথা IT শিক্ষায় পারদর্শী হতে পারবে।"

তিনি আরও বলেন, "হিংসা ও লড়াই-ঝগড়া শুধু ধ্বংসের পথ। এখন পাহাড়ে শান্তি রয়েছে। সবাই মিলেমিশে রয়েছে বলেই উন্নয়ন হচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও পাহাড়ে বেকার সমস্যা দূরীকরণে GTA পদক্ষেপ নিচ্ছে।"

রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পাহাড়ের উন্নয়নে জোর দিয়েছেন। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।"

Intro:বন্ধ এম আর আই, পাত্তা নেই কর্মীর, হিলিয়াম গ্যাস এলেও রিসিভ করার কর্মী নেই

দার্জিলিং, ০৭ মার্চ: যে হিলিয়াম গ্যাসের অভাবে দার্জিলিং জেলা হাস পাতালের এমআরআই সেন্টারের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে পুণে থেকে সেই হিলিয়াম গ্যাস ভর্তি গাড়ি এলেও রিসিভ করার লোকের পাত্তা পাওয়া গেল না। দীর্ঘক্ষণ এই অবস্থা চলতে থাকায় হিলিয়াম নিয়ে আসা কর্মী সোজা গিয়ে হাজির হলেন দার্জিলিং জেলা হাস পাতালের সুপারের ঘরে। হতবাক সুপারও। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে অবশেষে তৎপর হন তিনি।। তিনি সংশ্লিষ্ট কর্মীকে ফোনেও যোগাযোগ করতে না পেরে সোজা গিয়ে হাজির হন এমআরআই সেন্টারে। দেখা যায় বেলা সাড়ে এগারোটার পরও ওই এমআরআই সেন্টারে তালা ঝুলছে। এরপর সুপার নিজে সেখানে হিলিয়াম রাখার যাবতীয় ব্যবস্থা করেন।



Body:দার্জিলিং হাসপাতালের সুপার এস কে সারিসওয়াল বলেন, এমনটা হওয়া উচিত ছিল না। তবে হিলিয়াম গ্যাস ফুরিয়ে যাওয়ায় বেশ কয়েক দিন ধরেই এমআরআই বন্ধ ছিল। ৮ মার্চ তা আসার কথা ছিল। তার একদিন আগেই চলে এসেছে। এবার এমআরআই চালু হয়ে যাবে। এদিকে এদিন দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসক আবাসন সহ কয়েকটি ওয়ার্ডে জল না থাকায় ক্ষোভের সৃষ্টি হয়। জল না থাকলে ডিউটি না করার কথাও বলেন কয়েকজন চিকিৎসক। এরপর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারের তৎপরতায় ওই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়।


Conclusion:এভাবেই কার্যত বেহাল দশা দার্জিলিং হাসপাতালের। শুধু জল বা কর্মীদের উদাসিনতাই নয়। হাস পাতালে বেহাল দশা শৌচালয়ের। নেই লিফট। মাঝে মধ্যেই বিকল হয় ডিজিটাল এক্স রে। এভাবেই একাধিক সমস্যায় ধুঁকছে শৈলশহরের এই হাসপাতালের। ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.